Which of the underlined parts in the following sentences is not an adverbial clause?
A
I went home because I was tired.
B
He works hard so that he can succeed.
C
Whether they will come is still uncertain.
D
He runs as fast as he can.
উত্তরের বিবরণ
Correct Answer:
-
Whether they will come is still uncertain. ✅
Explanation:
-
The underlined part (Whether they will come) is a Noun Clause.
-
Noun Clause acts as the subject of the sentence here.
-
It often begins with That, What, When, Why, Whether, How when functioning as a subject.
-
Structure: Noun Clause + Be verb + Principal Clause
-
Example: Whether they will come (Noun Clause) + is (Be verb) + still uncertain (Principal Clause).
-
Other Options:
-
I went home because I was tired.
-
because I was tired → Adverbial Clause of Reason
-
Answers the question: “Why did I go home?”
-
-
He works hard so that he can succeed.
-
so that he can succeed → Adverbial Clause of Purpose
-
Answers the question: “Why does he work hard?”
-
-
He runs as fast as he can.
-
as fast as he can → Adverbial Clause of Degree
-
Answers the question: “How does he run?”
-
Note:
-
Adverbial clauses generally answer where, when, how, why questions, while Noun clauses often act as subject, object, or complement in a sentence.
Source:
-
A Passage To The English Language, S. M. Zakir Hussain
-
Advanced Learner's Communicative English Grammar & Composition, Chowdhury & Hossain

0
Updated: 1 month ago
She herself baked the cake for the party.- Here, 'herself' is
Created: 1 month ago
A
Reflexive pronoun
B
Emphatic pronoun
C
Relative pronoun
D
Reciprocal pronoun
Sentence:
She herself baked the cake for the party.
Analysis:
-
এখানে 'herself' হলো Emphatic pronoun।
Explanation:
-
যখন কোনো কাজের কর্তাকে জোর দিয়ে বা গুরুত্ব দিয়ে দেখাতে চাই, তখন Emphatic pronoun ব্যবহার করা হয়।
-
Example: She herself baked the cake.
-
অর্থ: সে নিজে কেক বেক করেছে।
-
-
এখানে ‘herself’ কেবল subject-কে জোর দিতে এসেছে, কাজের object নয়।
Emphatic pronoun:
-
Reflexive pronouns, যা noun-এর 바로 পরে বসে subject-এর উপর জোর বা গুরুত্ব প্রকাশ করে, তাকে Emphatic pronoun বলা হয়।
-
অর্থাৎ, subject-এর উপর গুরুত্ব আরোপ করার জন্য subject-এর পর যে Reflexive pronoun ব্যবহার করা হয়, সেটিই Emphatic pronoun।
-
প্রদত্ত বাক্যে "herself" pronoun টি "She" subject-এর উপর অতিরিক্ত জোর বা গুরুত্ব আরোপ করেছে।
Reflexive pronoun:
-
Personal pronoun-এর সঙ্গে self / selves যোগ করে গঠিত pronoun।
-
কিছু উদাহরণ: myself, ourselves, yourselves, himself, itself ইত্যাদি।

0
Updated: 1 month ago
Which underlined part is not an adverbial clause?
Created: 1 week ago
A
Although he was tired, he finished the project.
B
They stayed inside since it was raining.
C
He wondered why the train was late.
D
Because it was late, they left quickly.
Complete sentence: He wondered why the train was late.
-
Bangla Meaning: সে ভাবল কেন ট্রেনটি দেরি করল।
• Noun Clause:
-
“why the train was late” অংশটি বাক্যে verb “wondered” এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
অর্থাৎ, এটি বাক্যে noun এর মতো কাজ করছে—তাই এটি একটি Noun Clause।
• Definition:
-
A noun clause is a dependent clause that acts as a noun in a sentence.
-
যে subordinate clause বাক্যে noun-এর কাজ করে, তাকে Noun Clause বলে।
-
এটি বাক্যে subject, object, complement, preposition-এর object, অথবা apposition হিসেবে কাজ করে।
• Position of Noun Clause:
-
Verb-এর subject হিসেবে
-
Transitive verb-এর object হিসেবে
-
Verb-এর complement হিসেবে
-
Preposition-এর object হিসেবে
-
Noun/pronoun-এর apposition হিসেবে
• Correct Answer: The underlined part “why the train was late” is a Noun Clause (used as the object of the verb “wondered”).
• Other options:
a) Although he was tired, he finished the project. → Adverbial clause of concession
b) They stayed inside since it was raining. → Adverbial clause of reason
d) Because it was late, they left quickly. → Adverbial clause of reason
• Adverbial Clause:
-
যে subordinate clause বাক্যে adverb-এর মতো কাজ করে (অর্থাৎ verb, adjective, বা অন্য adverb-কে modify করে), তাকে Adverbial Clause বলে।
-
এটি সাধারণত প্রশ্নের উত্তর দেয় — when, where, why, how, under what condition, despite what ইত্যাদি।
• Types:
-
Adverbial Clause of Concession: “Although / Though” দ্বারা শুরু হয়; “কী সত্ত্বেও” প্রশ্নের উত্তর দেয়।
-
Example: Although he was tired, he finished the project.
-
-
Adverbial Clause of Reason: “Because, Since, As” দ্বারা শুরু হয়; কারণ বোঝায়।
-
Example: They stayed inside since it was raining.
-
Example: Because it was late, they left quickly.
-

0
Updated: 1 week ago
Which is the most important part of a letter?
Created: 1 month ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 1 month ago