A
বরিশাল ও পিরোজপুর
B
কুমিল্লা ও নোয়াখালী
C
ময়মনসিংহ ও নেত্রকোণা
D
ফরিদপুর ও মাদারীপুর
উত্তরের বিবরণ
হাজং:
-
হাজং বাংলাদেশের একটি ক্ষুদ্র জনগোষ্ঠী।
-
মূলত ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন ভূমিতে হাজংদের বসবাস।
-
ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় বসবাসকারী হাজংরা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে পরিচিত।
-
এদের কিছুসংখ্যক শেরপুর, সিলেট ও নেত্রকোণা অঞ্চলেও বাস করে।
-
প্রধান বসবাস এলাকার মধ্যে রয়েছে: শ্রীবর্দি, ঝিনাইগাতি, হালুয়াঘাট, ধোবাউড়া, নালিতাবাড়ি, সুসং, দুর্গাপুর, কলমাকান্দা ও বিরিশিরি।
-
নৃ-বিজ্ঞানীদের মতে, হাজংদের আদিনিবাস উত্তর বার্মায়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পূর্বপুরুষরা আদিনিবাস ত্যাগ করে ভারতীয় উপমহাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় প্রবেশ করে।
-
সপ্তদশ শতকে মুগলদের দ্বারা বিতাড়িত হয়ে হাজংরা গারো পাহাড়ে আশ্রয় নেয় এবং পরে সমতলভূমিতে বসতি স্থাপন করে।
-
বাংলাদেশে বসবাসকারী হাজংদের প্রধান ভাষা হলো বাংলা।
-
হাজং নারীরা যে কাপড় পরিধান করে, তাকে তারা ‘পাথিন’ বলে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 5 days ago