'Easter 1916' is written by whom?
A
Edgar Allan Poe
B
Virginia Woolf
C
William Butler Yeats
D
Samuel Beckett
উত্তরের বিবরণ
• 'Easter 1916' is written by William Butler Yeats.
• Easter 1916 :
- "Easter 1916" হলো আইরিশ কবি William Butler Yeats-এর লেখা একটি প্রভাবশালী কবিতা।
- এটি আইরিশ স্বাতন্ত্র্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, Easter Rising 1916-এর স্মরণে লেখা।
- কবিতায় Yeats স্বাধীনতার জন্য শহীদদের স্মরণ করেছেন এবং তাদের ত্যাগের মর্যাদা তুলে ধরেছেন।
• William Butler Yeats:
- ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি, নাট্যকার ও গীতিকার।
- তিনি আধুনিক কবিতার পথিকৃৎ এবং আইরিশ রেনেসাঁ আন্দোলনের মুখ্য ব্যক্তি ছিলেন।
- তার কবিতায় প্রেম, স্বদেশপ্রেম, ইতিহাস ও অতিপ্রাকৃত বিশ্বাসের প্রভাব লক্ষ্য করা যায়।
- Easter 1916, The Second Coming, এবং Sailing to Byzantium তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে অন্যতম।
- তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• Famous works by W. B. Yeats:
- The Second Coming.
- The Lake Isle of Innisfree.
- Easter, 1916.
- Sailing to Byzantium.
- When You Are Old.
- Among School Children.
- A Prayer for My Daughter.
- The Tower.
- Leda and the Swan.
- The Wild Swans at Coole.
Source: Britannica.

0
Updated: 1 month ago
Which part of the day is not directly mentioned in the poem?
Created: 1 month ago
A
Midnight
B
Noon
C
Evening
D
Morning
কবিতায় midnight, noon এবং evening উল্লেখ আছে, কিন্তু সকাল বা morning সরাসরি নেই। এটি গুরুত্বপূর্ণ কারণ Yeats দিনের বিশেষ কিছু সময়কে বেছে নিয়েছেন—রাতের নিস্তব্ধতা, দুপুরের দীপ্তি, আর সন্ধ্যার রূপ—যা শান্তি ও ধ্যানমগ্নতার সঙ্গে সম্পর্কিত। morning বাদ দেওয়ার মাধ্যমে তিনি প্রকৃতির মায়াবী দিকগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন।

0
Updated: 1 month ago
In The Second Coming, the poem's apocalyptic tone is intensified by
Created: 1 week ago
A
Rhyming scheme
B
Regular meter
C
Prophetic diction and ominous imagery
D
Lyrical repetition
এই কবিতায় কবি ডব্লিউ. বি. ইয়েটস (W. B. Yeats) এক ভয়াবহ ও ধ্বংসাত্মক ভবিষ্যৎ চিত্রিত করেছেন। “The Second Coming” কবিতার apocalyptic tone বা পৃথিবীর শেষের পূর্বাভাসময় ভাবটি গঠিত হয়েছে তাঁর ব্যবহৃত ভাষা ও প্রতীকের মাধ্যমে।
-
কবিতায় prophetic diction অর্থাৎ ভবিষ্যদ্বাণীমূলক ও বাইবেল-ধর্মী ভাষা ব্যবহারে একধরনের ধর্মীয় গম্ভীরতা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
-
Ominous imagery যেমন “blood-dimmed tide” ও “rough beast slouching towards Bethlehem”—এইসব চিত্র পাঠকের মনে ধ্বংস, বিশৃঙ্খলা ও অশুভ শক্তির আগমনকে দৃশ্যমান করে তোলে।
-
এসব প্রতীক ও ভাষার মিশ্রণই কবিতার apocalyptic intensity বৃদ্ধি করে, যা পাঠককে আসন্ন বিপর্যয়ের পূর্বাভাসের মতো অনুভূতি দেয়।

0
Updated: 1 week ago
In the poem "Sailing to Byzantium," why does the poet want to sail to Byzantium?
Created: 1 month ago
A
To explore its wealth
B
To experience its art and intellectual immortality
C
To witness its religious rituals
D
To live in political harmony
Yeats Byzantium-এ যেতে চান কারণ তিনি সেখানে শিল্প এবং বুদ্ধির অমরত্ব খুঁজতে চান। Byzantium ছিল এক সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে শিল্প ও জ্ঞান চিরকালীন ছিল। কবি তার আত্মাকে তাতেই স্থান দিতে চান, যেন তিনি মরণের পরেও অমর হয়ে থাকেন।

0
Updated: 1 month ago