’বাংলাদেশের নামে মামলা’ কথাটি সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে?
A
১৪৩ নং
B
১৪৬ নং
C
১৫০ নং
D
১৩৭ নং
উত্তরের বিবরণ
বাংলাদেশ সংবিধান:
-
সংবিধানের ১৪৬ নং অনুচ্ছেদে ’বাংলাদেশের নামে মামলা’ বিষয়টি বর্ণিত রয়েছে।
-
“বাংলাদেশ” এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাইতে পারিবে।
-
এটি একাদশ ভাগে বিবিধ বিষয়ে অন্তর্ভুক্ত।
অপরদিকে অন্যান্য অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩৭: সরকারী কর্ম কমিশন-প্রতিষ্ঠা
-
অনুচ্ছেদ ১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি
-
অনুচ্ছেদ ১৪৪: সম্পত্তি ও কারবার প্রভৃতি- প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব
-
অনুচ্ছেদ ১৪৫: চুক্তি ও দলিল
-
অনুচ্ছেদ ১৪৫ক: আন্তর্জাতিক চুক্তি
-
অনুচ্ছেদ ১৪৬: বাংলাদেশের নামে মামলা
-
অনুচ্ছেদ ১৪৮: পদের শপথ
-
অনুচ্ছেদ ১৫০: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
উৎস: বাংলাদেশ সংবিধান

0
Updated: 1 month ago
রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধন করায় সংবিধানের কোন সংশোধনীকে 'First distortion of Constitution' বলা হয়?
Created: 2 weeks ago
A
৪র্থ সংশোধনী
B
৫ম সংশোধনী
C
৬ষ্ঠ সংশোধনী
D
৭ম সংশোধনী
পঞ্চম সংশোধনী, যা সংবিধানের মূল নীতিতে পরিবর্তন আনার কারণে ‘First distortion of Constitution’ হিসেবে পরিচিত, ১৯৭৯ সালে জাতীয় সংসদে অনুমোদিত হয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয় এবং পূর্ববর্তী সামরিক বিধি, সংবিধান সংশোধন ও বিভিন্ন অধ্যাদেশকে বৈধতা দেওয়া হয়। এর ফলে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয় এবং সংবিধানের সূচনায় বিসমিল্লাহির রাহমানির রাহিম সন্নিবেশিত হয়।
-
১৯৭৯ সালে জাতীয় সংসদে পঞ্চম সংশোধনী অনুমোদিত হয়।
-
সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয়।
-
১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারি হওয়া সকল সামরিক বিধি, সংবিধান সংশোধন ও অধ্যাদেশকে বৈধতা দেওয়া হয়।
-
বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয়।
-
সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম অন্তর্ভুক্ত করা হয়।

0
Updated: 2 weeks ago
কোন সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ বছর করা হয়?
Created: 2 months ago
A
দ্বাদশ
B
ত্রয়োদশ
C
চতুর্দশ
D
পঞ্চদশ
চতুর্দশ সংশোধনী:
-
প্রসঙ্গ: সংবিধানের চতুর্দশ সংশোধনী আইন ২০০৪ সালের ১৬ মে সংসদে পাস হয়।
-
নারী আসন: সংসদে সংরক্ষিত নারী আসন ৩০ থেকে ৪৫ এ উন্নীত করা হয়, যা পরবর্তী দশ বছর পর্যন্ত বলবৎ থাকবে।
-
বিচারপতির অবসর: সুপ্রীম কোর্টের বিচারপতিদের অবসরগ্রহণের বয়স ৬৫ থেকে ৬৭-এ বর্ধিত করা হয়।
-
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি: সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি তাদের স্ব স্ব কার্যলয়সহ সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে টানানোর ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত?
Created: 4 weeks ago
A
১০৩টি
B
১৩৩টি
C
১৪৩টি
D
১৫৩টি
বাংলাদেশের সংবিধান সংক্ষেপে:
-
গৃহীত: ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে।
-
কার্যকর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর, বিজয় দিবস থেকে।
-
গঠন: সংবিধানে ১১টি ভাগ এবং মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
পরিবর্তন: ৫০ বছরে সংবিধান ১৭ বার সংশোধিত হয়েছে (২০২৫ সালের আগস্ট পর্যন্ত)।
-
প্রথম সংশোধনী: ১৯৭৩ সালের ১৫ জুলাই পাস হয়, মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করা।

0
Updated: 4 weeks ago