A swimmer swims in a river against the current and takes 30 minutes to swim 2 km. With the current, he takes 20 minutes to swim the same distance. What is his speed in still water?
A
3 km/h
B
4 km/h
C
5 km/h
D
6 km/h
উত্তরের বিবরণ
Question: A swimmer swims in a river against the current and takes 30 minutes to swim 2 km. With the current, he takes 20 minutes to swim the same distance. What is his speed in still water?
Solution:
Given that,
distance covered= 2 km
time consumed = 30 min = 30/60 hr = 1/2 hr
∴ speed of the swimmer against current (upstream) = 2/(1/2) = 4 km/hr
Again,
With the current,
distance covered = 2 km
time consumed= 20 min = 20/60 hr = 1/3 hr
∴ speed of the swimmer with current (downstream)= 2/(1/3) = 6 km/hr
∴ speed in still water = (speed in downstream + speed in upstream)/2
= (6 + 4)/2
=10/2
= 5
So, the swimmer’s speed in still water is 5 km/h

0
Updated: 5 days ago
একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি - 48 এবং পঞ্চম পদটি 3/4 হলে, সাধারণ অনুপাত কত?
Created: 1 week ago
A
1/2
B
- 1/2
C
1/4
D
- 1/4
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি - 48 এবং পঞ্চম পদটি 3/4 হলে, সাধারণ অনুপাত কত?
সমাধান:
আমরা জানি,
কোন গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত q হলে n তম পদ = aqn -1
দ্বিতীয় পদ = aq2 - 1= - 48
aq = - 48
∴ a = - 48/q .................. (i)
আবার
পঞ্চম পদ= aq5 - 1
= aq4
=(- 48/q)q4 [(i) এর মান বসিয়ে]
= - 48q3
প্রশ্নমতে,
- 48q3= 3/4
বা, q3= - 3/192
বা, q3= - 1/64
বা, q3= (- 1/4)3
∴ q = - 1/4
অর্থাৎ, সাধারণ অনুপাত = - 1/4.

0
Updated: 1 week ago
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
Created: 1 month ago
A
৭ ও ১১
B
১২ ও ১৮
C
১০ ও ২৪
D
১০ ও ১৬
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
সমাধান:
মনেকরি
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক
প্রশ্নমতে,
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
⇒ ১৬ক + ৪ = ১৫ক + ৬
⇒ ১৬ক - ১৫ক = ৬ - ৪
⇒ ক = ২
অতএব
সংখ্যা দুইটি যথাক্রমে ৫ ×২ = ১০ ও ৮ × ২ = ১৬

0
Updated: 1 month ago
A 35-liter mixture contains milk and water in a 3 : 4 ratio. How much milk should be added to the mixture to make the ratio equal?
Created: 5 days ago
A
3 liters
B
5 liters
C
7 liters
D
8 liters
Initial ratio: Milk : Water = 3 : 4
Total mixture = 35 liters → Total parts = 3 + 4 = 7-
Quantities in mixture:
-
Milk = liters
-
Water = liters
-
-
Let x = milk to be added
New ratio Milk : Water = 1 : 1 → -
Solve for x:
Answer: 5 liters of milk should be added.

0
Updated: 5 days ago