স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছিল কত সালে?
A
১৯৭৩ সালে
B
১৯৭৭ সালে
C
১৯৭৫ সালে
D
১৯৭৬ সালে
উত্তরের বিবরণ
কৃষিশুমারি:
-
স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
-
স্বাধীনতার পূর্বে কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৬০ সালে।
-
অনুষ্ঠিত কৃষিশুমারিগুলো হলো: ১৯৬০, ১৯৭৭, ১৯৮৩–১৯৮৪, ১৯৯৬, ২০০৮, ২০১৯।
-
স্বাধীন বাংলাদেশে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে ৫ বার।
-
সর্বশেষ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ৯ জুন থেকে ২০ জুন, ২০১৯ সাল।
উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

0
Updated: 1 month ago
‘বাংলামতি’ কোন ফসলের উন্নত জাত?
Created: 3 weeks ago
A
ধান
B
গম
C
আলু
D
ভুট্টা
বাংলামতি ধান
-
জাত ও প্রকার: বাংলামতি ব্রি ধান-৫০, উন্নত ও সুগন্ধি ধানের জাত, বাসমতীর ন্যায় পরিচিত।
-
উপযোগী মওসুম: অনুকূল বোরো মৌসুম।
-
উদ্ভাবক প্রতিষ্ঠান: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
-
জীবনকাল: ১৫৫ দিন
-
উৎপাদন ক্ষমতা (সেচসহ): প্রতি হেক্টর ৬.০ টন
জাতের বৈশিষ্ট্য:
-
গাছের উচ্চতা: ৮২ সেন্টিমিটার
-
গাছ হেলে পড়ে না
-
চাল: লম্বা, চিকন, সুগন্ধি ও সাদা
-
ভাত ঝরঝরে
-
চালে প্রোটিনের পরিমাণ: ৮.২%
উল্লেখযোগ্য অন্যান্য উন্নত জাতের উদ্ভাবন (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট):
-
ধান: ইরাটম, ব্রি হাইব্রিড-১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি
-
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ
-
গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর
-
আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা, চিনেলা

0
Updated: 3 weeks ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, এক ফসলি জমির পরিমাণ কত?
Created: 4 weeks ago
A
২০,৪৪,০০০ হেক্টর
B
২৭,৩৯,০০০ হেক্টর
C
৩২,১৮,০০০ হেক্টর
D
৩৮,৬৩,০০০ হেক্টর
আবাদী ও অনাবাদী জমি (২০২৪):
-
আবাদযোগ্য নয় এমন জমি: ৮৩,৫৮,০০০ একর
-
মোট আবাদযোগ্য জমি: ৩,৯২,৯৬,০০০ একর (১,৫৯,০৩,০০০ হেক্টর)
-
এক ফসলি জমি: ৫০,৪৯,০০০ একর (২০,৪৪,০০০ হেক্টর)
-
দুই ফসলি জমি: ১,০১,৪০,০০০ একর (৪১,০৫,০০০ হেক্টর)
-
তিন ফসলি জমি: ৪৫,৯৩,০০০ একর (১৮,৫৯,০০০ হেক্টর)
-
চার ফসলি জমি: ৪৭,০০০ একর (১৯,০০০ হেক্টর)
তথ্যসূত্র:

0
Updated: 4 weeks ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মোট মৎস্য উৎপাদনে ইলিশের পরিমাণ কত শতাংশ?
Created: 1 week ago
A
৯.৩১%
B
১০.৫৫%
C
১১.২৩%
D
১২.৭৯%
মৎস্য উৎপাদন (২০২৪) অনুযায়ী বাংলাদেশের মৎস্য খাতের তথ্য নিম্নরূপ:
-
মোট উৎপাদন: ৫০,১৮,৪৮৩ মেট্রিক টন
-
মিঠা পানিতে উৎপাদন: ৪৩,৮৯,৮৬০ মেট্রিক টন
-
লোনা পানিতে উৎপাদন: ৬,২৮,৬২৩ মেট্রিক টন
-
-
প্রধান মাছের উৎপাদন ভাগ (%):
-
ইলিশ: ১০.৫৫%
-
চিংড়ি: ৫.১৯%
-
মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল): ২২.৬৪%
-
এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প ইত্যাদি): ১১.৩০%
-
অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া): ৩.১৩%
-
তেলাপিয়া: ৮.৭৬%
-
-
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ – ৩,৪৫,০০১ মেট্রিক টন
২. কুমিল্লা – ৩,১৫,৪৫৭ মেট্রিক টন
৩. যশোর – ২,৪৮,০৮৯ মেট্রিক টন -
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম – ৮,৮০,৭৯৭ মেট্রিক টন
২. খুলনা – ৮,২২,৩৬১ মেট্রিক টন
৩. রাজশাহী – ৫,৭৬,৮৩০ মেট্রিক টন

0
Updated: 1 week ago