বালক ও বালিকার একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে। প্রথম বালক ৫ জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৬ জন বালিকার সঙ্গে খেলছে। এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে, তবে b এর মান কত?
A
b = g
B
b = g/5
C
b = g - 4
D
b = g - 5
উত্তরের বিবরণ
প্রশ্ন: বালক ও বালিকার একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে। প্রথম বালক ৫ জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৬ জন বালিকার সঙ্গে খেলছে। এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে, তবে b এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
বালকের সংখ্যা = b
বালিকার সংখ্যা = g
১ম বালক 5 জন বালিকার সাথে খেলে।
২য় বালক 6 জন বালিকার সাথে খেলে।
অতএব, বালক ও বালিকার সংখ্যার পার্থক্য হলো 4
সুতরাং, সমীকরণ হবে b = g - 4

0
Updated: 2 months ago