মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-

Edit edit

A

শব্দশক্তি 

B

তড়িৎশক্তি 

C

আলোকশক্তি 

D

চৌম্বকশক্তি

উত্তরের বিবরণ

img

মোবাইল টেলিফোনে তড়িৎশক্তি প্রবাহ

আমরা যখন মোবাইল ফোনে কথা বলি, তখন আসলে শব্দ সরাসরি প্রেরণ হয় না। বরং শব্দকে বারবার বিদ্যুৎ সিগন্যালরেডিও তরঙ্গে রূপান্তর করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে এভাবে ঘটে—

শব্দ থেকে বিদ্যুৎ সিগন্যাল

  • আপনার কণ্ঠস্বর মোবাইলের মাইক্রোফোনে পড়ে।

  • মাইক্রোফোন শব্দ তরঙ্গকে প্রথমে অ্যানালগ বিদ্যুৎ সিগন্যালে রূপান্তর করে।

অ্যানালগ থেকে ডিজিটাল

  • ফোনের ভেতরে থাকা ADC (Analog-to-Digital Converter) অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে (০ আর ১ এর কোড) পরিবর্তন করে।

সিগন্যাল প্রসেসিং

  • এই ডিজিটাল সিগন্যালকে হালকা ও নিরাপদ করার জন্য নানা কাজ করা হয়—

    • কম্প্রেশন (ডেটার সাইজ ছোট করা),

    • এনক্রিপশন (তথ্য সুরক্ষা),

    • মান উন্নত করা (নয়েজ কমানো)।

৪. রেডিও তরঙ্গে রূপান্তর

  • প্রক্রিয়াকৃত ডিজিটাল সিগন্যাল মোবাইলের ট্রান্সমিটার রেডিও তরঙ্গে (Electromagnetic Wave) পরিণত করে।

  • এই তরঙ্গ নিকটবর্তী মোবাইল টাওয়ারে পৌঁছায়।

নেটওয়ার্কে প্রবাহ

  • টাওয়ার রেডিও তরঙ্গ গ্রহণ করে আবার বিদ্যুৎ সিগন্যালে রূপান্তরিত করে।

  • এরপর এই সিগন্যাল ফাইবার অপটিক কেবল, কপার কেবল বা মাইক্রোওয়েভ লিংক এর মাধ্যমে টেলিকম নেটওয়ার্কে প্রবাহিত হয়।

  • নেটওয়ার্কের মধ্যে MSC (Mobile Switching Center) সিগন্যালের রাউটিং ও প্রসেসিং করে।

প্রাপকের কাছে পৌঁছানো

  • প্রাপকের কাছাকাছি টাওয়ার আবার রেডিও তরঙ্গ আকারে সিগন্যাল পাঠায়।

  • প্রাপকের মোবাইল রেডিও তরঙ্গ গ্রহণ করে সেটিকে বিদ্যুৎ সিগন্যালে রূপান্তরিত করে।

  • এরপর DAC (Digital-to-Analog Converter) সিগন্যালকে অ্যানালগে ফেরত দেয়।

  • মোবাইলের স্পিকার এই অ্যানালগ সিগন্যালকে আবার শব্দে রূপান্তরিত করে।

রূপান্তর চক্র

শব্দ → তড়িৎ → ডিজিটাল → রেডিও তরঙ্গ → তড়িৎ → রেডিও তরঙ্গ → তড়িৎ → শব্দ

অতএব, যদিও ওয়্যারলেসে রেডিও তরঙ্গ ব্যবহৃত হয়, কিন্তু নেটওয়ার্কের ভেতরে বিদ্যুৎ সিগন্যালই মূল বাহক হিসেবে কাজ করে।

উৎসঃ Khan Academy – How cell phones work.

Unfavorite

0

Updated: 5 days ago

Related MCQ

মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস- 

Created: 1 week ago

A

পরিপাক 

B

খাদ্য গ্রহণ 

C

শ্বসন 

D

রক্ত সংবহন

Unfavorite

0

Updated: 1 week ago

তাপ ইঞ্জিনের কাজ- (Heat Engine)

Created: 2 days ago

A

যান্ত্রিকশক্তিকে তাপশক্তিতে রূপান্তর 

B

তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর 

C

বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর 

D

তাপশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর

Unfavorite

0

Updated: 2 days ago

ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- 

Created: 2 weeks ago

A

ক্যাপাসিটর হিসেবে 

B

ট্রান্সফরমার হিসেবে 

C

রেজিস্টর হিসেবে 

D

রেক্টিফায়ার হিসেবে

Unfavorite

0

Updated: 2 weeks ago

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD