In a 500-meter race, B starts 50 meters ahead of A, yet A defeats B by a margin of 25 meters. What distance did B cover when A reached the finish line?
A
400 meters
B
425 meters
C
420 meters
D
475 meters
উত্তরের বিবরণ
Question: In a 500-meter race, B starts 50 meters ahead of A, yet A defeats B by a margin of 25 meters. What distance did B cover when A reached the finish line?
Solution:
500 মিটার রেসে B 50 মিটার এগিয়ে থেকে দৌড় শুরু করায় B কে দূরত্ব অতিক্রম করতে হবে = (500 - 50) মিটার = 450 মিটার
A এর অতিক্রান্ত দূরত্ব = 500 মিটার
কিন্তু A, B-কে 25 মিটার দূরত্বে পরাজিত করে।
∴ A যখন শেষপ্রান্ত স্পর্শ করে তখন B এর অতিক্রান্ত দূরত্ব = (450 - 25) মিটার = 425 মিটার

0
Updated: 1 month ago
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
Created: 2 weeks ago
A
30°
B
60°
C
80°
D
90°
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
সমাধান:
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3
ধরি
১ম বাহু = x
২য় বাহু = 2√2x
৩য় বাহু = 3x
এখন
(3x)2 = (2√2x)2 + x2
9x2 = 8x2 + x2
9x2 = 9x2
প্রদত্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ সর্বদা 90°

0
Updated: 2 weeks ago
পাঁচটি গরুর মূল্য কুড়িটি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৫০০০ টাকা হলে, দশটি ছাগলের মূল্য কত টাকা?
Created: 3 weeks ago
A
১০,৫০০ টাকা
B
১১,৫০০ টাকা
C
১২,৫০০ টাকা
D
১২,০০০ টাকা
প্রশ্ন: পাঁচটি গরুর মূল্য কুড়িটি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৫০০০ টাকা হলে, দশটি ছাগলের মূল্য কত টাকা?
সমাধান:
১টি গরুর মূল্য ৫০০০ টাকা
৫টি গরুর মূল্য ৫০০০ × ৫ টাকা
= ২৫০০০ টাকা
২০ টি ছাগলের মূল্য ২৫০০০ টাকা
১ টি ছাগলের মূল্য ২৫০০০/২০ টাকা
১০ টি ছাগলের মূল্য (২৫০০০ × ১০)/২০ টাকা
= ১২,৫০০ টাকা

0
Updated: 3 weeks ago
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে এসিড ও পানির অনুপাত হবে ৩ : ৭।
Created: 5 months ago
A
৩৫ লিটার
B
১৫ লিটার
C
৬০ লিটার
D
৪০ লিটার
প্রশ্ন:
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত = ৭ : ৩।
মানে,
-
এসিড =
-
পানি = লিটার
এখন বলা হয়েছে,
পানি যোগ করতে হবে যাতে নতুন অনুপাত হয় ৩ : ৭ (এসিড : পানি)।
ধরা যাক, যোগ করতে হবে লিটার পানি।
তাহলে নতুন মিশ্রণের অবস্থা হবে:
-
এসিড = ২১ লিটার (এটা অপরিবর্তিত থাকবে)
-
পানি = লিটার
অনুপাত অনুসারে:
এখন ক্রস মাল্টিপ্লাই করি:
সঠিক উত্তর: ঘ. ৪০ লিটার

0
Updated: 5 months ago