কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
A
সাদা
B
কালো
C
হলুদ
D
লাল
উত্তরের বিবরণ
আমরা লাল রঙকে দূর থেকে সহজেই দেখতে পাই। এর কারণ হলো আলোর বিক্ষেপণ বা ছিটকে যাওয়া। আলোর কোন রঙ কতটা ছড়াবে তা নির্ভর করে তার তরঙ্গদৈর্ঘ্যের উপর। তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে, বিক্ষেপণ তত কম হবে।
লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সব রঙের চেয়ে বেশি, তাই এটি সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়। এজন্য লাল রঙ অনেক দূর থেকেও পরিষ্কার দেখা যায়। এই কারণেই উঁচু টাওয়ার বা বিমান চলাচল এলাকায় লাল বাতি ব্যবহার করা হয়, যাতে বিমানের পাইলটরা অনেক দূর থেকেই আলো দেখতে পান।
উৎস: পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
বেকেরেল রশ্মি
B
গামা রশ্মি
C
X-রশ্মি
D
বিটা-রশ্মি
এক্স-রশ্মি (রঞ্জন রশ্মি)
-
এক্স-রশ্মি আবিষ্কার করেন জার্মান পদার্থবিদ উইলহেলম রন্টজেন।
-
এটি আবিষ্কৃত হয় ১৮৯৫ সালে।
-
এক্স-রশ্মি আবিষ্কারের জন্য রন্টজেনকে ১৯০১ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়।
-
এক্স-রশ্মি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের এক প্রকার।
-
এর তরঙ্গদৈর্ঘ্য প্রায় ১০⁻⁸ মি. থেকে ১০⁻¹³ মি. পর্যন্ত।
-
এক্স-রশ্মি উচ্চভেদন ক্ষমতাসম্পন্ন, অর্থাৎ কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে।
এক্স-রশ্মির ব্যবহার
-
হীরক সনাক্তকরণ।
-
হাড়ে ফাটল বা দাগ শনাক্তকরণ, যেমন স্থানচ্যুত বা ভাঙা হাড়।
-
মানবদেহের ভিতরের অবস্থা নির্ণয়, যেমন ফুসফুস বা শরীরের ভেতরের ক্ষত।
-
গোয়েন্দা কাজে, যেমন কাঠের বাক্স বা চামড়ার ব্যাগে লুকানো বিস্ফোরক চিহ্নিত করা।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
নবায়নযোগ্য জ্বালানীর উৎস-
Created: 1 month ago
A
তেল
B
গ্যাস
C
কয়লা
D
বায়োগ্যাস
শক্তির উৎস
মানবজীবনে শক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। শক্তির উৎস মূলত দুই প্রকার:
নবায়নযোগ্য শক্তির উৎস
-
নবায়নযোগ্য শক্তি এমন এক ধরনের শক্তি যা স্বল্প সময়ের মধ্যে পুনঃউৎপাদন করা যায়। অর্থাৎ, এটি ব্যবহার করলেও শেষ হয়ে যায় না।
-
এই শক্তি পরিবেশ বান্ধব এবং ‘গ্রীন শক্তি’ নামে পরিচিত।
-
বর্তমানে পৃথিবীতে ব্যবহৃত মোট শক্তির প্রায় এক-পঞ্চম অংশই নবায়নযোগ্য শক্তি থেকে আসে।
-
উদাহরণ:
-
সৌর শক্তি (সূর্যের আলো থেকে শক্তি)
-
বায়ু শক্তি (বাতাসের গতিতে শক্তি)
-
জ্বালানি গ্যাস (বায়োগ্যাস)
-
সমুদ্র স্রোত ও জলবিদ্যুৎ শক্তি
-
ভূ-তাপীয় শক্তি
-
অনবায়নযোগ্য শক্তির উৎস
-
অনবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তি যা একবার ব্যবহার করার পর পুনরায় তৈরি করা যায় না।
-
প্রকৃতিতে এর পরিমাণ সীমিত এবং চাহিদার তুলনায় দেশের মজুদ কম।
-
এই শক্তি উৎপাদনে খরচ বেশি এবং অনেক ক্ষেত্রেই পরিবেশ বান্ধব নয়।
-
উদাহরণ:
-
কয়লা
-
প্রাকৃতিক গ্যাস
-
খনিজ তেল (পেট্রোলিয়াম)
-
নিউক্লিয় শক্তি
-
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
জন্ডিসে আক্রান্ত হয়-
Created: 2 months ago
A
যকৃত
B
কিডনি
C
পাকস্থলী
D
হৃৎপিণ্ড
জন্ডিস ও যকৃত
-
জন্ডিসের সময় দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত (লিভার) প্রভাবিত হয়।
-
সাধারণত ভাইরাল হেপাটাইটিস আক্রান্ত হলে জন্ডিস দেখা দেয়।
-
জন্ডিসের ফলে রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়।
-
বিলিরুবিন মূলত যকৃত ও অস্থিমজ্জাতে তৈরি হয়। পরে এটি জমা হয় প্লীহাতে (spleen) এবং কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে আবার যকৃতে ফিরে আসে।
-
জন্ডিস আক্রান্ত ব্যক্তির ত্বক, চোখ ও মুখের শুঁটকি হলুদাভ হয়ে যায়।
উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago