A
She gave me some useful advices.
B
She gave me some useful advice.
C
She gave me some useful adviceses.
D
She gave me some useful piece of advices.
উত্তরের বিবরণ
শব্দ “Advice” সম্পর্কিত তথ্য
শব্দ | Part of Speech | English Meaning | Bangla Meaning | টিপস |
---|---|---|---|---|
Advice | Noun (Uncountable) | An opinion or suggestion about what somebody should do | উপদেশ; পরামর্শ | - Article (a, an) ব্যবহার হয় না। - Plural form নেই। - Plural বলতে গেলে: a piece of advice → two pieces of advice |
উদাহরণ
-
Correct: She gave me some useful advice.
(সে আমাকে কিছু উপকারী পরামর্শ দিয়েছে।) -
Incorrect: She gave me an advice.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 5 days ago
Which of the following words is in singular form?
Created: 4 days ago
A
formulae
B
agenda
C
oases
D
radius
উত্তর: Radius
-
Radius (একবচন / singular) – একটি বৃত্তের কেন্দ্র থেকে এর প্রান্ত বা একটি গোলকের কেন্দ্র থেকে তার পৃষ্ঠ পর্যন্ত সোজা লাইন।
-
ইংরেজি অর্থ: a straight line joining the center of a circle to its edge or the center of a sphere to its surface
-
বাংলা অর্থ: ব্যাসার্ধ
-
বহুবচন (plural): Radii
-
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
Formulae – এটি বহুবচন (plural) রূপ।
-
singular: Formula – নির্দেশাবলি, নিয়ম বা পদ্ধতি
-
আরেকটি বহুবচন রূপ: Formulas
-
-
Agenda – সাধারণত plural হিসেবে ব্যবহৃত হয়।
-
singular: Agendum – সভার কার্যতালিকা
-
আরেকটি বহুবচন রূপ: Agendums
-
-
Oases – এটি বহুবচন (plural) রূপ।
-
singular: Oasis – মরূদ্যান
-
উৎস: বাংলা একাডেমি অভিধান, Cambridge Dictionary.

0
Updated: 4 days ago
What is Mr. Darcy’s annual income as described in the novel “Pride and Prejudice”?
Created: 20 hours ago
A
£4,000
B
£5,000
C
£8,000
D
£10,000
Jane Austen বিস্তারিতভাবে Darcy-এর সামাজিক মর্যাদা তুলে ধরেন। তার বাৎসরিক আয় £10,000, যা Regency England-এর জন্য বিশাল সম্পদ ছিল। এই আর্থিক ক্ষমতাই Darcy-কে সমাজে “eligible bachelor” করে তোলে। Mrs. Bennet ও আশেপাশের সমাজ Darcy-কে মূলত অর্থের কারণে আকর্ষণীয় ভাবে দেখে।
Darcy-এর pride তার উচ্চ সামাজিক মর্যাদা ও সম্পদ থেকেই আসে। তবে Austen দেখান—শেষ পর্যন্ত Darcy শুধু ধনী হওয়ার কারণে নয়, তার নৈতিক উন্নতির কারণেই Elizabeth-এর কাছে গ্রহণযোগ্য হয়।

1
Updated: 20 hours ago
Who wrote The Lake Isle of Innisfree?
Created: 2 weeks ago
A
William Butler Yeats
B
Lord Byron
C
Robert Frost
D
T. S. Eliot
ব্যাখ্যা:
The Lake Isle of Innisfree:
-
রচনা করেছেন William Butler Yeats।
-
কবিতার মোট ১২ লাইন।
-
Innisfree হলো আয়ারল্যান্ডের একটি শান্তিপূর্ণ, নৈসর্গিক উপত্যকা।
-
কবি শহরের কোলাহল ও ক্লান্তি থেকে পালিয়ে গ্রামের শান্ত পরিবেশে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
W. B. Yeats:
-
জন্ম: 1865, মৃত্যু: 1939
-
একজন Irish poet এবং নাট্যকার।
-
১৯২৩ সালে প্রথম আয়ারিশ হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Ireland-এর National Poet হিসেবে খ্যাত।
-
সাহিত্যকর্মে আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির প্রভাব স্পষ্ট।
-
Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Major Plays:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source: Britannica

0
Updated: 2 weeks ago