A
Depth
B
Deep
C
Deeply
D
Deepen
উত্তরের বিবরণ
শব্দ “Deep” এবং সংশ্লিষ্ট রূপ
শব্দ | অংশভঙ্গি (Part of Speech) | English Meaning | Bangla Meaning |
---|---|---|---|
Depth | Noun | The distance from top to bottom; intensity | গভীরতা; ঘনতা |
Deep | Adjective | Extending far down; intense | গভীর; অগাধ |
Deeply | Adverb | To a great depth; intensely | গভীরভাবে; তীব্রভাবে; অনেক দূর |
Deepen | Verb | To make or become deeper; to intensify | গভীরতর করা বা হওয়া |
উদাহরণ
-
Verb: The conflict deepened after the misunderstanding.
(বিবাদটি ভুল বোঝাবুঝির পর আরও গভীরতর হয়ে গেছে।)
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

0
Updated: 5 days ago
Who is Colonel Fitzwilliam in relation to Darcy?
Created: 20 hours ago
A
Cousin
B
Brother
C
Uncle
D
Family friend
Colonel Fitzwilliam Darcy-র কাজিন। তিনি Elizabeth-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। তিনি-ই Elizabeth-কে জানান Darcy কিভাবে Bingley-এর সঙ্গে Jane-এর সম্পর্ক ভেঙে দেয়। এতে Elizabeth Darcy-র প্রতি আরও রাগান্বিত হয়। তবে Fitzwilliam নিজে ভদ্র, সহানুভূতিশীল ও সমাজে সম্মানিত ব্যক্তি। তার উপস্থিতি Darcy-র কঠোর স্বভাবের বিপরীতে এক মৃদু প্রতিচ্ছবি তৈরি করে।

0
Updated: 20 hours ago
‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’ -who said this?
Created: 1 month ago
A
Juliet
B
Romeo
C
Portia
D
Rosalind
‘Romeo and Juliet’
🔹 উক্তি:
“What’s in a name? That which we call a rose
By any other name would smell as sweet.”
— এই বিখ্যাত লাইনটি উইলিয়াম শেকসপিয়ারের ‘Romeo and Juliet’ নাটক থেকে নেওয়া হয়েছে।
— নাটকের Act II, Scene II-তে জুলিয়েট, রোমিও-কে উদ্দেশ্য করে এই কথা বলেন।
🔹 Romeo and Juliet নাটক:
— এটি শেকসপিয়ারের একটি প্রেমের নাটক।
— নাটকটির পটভূমি ইতালির ভেরোনা শহর।
— রোমিও এবং জুলিয়েট দুই ভিন্ন পরিবারের সদস্য – রোমিও Montague পরিবারের এবং জুলিয়েট Capulet পরিবারের।
— এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা চলছিল।
— নানা ঘটনা এবং ভুল বোঝাবুঝির কারণে শেষ পর্যন্ত রোমিও ও জুলিয়েট দুজনেই মারা যায়। এটি একটি দুঃখজনক প্রেম কাহিনি।
🔹 মূল চরিত্রসমূহ:
-
Romeo (নায়ক)
-
Juliet (নায়িকা)
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
🔹 আরও কিছু বিখ্যাত উক্তি:
-
“If love be rough with you, be rough with love;
Prick love for pricking, and you beat love down.” -
“Parting is such sweet sorrow that I shall say goodnight till it be morrow.”
🔹 William Shakespeare সম্পর্কে:
— শেকসপিয়ারের জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ সালে এবং মৃত্যু ২৩ এপ্রিল ১৬১৬ সালে।
— তিনি Stratford-upon-Avon শহরে জন্মগ্রহণ করেন।
— তিনি ছিলেন একজন ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
— তাকে "ইংল্যান্ডের জাতীয় কবি" বলা হয় এবং তিনি "Bard of Avon" নামেও পরিচিত।
— তিনি ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট রচনা করেছেন।
🔹 অন্যান্য নাটকের নায়িকারা:
-
Portia — ‘The Merchant of Venice’ নাটকের প্রধান নারী চরিত্র।
-
Rosalind — ‘As You Like It’ নাটকের প্রধান নারী চরিত্র।

1
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
Rahim ate almost the whole fish.
B
Rahim almost ate the whole fish.
C
Almost Rahim ate whole fish.
D
Rahim ate the whole fish almost.
• Almost (adverb)- (প্রায়)
- এই বাক্যে almost একটি adverb যা বাক্যের verb, adjective এর পূর্বে বসে তার দোষ গুণ প্রকাশ করে
- Almost যার পূর্বে বসবে, তাকে Modify করবে।
- যার কারণে ate ও Rahim এর পূর্বে বসালে কোন Sense প্রকাশ করে না। আর বাক্যের শেষেও almost বসে না।
- সে হিসেবে গ এবং ঘ ভুল।
- Ate almost the whole fish অর্থ প্রায় সম্পূর্ণ মাছটি খেল, এটা যথার্থ অর্থবোধক।
- তাই এটিই সঠিক উত্তর।

0
Updated: 1 month ago