A
Furniture
B
Information
C
Poultry
D
Poetry
উত্তরের বিবরণ
Number (সংখ্যা)
সংজ্ঞা:
-
Number হলো কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে নির্দেশ করা।
প্রধান দুই প্রকার:
-
Singular Number (একবচন) – এক ব্যক্তি, এক বস্তু বা এক প্রাণী
-
Plural Number (বহুবচন) – একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী
বিশেষ নিয়মাবলী:
১. সবসময় Singular হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
-
Information
-
Furniture
-
Scenery
-
Poetry
-
News
-
Athletics
২. সবসময় Plural হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
-
Cattle
-
People
-
Police
-
Folk
-
Swine
-
Vermin
উদাহরণ: Poultry is Plural Number
তথ্যসূত্র: Applied English Grammar and Composition – P. C. Das

0
Updated: 5 days ago
The expression 'break a leg' means-
Created: 6 days ago
A
To trick someone
B
To avoid taking risks
C
To fail at something
D
To wish someone good luck
Idiom: “Break a Leg”
-
Meaning:
-
English: Used to wish someone good luck, especially a performer
-
Bangla: শুভকামনা জানানো
-
-
Example Sentence:
-
Break a leg! Show them why you're the best candidate.
-
Bangla: শুভকামনা রইলো! তাদের দেখিয়ে দাও তুমিই সেরা প্রার্থী।
-
-
Usage Context:
-
Commonly used in theatre, exams, or competitions to wish success without saying “good luck” directly
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 6 days ago
Verb of 'Number' is __
Created: 1 week ago
A
number
B
enumerate
C
numbering
D
numerical
According to The Oxford dictionary,
ক) Number (noun) (পরিমাণ বা অঙ্ক; সংখ্যা) - An arithmetical value, expressed by a word, symbol, or figure, representing a particular quantity and used in counting and making calculations.
- Number (Verb) (সংখ্যা দ্বারা চিহ্নিত করা; সংখ্যা দেওয়া)
- Amount to (a specified figure or quantity); comprise.
খ) Enumerate (verb) গণনা করা; এক এক করে নামোল্লেখ করা
- it itself is a different verb that is similar to the verb 'number'
গ) Numbering (verb)- চিহ্নিত করা; সংখ্যাগণনা করা; সংখ্যা দেত্তয়া;
- This is the continuous form or gerund of the verb "number." It denotes an ongoing action.
- For example, "He is numbering the pages of the manuscript."
ঘ) Numerical(adjective) সংখ্যাবিষয়ক; সংখ্যাভুক্ত; সংখ্যাসূচক।
• Number এবং Numbering উভয়ই verb form এ রয়েছে কিন্তু tense ভেদে এরা ভিন্ন ভাবে ব্যবহৃত হয়।
- কিন্তু যদি number এর base verb form জানতে চাওয়া হয় তবে সেক্ষেত্রে Number অধিক গ্রহণ যোগ্য।
- যদি number এর ongoing or continous form জানতে চাওয়া হয়, তখন সেক্ষেত্রে numbering গ্রহণযোগ্য।
- প্রদত্ত প্রশ্নে parts of speech এর interchange এর ভিত্তিতে যেহেতু number এর verb form জানতে চাওয়া হয়েছে, তাই অধিক গ্রহণ যোগ্য উত্তর হিসেবে number উত্তর রাখা হয়েছে।
Source: Oxford Dictionary and Merriam Webster Dictionary and Bangla Academy Dictionary.

0
Updated: 1 week ago
I prefer walking ___ driving in the city.
Created: 1 week ago
A
to
B
by
C
than
D
of
Correct Answer: to
Complete Sentence:
-
I prefer walking to driving in the city.
ব্যাখ্যা:
-
Prefer (someone or something) to (someone or something else)
-
English meaning: To choose or want one thing rather than another
-
Bangla meaning: অধিক পছন্দ করা
-
-
দুইটি জিনিসের মধ্যে আপেক্ষিকভাবে একটি জিনিস বেশি পছন্দ করতে Prefer এর পর সর্বদা to ব্যবহার করা হয়।
-
Grammatical structure: prefer + [verb/gerund/noun] + to + [verb/gerund/noun]
-
এখানে walking তুলনায় driving বেশি পছন্দ করা বোঝাতে to সঠিক।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
খ) by: মাধ্যম বোঝাতে ব্যবহৃত হয় (e.g., by car, by train) — এখানে প্রযোজ্য নয়।
-
গ) than: "prefer" নয়, এটি comparative বা rather than স্ট্রাকচারের জন্য ব্যবহৃত হয়।
-
ঘ) of: ownership বা অংশ বোঝাতে ব্যবহৃত হয় — এখানে অনুপযুক্ত।
আরও উদাহরণ:
-
I prefer writing to reading.
-
He prefers milk to tea.
-
Elmee prefers mutton to beef.
📚 Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 1 week ago