ভাইরাসজনিত রোগ নয় কোনটি?

A

জন্ডিস 

B

এইডস 

C

নিউমোনিয়া 

D

চোখ ওঠা

উত্তরের বিবরণ

img

ভাইরাসজনিত রোগ

  • ভাইরাস দ্বারা সৃষ্ট রোগকে ভাইরাসজনিত রোগ বলা হয়।

  • উল্লেখযোগ্য কিছু ভাইরাসজনিত রোগ হলো: এইডস, জন্ডিস, কোভিড-১৯, হার্পিস, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, পোলিও, জলাতঙ্ক, ডেঙ্গু, ইবোলা ইত্যাদি।

ব্যাকটেরিয়াজনিত রোগ

  • ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগকে ব্যাকটেরিয়াজনিত রোগ বলা হয়।

  • এর মধ্যে প্রধান কয়েকটি হলো: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।

নিউমোনিয়া নিয়ে বিশেষ মন্তব্য

নিউমোনিয়া শুধু ভাইরাস নয়, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য অণুজীব দিয়েও হতে পারে। তাই অপশনভিত্তিক প্রশ্নে এটি কখনো ভাইরাসজনিত রোগের মধ্যে পড়লেও, মূলত এটি বিভিন্ন অণুজীবের সংক্রমণে ঘটতে পারে। সুতরাং পরীক্ষায় প্রেক্ষাপট অনুযায়ী সঠিক উত্তর বেছে নিতে হবে।

চোখ ওঠা রোগ (Conjunctivitis)

  • চোখ ওঠা রোগের বৈজ্ঞানিক নাম কনজাংটিভাইটিস

  • এটি চোখের কনজাংটিভা নামক পর্দার প্রদাহজনিত অসুখ।

  • এ রোগ সাধারণত ভাইরাস দ্বারা হয় এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

উৎস: উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান পাঠ্যপুস্তক

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়? 

Created: 2 months ago

A

বেগুনী 

B

সবুজ 

C

হলুদ 

D

কালো

Unfavorite

0

Updated: 2 months ago

বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

Created: 1 month ago

A

মেরু অঞ্চলে 

B

বিষুব অঞ্চলে 

C

পাহাড়ের ওপর 

D

পৃথিবীর কেন্দ্রে

Unfavorite

0

Updated: 1 month ago

প্রােটিন তৈরি হয়-

Created: 1 month ago

A

ফ্যাটি এসিড দিয়ে

B

সাইট্রিক এসিড দিয়ে

C

অ্যামিনাে এসিড দিয়ে

D

অক্সালিক এসিড দিয়ে

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD