মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
A
স্নায়ুতন্ত্রের
B
রেচনতন্ত্রের
C
পরিপাকতন্ত্রের
D
শ্বাসতন্ত্রের
উত্তরের বিবরণ
স্নায়ুটিস্যু বা নার্ভ টিস্যু
প্রাণীদেহে এমন এক বিশেষ কলা আছে, যা বাইরের বা ভেতরের পরিবেশ থেকে আসা উদ্দীপনা অনুভব করে এবং তার উপযুক্ত সাড়া প্রদান করে। একে বলা হয় স্নায়ুটিস্যু (Nervous tissue)।
উদাহরণ: মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড।
-
স্নায়ুটিস্যুর মৌলিক একক হলো নিউরন (স্নায়ুকোষ)।
-
মস্তিষ্ক অসংখ্য নিউরনের সমষ্টি।
-
প্রতিটি নিউরন আবার তিনটি প্রধান অংশে বিভক্ত—
-
কোষদেহ (Cell body)
-
ডেনড্রন (Dendron)
-
অ্যাক্সন (Axon)
-
স্নায়ুটিস্যুর কাজ
✔️ দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন অঙ্গ থেকে পাওয়া উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে।
✔️ মস্তিষ্ক সেই সংকেত গ্রহণ করে এবং দেহের কার্যকর অঙ্গকে সাড়া দিতে বলে।
যেমন: মশা কামড়ালে ত্বক সেই সংকেত মস্তিষ্কে পাঠায় → মস্তিষ্ক হাতকে জানায় → হাত মশা মারতে নড়ে।
✔️ প্রাপ্ত অভিজ্ঞতা বা উদ্দীপনাকে স্মৃতিতে সংরক্ষণ করে।
✔️ দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপে সমন্বয় সাধন করে।
উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি

0
Updated: 1 month ago
MKS পদ্ধতিতে ভরের একক-
Created: 2 months ago
A
কিলোগ্রাম
B
পাউন্ড
C
গ্রাম
D
আউন্স
একক পদ্ধতি (Unit Systems)
১. এম.কে.এস. পদ্ধতি (মিটার-কিলোগ্রাম-সেকেন্ড)
-
দৈর্ঘ্য পরিমাপের একক: মিটার (m)
-
ভর পরিমাপের একক: কিলোগ্রাম (kg)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
২. সি.জি.এস. পদ্ধতি (সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড):
-
দৈর্ঘ্য পরিমাপের একক: সেন্টিমিটার (cm)
-
ভর পরিমাপের একক: গ্রাম (g)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
৩. এফ.পি.এস. পদ্ধতি (ফুট-পাউন্ড-সেকেন্ড):
-
দৈর্ঘ্য পরিমাপের একক: ফুট (ft)
-
ভর পরিমাপের একক: পাউন্ড (lb)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা বিশ্বকোষ।

0
Updated: 2 months ago
কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
Created: 1 month ago
A
অড়হর
B
ছোলা
C
খেসারী
D
মটর
অতিরিক্ত পরিমাণে খেসারি ডাল খেলে ল্যাথাইরিজম নামে একটি রোগ দেখা দিতে পারে।
-
এই ডাল বাংলাদেশ, ভারত, আলজেরিয়া এবং ইউরোপের কিছু দেশ যেমন ফ্রান্স, ইতালি, স্পেন, এছাড়াও অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলের মানুষ খেয়ে থাকে।
-
এই রোগ শুধু মানুষের মধ্যে নয়, ঘোড়া ও গবাদি পশুর মধ্যেও লক্ষ্য করা যায়।
-
পুরুষদের মধ্যে এই রোগের প্রকোপ তুলনামূলকভাবে বেশি দেখা যায়।
-
পশুদের ক্ষেত্রে পা ও স্বরযন্ত্রের পেশী দুর্বল হয়ে যায় এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়।
-
মানুষের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রে ক্ষত সৃষ্টি হয়, যা নির্দিষ্ট অঙ্গের স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।
-
Fabaceae পরিবারের Papillionaceae উপ-পরিবারের Lathyrus প্রজাতির কিছু উদ্ভিদের বীজ খেলে এই রোগের ঝুঁকি থাকে। এর মধ্যে খেসারি ডাল অন্যতম।
-
১৮৭৩ সালে ইতালির কান্তানি নামের এক বিজ্ঞানী প্রথম এই রোগকে ‘ল্যাথাইরিজম’ নামে অভিহিত করেছিলেন।
উৎস: বাংলাপিডিয়া ওয়েবসাইট

0
Updated: 1 month ago
The term PC means-
Created: 1 month ago
A
Private Computer
B
Prime Computer
C
Personal Computer
D
Professional Computer
ক্ষুদ্র কম্পিউটার (Micro Computer):
- পূর্বে কম্পিউটার তৈরি করতে অসংখ্য ট্রানজিস্টর, রেজিষ্ট্যান্স, ডায়োড ইত্যাদি ব্যবহার করা হতো।
- কিন্ত ১৯৭১ সালের নভেম্বর মাসে ইনটেল নামক একটি প্রতিষ্ঠান ইনটেল-৪০০৪ (Intel 4004) নামক প্রথম মাইক্রোপ্রসেসর বা ক্ষুদ্র প্রক্রিয়াকারক (Microprocessor) তৈরি করে।
- এই ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রাকারের কম্পিউটারকে মাইক্রোকম্পিউটার নামে অভিহিত করা হয়।
- ক্ষুদ্র প্রক্রিয়াকারকের সাথে স্মৃতি অংশ এবং ইনপুট-আউটপুট অংশের সংযোগ সাধন করা হয়।
- এই কম্পিউটার সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় এবং একজন ব্যবহারকারী একাই একটি কম্পিউটার ব্যবহার করতে পারেন।
- এজন্য এই কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা সংক্ষেপে পিসি (PC) বলা হয়।
- IBM 486, IBM Pentium প্রভৃতি মাইক্রোকম্পিউটারের উদাহরণ।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago