A
would take
B
take
C
took
D
would have taken
উত্তরের বিবরণ
• Correct Answer: ঘ) would have taken.
• Complete sentence: Had I known about the marriage, I would have taken enough money.
-
Third conditional এর নিয়মানুযায়ী -- অনেকসময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।
-
Conditional sentence- এ Had + Sub + verb এর past participle form + Ext. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
-
তাই পরবর্তী clause এ would/could/might + have + verb এর past participle form + extension ব্যবহৃত হয়।
Examples:
-
Had I seen him, I would have told him the matter.
-
If I had studied harder, I would have passed the exam.
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

0
Updated: 5 days ago
We didn’t expect you to carry that ________ luggage for such a short trip.
Created: 2 days ago
A
many
B
few
C
little
D
much
• Complete Sentence: We didn’t expect you to carry that much luggage for such a short trip.
-
Bangla Meaning: আমরা আশা করিনি যে তুমি এত বেশি লাগেজ নিয়ে এত ছোট সফরে যাবে।
• Explanation:
-
Much/Many হলো Determiner, অর্থাৎ noun/pronoun-এর পরিমাণ, সংখ্যা বা নির্দিষ্টতা নির্দেশ করে।
-
Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable noun এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়।
-
Luggage (মালামাল) হলো uncountable noun, তাই এর পূর্বে uncountable determiner হিসাবে much ব্যবহার সঠিক।
-
সুতরাং সঠিক উত্তর: much

0
Updated: 2 days ago
____ of employees are absent.
Created: 5 days ago
A
one-third
B
one-thirds
C
two-third
D
ones-third
• Complete Sentence: One-third of employees are absent.
-
Bangla Meaning: এক তৃতীয়াংশ কর্মচারী অনুপস্থিত।
-
একাংশ ব্যতীত বাকি সকল ভগ্নাংশের ক্ষেত্রে verb plural হয়। এক্ষেত্রে noun-এর সাথে s/es যুক্ত হয়।
-
One-third, one-fourth, one-tenth ইত্যাদি দ্বারা বোঝানো হয় একাংশ।
-
একাধিক ভগ্নাংশের ক্ষেত্রে two-thirds, three-fourths ইত্যাদি ব্যবহৃত হয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 5 days ago
To __________ someone means to criticize or find fault with them.
Created: 1 week ago
A
reproach
B
reticent
C
recent
D
robust
The correct answer is - ক) Reproach
Complete Sentence:
-
To reproach someone means to criticize or find fault with them.
-
Bangla Meaning: কাউকে তিরস্কার করা, দোষ দেওয়া বা ভুলের জন্য অপমানসূচকভাবে কিছু বলা।
Reproach (Verb)
-
English Meaning: To criticize or find fault with someone
-
Bangla Meaning: reproach somebody (for/with something) — (দুঃখী স্বভাবের বা দুঃখবাদী লোকদের) নিন্দা করা
Synonyms (সমার্থক শব্দ):
-
Rebuke (তিরস্কার বা ভর্ৎসনা করা)
-
Scold (তীব্র ভাষায় তিরস্কার করা)
-
Castigate (অভিশাপ দেওয়া)
-
Chastise (শাস্তি দেওয়া)
-
Disgrace (তিরস্কার বা ভর্ৎসনা করা)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Praise (প্রশংসা করা)
-
Commendation (প্রশংসা; অনুমোদন)
-
Credit (কৃতিত্ব দেওয়া)
-
Honor (সম্মান করা)
Other Forms:
-
Reproachful (adjective): নিন্দনীয়
-
Reproachfully (adverb): তীব্র নিন্দা বা ভর্ৎসনার সঙ্গে
Example Sentences:
-
He reproached his wife with her inattention, her habitual neglect of the children.
-
She looked at him with reproach.
Other Options (ভুল কারণ):
-
Reticent (adjective): স্বল্পভাষী; গুরুগম্ভীর
-
Recent: সাম্প্রতিক; অধুনাতন; ইদানীন্তন
-
Robust: শক্তসমর্থ
Source:
-
Live MCQ Lecture
-
Accessible Dictionary

0
Updated: 1 week ago