The meaning of the phrase "By hook or by crook" is -
A
Honestly only
B
Illegally only
C
By any means
D
Without any effort
উত্তরের বিবরণ
Idiom: By hook or by crook
Idiom | English Meaning | Bangla Meaning | সঠিক ব্যাখ্যা |
---|---|---|---|
By hook or by crook | Using any method you can, even a dishonest one | যেমন করে হোক; ছলেবলে-কলেকৌশলে | By any means – যেকোনো উপায়ে/ যেভাবেই হোক |
ভুল বিকল্প ব্যাখ্যা
-
Honestly only: কেবলমাত্র সৎ উপায়ে → ❌ ভুল
-
Illegally only: কেবলমাত্র বেআইনি উপায়ে → ❌ ভুল
-
Without any effort: কোনো রকম পরিশ্রম ছাড়াই → ❌ ভুল
📖 Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
Choose the sentence that misuses the determiner.
Created: 1 month ago
A
She doesn't have many friends in the city.
B
Don't I have any money left?
C
Rahim bought few furnitures for the new office.
D
They found a little hope in the situation.
Original Sentence:
-
Rahim bought few furnitures for the new office. ❌
Issue:
-
“Furniture” is an uncountable noun, so it cannot be pluralized as “furnitures.”
-
Using “few” implies countable, which is incorrect here.
Correct Usage:
-
Rahim bought some furniture for the new office. ✅
-
Or: Rahim bought two pieces of furniture for the new office. ✅
Explanation of Other Options:
-
She doesn't have many friends in the city. → Correct, “many” is used with countable noun “friends.”
-
Don't I have any money left? → Correct, “any” is used with uncountable noun “money.”
-
They found a little hope in the situation. → Correct, “little” is used with uncountable noun “hope.”
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Words inscribed on a tomb is an-
Created: 1 month ago
A
epitome
B
epithet
C
episode
D
epitaph
Words inscribed on a tomb is an - epitaph.
একটি সমাধির উপর লেখা শব্দ বা বাক্যকে epitaph বলা হয়। এটি সাধারণত মৃত ব্যক্তির স্মরণে সমাধিস্থলে খোদাই করা হয় এবং সেই ব্যক্তিকে স্মরণ করার একটি উপায় হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া, কোনো ব্যক্তি, সময় বা ঘটনা যেভাবে স্মরণীয় হবে, তারও নির্দেশ করতে পারে।
-
Epitaph (Noun)
ইংরেজি অর্থ:-
একটি বাক্য বা শব্দের রূপ যা মৃত ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে লেখা হয়, বিশেষ করে সমাধিস্তম্ভে খোদাই করা।
-
এমন কিছু যার মাধ্যমে কোনো ব্যক্তি, সময় বা ঘটনা স্মরণীয় হয়ে থাকে।
বাংলা অর্থ: সমাধিলিপি।
-
-
Epitome (Noun)
ইংরেজি অর্থ: কোনো গুণ বা ধরনের নিখুঁত উদাহরণ হিসেবে কোনো ব্যক্তি বা জিনিস।
বাংলা অর্থ: সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক। -
Epithet (Noun)
ইংরেজি অর্থ: কোনো ব্যক্তি বা জিনিসের বৈশিষ্ট্য বা গুণ প্রকাশকারী বিশেষণ বা বাক্যাংশ।
বাংলা অর্থ: কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ বা বর্ণনা, যেমন Akbar the Great। -
Episode (Noun)
ইংরেজি অর্থ: একটি ঘটনা বা ঘটনাগুলোর একটি ধারাবাহিক অংশ; একটি ঘটনা বা সময়কাল যা আলাদাভাবে বিবেচিত হয়।
বাংলা অর্থ: কোনো দীর্ঘ কাহিনির অন্তর্গত উপাখ্যান।

0
Updated: 1 month ago
Who is Mrs. Bennet’s favorite daughter?
Created: 1 month ago
A
Elizabeth
B
Jane
C
Lydia
D
Mary
Mrs. Bennet সবসময় Lydia-কে সবচেয়ে বেশি আদর করে। কারণ Lydia চঞ্চল, সামাজিক ও ফ্লার্টেশাস। কিন্তু তার এই বেপরোয়া স্বভাবই পরিবারকে লজ্জার মুখে ফেলে। Austen দেখান—অযথা প্রশ্রয় সন্তানকে নষ্ট করে। Mrs. Bennet-এর এই পক্ষপাত তার দায়িত্বহীন মাতৃত্বের প্রমাণ।

3
Updated: 1 month ago