A
জোয়ান বকশ খান
B
বাহাদুর শাহ জাফর
C
মঙ্গল পাণ্ডে
D
নানা সাহেব
উত্তরের বিবরণ
সিপাহী বিদ্রোহ:
-
১৮৫৭ সালের ২৯ মার্চ বিকেল, ব্রিটিশ ভারতের দেশীয় সেনাদের প্রশিক্ষণ চলছিল ব্যারাকপুর সেনানিবাসে।
-
প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছিল ‘বিতর্কিত’ এনফিল্ড রাইফেল।
-
এক সিপাহী চর্বিযুক্ত কার্তুজ ব্যবহারে অস্বীকৃতি জানান।
-
তাকে গ্রেপ্তার করার চেষ্টা করলে তিনি বিক্ষুব্ধ হয়ে ইংরেজ অফিসারকে গুলি করেন।
-
সেই সিপাহির নাম ছিল মঙ্গল পাণ্ডে।
-
লেফটেন্যান্ট বফকে গুলি করার সময় কিছু সৈনিক তাকে আটকানোর চেষ্টা করলেও বাকিরা মঙ্গল পাণ্ডের পক্ষ নেন।
-
১৮৫৭ সালের ২৯ মার্চ, ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন।
-
তাঁকে এবং তাঁর সঙ্গীদের প্রাণদণ্ডে দণ্ডিত করে বিদ্রোহ দমন করার চেষ্টা করা হয়।
উৎস: ইতিহাস, এসএসএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 5 days ago