Which one of the following sentences is correct?
A
She gave me some useful advices.
B
She gave me some useful advice.
C
She gave me some useful adviceses.
D
She gave me some useful piece of advices.
উত্তরের বিবরণ
শব্দ “Advice” সম্পর্কিত তথ্য
শব্দ | Part of Speech | English Meaning | Bangla Meaning | টিপস |
---|---|---|---|---|
Advice | Noun (Uncountable) | An opinion or suggestion about what somebody should do | উপদেশ; পরামর্শ | - Article (a, an) ব্যবহার হয় না। - Plural form নেই। - Plural বলতে গেলে: a piece of advice → two pieces of advice |
উদাহরণ
-
Correct: She gave me some useful advice.
(সে আমাকে কিছু উপকারী পরামর্শ দিয়েছে।) -
Incorrect: She gave me an advice.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Who famously used iambic pentameter in his plays and sonnets?
Created: 4 weeks ago
A
Charles Dickens
B
John Milton
C
William Shakespeare
D
George Orwell
Iambic Pentameter হলো ইংরেজি কবিতায় ব্যবহৃত একটি জনপ্রিয় metrical line, যেখানে প্রতি লাইনে পাঁচটি মেট্রিক ফুট থাকে। প্রতিটি ফুটে একটি short (unstressed) syllable এবং একটি long (stressed) syllable থাকে। এটি একটি rhythmic line তৈরি করে।
-
Blank Verse হলো এমন একটি ছন্দ, যার মধ্যে কোনো rhyming শেষ থাকে না, কিন্তু এতে সাধারণত iambic pentameter দেখা যায়।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
ইংরেজি কবি, নাট্যকার, এবং অভিনেতা।
-
ইংরেজি জাতীয় কবি হিসেবে পরিচিত এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের মধ্যে গণ্য।
-
মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
প্রধান কাজসমূহ:
Tragedy:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
Tragi-comedy:
-
The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
Comedy:
-
As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
Historical Play:
-
Julius Caesar, Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I, Henry VI Part II, Henry VI Part III, Henry VIII, King John, Richard II, Richard III

0
Updated: 4 weeks ago
The warning of the authority falls on deaf ears. Here warning does the function of -
Created: 1 month ago
A
adverb
B
adjective
C
verb
D
noun
The warning of the administration falls on deaf ears. Here warming does the function of - noun.
- বাক্যে শব্দটি মূলত verbal noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
• Verbal Noun:
- কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
• নিয়মানুযায়ী, প্রশ্নে উল্লিখিত বাক্যে warming এর পূর্বে the ও পরে of বসেছে, তাই এটি verbal noun হয়েছে।

0
Updated: 1 month ago
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence :
Created: 2 months ago
A
He was always arguing with his brother.
B
His failure resulted for lack of attention.
C
When will you write to him about your plan?
D
Who was the boy you were all laughing at?
ভুল বাক্য:
His failure resulted for lack of attention.
– এখানে resulted এর পরে for না হয়ে in অথবা from ব্যবহার করতে হবে।
✅ সঠিক বাক্য:
His failure resulted from a lack of attention.
বাংলা অর্থ: তার ব্যর্থতার কারণ ছিল মনোযোগের অভাব।
Result (intransitive verb) এর ব্যবহার:
-
result from → কোনো কিছুর ফল হিসেবে ঘটানো বা হওয়া।
উদাহরণ: His illness resulted from overwork. (তার অসুস্থতা অতিরিক্ত কাজের ফল।) -
result in → কোনো কিছুর কারণ হয়ে দাঁড়ানো, ফলস্বরূপ ঘটানো।
উদাহরণ: The plan resulted in success. (পরিকল্পনাটি সফলতা ডেকে এনেছে।)
বাকি বাক্যগুলো সঠিক:
ক) He was always arguing with his brother.
বাংলা অর্থ: সে সবসময় তার ভাইয়ের সাথে তর্ক করত।
গ) When will you write to him about your plan?
বাংলা অর্থ: আপনি কবে তাকে আপনার পরিকল্পনা সম্পর্কে লিখবেন?
ঘ) Who was the boy you were all laughing at?
বাংলা অর্থ: তোমরা সবাই যে ছেলেটিকে দেখে হাসছিলে, সে কে ছিল?

0
Updated: 2 months ago