Which of the following words is in plural number?
A
Furniture
B
Information
C
Poultry
D
Poetry
উত্তরের বিবরণ
Number (সংখ্যা)
সংজ্ঞা:
-
Number হলো কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে নির্দেশ করা।
প্রধান দুই প্রকার:
-
Singular Number (একবচন) – এক ব্যক্তি, এক বস্তু বা এক প্রাণী
-
Plural Number (বহুবচন) – একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী
বিশেষ নিয়মাবলী:
১. সবসময় Singular হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
-
Information
-
Furniture
-
Scenery
-
Poetry
-
News
-
Athletics
২. সবসময় Plural হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
-
Cattle
-
People
-
Police
-
Folk
-
Swine
-
Vermin
উদাহরণ: Poultry is Plural Number
তথ্যসূত্র: Applied English Grammar and Composition – P. C. Das

0
Updated: 1 month ago
Utopia was first written in _______.
Created: 6 months ago
A
Latin
B
English
C
Greek
D
French
"Utopia" বইটি প্রথমে ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল। এটি Thomas More এর লেখা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক গ্রন্থ, যা 1516 সালে প্রকাশিত হয়।
Utopia is a work of fiction and socio-political satire by Sir Thomas More.
- 'Utopia' রচনা করে 'Thomas Moore' বিখ্যাত হয়ে আছেন।
- তিনি 'Utopia' লিখেছেন ল্যাটিন ভাষায়।
- 'Utopia' গ্রিক অর্থ হচ্ছে কোথাও না। অর্থাৎ কোথাও কোনোদিন যা ছিল না।
- এর দ্বারা একটি কাল্পনিক দ্বীপকে বোঝানো হয়।
- বইটির কাহিনী দুইটি ভাগে বিভক্ত।
- Sir Thomas Moore এর এই লেখার উপর ভিত্তি করে পরবর্তী তে সাহিত্যে একটি নতুন genre - Utopian fiction তৈরি হয়েছে।
Thomas More কে Sir Thomas More বা Saint Thomas More ও বলা হয়।
- তিনি ১৪৭৮ সালে London এ জন্মগ্রহণ করেন।
- He was an English humanist and statesman, chancellor of England.
- তার রচিত History of King Richard III - কে ইংরেজি ইতিহাস রচনার প্রথম মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়।
Another notable work:
- History of King Richard III (in Latin and in English) between 1513 and 1518.
Source: ইংরেজি সাহিত্যের ইতিহাস , ড. শীতল ঘোষ, goodreads.com and Live MCQ Lecture.

2
Updated: 6 months ago
Why does Elizabeth’s rejection of Collins shock her family?
Created: 1 month ago
A
Collins is poor
B
Collins is heir to Longbourn
C
Collins is ugly
D
Collins is already married
Longbourn কেবল পুরুষ উত্তরাধিকারীর হাতে যাবে। তাই Collins যদি Elizabeth-কে বিয়ে করত, Bennet পরিবারের মেয়েদের ভবিষ্যৎ কিছুটা সুরক্ষিত হতো। Elizabeth তার স্বাধীনতা ও ভালোবাসার বিশ্বাসে Collins-কে প্রত্যাখ্যান করে। এতে Mrs. Bennet ক্ষিপ্ত হয়, কারণ সে শুধু অর্থনৈতিক নিরাপত্তা দেখে। Austen এখানে নারীর ব্যক্তিগত স্বাধীনতা বনাম সামাজিক চাপ দ্বন্দ্বকে তুলে ধরেন।

0
Updated: 1 month ago
Sailing to Byzantium was written by
Created: 1 month ago
A
William Butler Yeats
B
G. B. Shaw
C
Ernest Hemingway
D
T. S. Eliot
✦ Sailing to Byzantium (কবিতা)
-
লেখক: William Butler Yeats
-
প্রকাশকাল: ১৯২৭
-
ধরণ: Lyric poem
-
বিশেষত্ব:
-
Remarkable lyricism
-
Byzantium-কে চিরন্তন শিল্প ও আধ্যাত্মিক রূপান্তরের প্রতিচ্ছবি হিসেবে দেখানো
-
✦ William Butler Yeats (১৮৬৫–১৯৩৯)
-
পরিচয়: Irish poet, dramatist, essayist
-
খ্যাতি: ২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি কবি
-
পুরস্কার: ১৯২৩ সালে Nobel Prize in Literature
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
Irish nationalism
-
Mythology
-
Spirituality
-
-
আইরিশ সাহিত্য পুনর্জাগরণের নেতৃত্ব
✦ উল্লেখযোগ্য রচনা
-
The Second Coming
-
Sailing to Byzantium
-
The Wild Swans at Coole
-
The Tower
-
Easter 1916
-
The Winding Stair
-
Leda and the Swan
-
The Countess Cathleen
-
A Vision

0
Updated: 1 month ago