A
২
B
৪
C
৬
D
৮
উত্তরের বিবরণ
pH:-
-
পাকস্থলীর অ্যাসিডিটি: পাকস্থলীতে স্বাভাবিকের তুলনায় এসিডের মাত্রা বৃদ্ধি পাওয়াকে পাকস্থলীর অ্যাসিডিটি বলা হয়।
-
pH এর সংজ্ঞা: কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H⁺)-এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমই হলো সেই দ্রবণের pH।
-
pH মিটার: কোনো দ্রবণের pH মান নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্রকে pH মিটার বলা হয়।
-
মাটির pH: মাটির pH সাধারণত 4 থেকে 8 এর মধ্যে থাকে।
-
রক্তের pH: স্বাভাবিক অবস্থায় মানবদেহের রক্তের pH প্রায় 7.45।
-
পানির pH: 20°–27°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির pH এর মান 7।
-
মূত্রের pH: মূত্রের pH মান সাধারণত 7-এর কম হয়, অর্থাৎ মূত্র মৃদু অম্লীয় প্রকৃতির।
-
লালার pH: মানুষের জিহ্বার লালার pH প্রায় 6.6 হলে খাদ্য হজমে তা অধিক কার্যকর ভূমিকা রাখে।
-
পাকস্থলীর উপযোগী pH: পাকস্থলীতে খাদ্য হজমের জন্য সবচেয়ে উপযোগী pH এর মান হলো 2।
তথ্যসূত্র: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 5 days ago