A
৩টি
B
৪টি
C
৬টি
D
৮টি
উত্তরের বিবরণ
যুক্তফ্রন্ট (প্রাদেশিক রাজনীতি, ১৯৫৩–১৯৫৪)
-
গঠনকাল: ১৯৫৩ সালে
-
গঠিত দলসমূহ: মূলত ৪টি দল (বৃহত্তর বিবেচনায় ৫টি দলও বলা হয়েছে, তবে অধিকাংশ উৎসে ৪টি দল উল্লেখিত)
-
নির্বাচনী প্রতীক: ‘নৌকা’
-
মুসলিম লীগের প্রতীক ছিল ‘হারিকেন’
-
-
নির্বাচনের মোট আসন: ৩০৯
-
যা জয় করেছে: যুক্তফ্রন্ট ২২৩টি আসন
-
মন্ত্রিসভা গঠন: ১৯৫৪ সালে
-
মুখ্যমন্ত্রী: শেরে বাংলা এ কে ফজলুল হক
-
উল্লেখযোগ্য মন্তব্য:
-
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ে বলা হয়েছে প্রধানত ৫টি দল,
-
তবে “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র” (১ম ও ২য় খণ্ড) উল্লেখ করে ৪টি বিরোধী দলের সমন্বয়ে গঠিত।
-
অধিকাংশ গবেষক দলিলপত্রকেই গ্রহণযোগ্য মনে করেন।
তথ্যসূত্র: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড; বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 5 days ago
১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
Created: 3 days ago
A
ধানের শীষ
B
নৌকা
C
লাঙল
D
বাইসাইকেল
যুক্তফ্রন্টের নির্বাচনি সাফল্য (১৯৫৪)
পূর্ব বাংলায় প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচনের আয়োজন হয়েছিল ৮-১২ মার্চ ১৯৫৪ তারিখে। এই নির্বাচনে মোট ৩০৯টি আসন ছিল। এর মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন জিতে প্রচলিত মুসলিম লীগের উপর বড় একটি জয়লাভ করে, যা মাত্র ৯টি আসনের মধ্যে সীমাবদ্ধ ছিল।
যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা, এবং তারা নির্বাচনকে কেন্দ্র করে ২১ দফার নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছিল।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 3 days ago
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে কত দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে?
Created: 5 days ago
A
১ দফা
B
৬ দফা
C
১১ দফা
D
২১ দফা
বাংলাদেশ বিষয়াবলি
গণভোট ও নির্বাচন
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
যুক্তফ্রন্ট
No subjects available.
যুক্তফ্রন্ট
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
-
পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
-
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
-
তারা ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, যার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
-
নির্বাচনে মোট আসন ছিল ৩০৯টি।
-
যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে।
-
নির্বাচনের ফলে গঠিত যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
তথ্যসূত্র: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খণ্ড) এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম-দশম শ্রেণি)

0
Updated: 5 days ago
যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় কত সালে?
Created: 5 days ago
A
১৯৫১ সালে
B
১৯৫২ সালে
C
১৯৫৩ সালে
D
১৯৫৪ সালে
যুক্তফ্রন্ট (United Front), ১৯৫৪
-
গঠনের সিদ্ধান্ত:
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর, ময়মনসিংহে আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
-
-
কর্মসূচি:
-
১৯৫৩ সালের নভেম্বর মাসে যুক্তফ্রন্ট একটি একুশ দফা কর্মসূচি প্রণয়ন করে এবং সেটিকে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করে।
-
-
গঠিত দলসমূহ (৪টি দল):
-
আওয়ামী লীগ
-
কৃষক শ্রমিক পার্টি
-
নেজামে ইসলাম
-
গণতন্ত্রী দল
-
-
১৯৫৪ সালের সাধারণ নির্বাচন:
-
অনুষ্ঠিত হয়: ৮ মার্চ ১৯৫৪
-
বৈশিষ্ট্য: পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকার ভিত্তিক সাধারণ নির্বাচন।
-
প্রধান ইস্যু: স্বায়ত্তশাসনের দাবি
-
ফলাফল প্রকাশ: ২ এপ্রিল ১৯৫৪
-
-
নির্বাচনের ফলাফল:
-
মোট আসন: ৩০৯
-
যুক্তফ্রন্ট: ২২৩টি আসন (বিশাল ব্যবধানে জয়লাভ)
-
মুসলিম লীগ (ক্ষমতাসীন দল): ৯টি আসন
-
পাকিস্তান জাতীয় কংগ্রেস: ২৪টি আসন
-
তফসিল ফেডারেশন: ২৭টি আসন
-
খেলাফতে রব্বানী: ২টি আসন
-
কমিউনিস্ট পার্টি: ৪টি আসন
-
খ্রিস্টান সম্প্রদায়: ১টি আসন
-
বৌদ্ধ সম্প্রদায়: ১টি আসন
-
-
গুরুত্ব:
-
মুসলিম লীগের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে পূর্ব বাংলার জনগণের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়।
-

0
Updated: 5 days ago