A
A political scandal
B
A trivial social incident blown out of proportion
C
A historical battle
D
A love story in the countryside
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) A trivial social incident blown out of proportion ✅
✦ The Rape of the Lock
-
লেখক: Alexander Pope
-
ধরণ: Mock-epic / Mock-heroic poem
-
প্রকাশকাল: ১৭১২ (প্রথম ভার্সন), ১৭১৪ (শেষ ভার্সন)
-
কেন্দ্রীয় চরিত্র: Belinda, Baron, Ariel
-
রূপকথা: ছোটো একটি সামাজিক ঘটনা—Belinda-এর চুলের একটি লক কেটে নেওয়া—কে মহাকাব্যের মতো উপস্থাপন করা হয়েছে।
-
লক্ষণীয় বিষয়: Heroic couplets ব্যবহার, ৫ Canto তে সম্প্রসারিত, হাস্যরসাত্মক ও তুচ্ছ ঘটনার প্রতি ব্যঙ্গাত্মক দৃষ্টি।
Alexander Pope:
-
English author ও Augustan Period-এর কবি
-
পরিচিত: Mock Heroic Poet
-
বিখ্যাত রচনা: An Essay on Criticism, An Essay on Man, The Dunciad, The Rape of the Lock, Eloisa to Abelard
মূল পয়েন্ট: কবিতায় তুচ্ছ ঘটনা (চুল কাটা) মহাকাব্য রূপে উপস্থাপন করে সমাজের উচ্চবিত্ত মানুষের অহংকার ও আচরণের ব্যঙ্গ করা হয়েছে।

0
Updated: 5 days ago
What kind of literary style is Jonathan Swift famous for?
Created: 5 days ago
A
Romanticism
B
Satire
C
Tragedy
D
Pastoral poetry
✦ Jonathan Swift
জাতীয়তা: Anglo-Irish
পেশা: Author ও clergyman
যুগ: Neoclassical period
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের প্রধান prose satirist
ছদ্মনাম: Isaac Bickerstaff
বিখ্যাত ব্যঙ্গাত্মক রচনা:
Gulliver’s Travels
A Tale of a Tub
A Modest Proposal
The Battle of Books

0
Updated: 5 days ago
'Portia' is a character from-
Created: 1 week ago
A
Hamlet
B
The Tempest
C
The Merchant of Venice
D
Othello
‘The Merchant of Venice’ এবং তার চরিত্র ‘Portia’
• The Merchant of Venice:
-
উইলিয়াম শেকসপিয়ার রচিত একটি কমেডি নাটক।
-
গল্পের কেন্দ্রে রয়েছে একজন ইহুদি সুদখোর Shylock এবং একজন বণিক Antonio।
-
Shylock একজন অর্থঋণদাতা (moneylender)।
-
নাটকটি পাঁচটি অঙ্ক (five acts) নিয়ে গঠিত।
-
এটি ১৫৯৬-৯৭ সালের দিকে লেখা হয়।
• প্রধান চরিত্রসমূহ:
-
Antonio: ভেনিসের একজন বণিক
-
Shylock: ইহুদি অর্থঋণদাতা
-
Portia: প্রধান নারী চরিত্র / নায়িকা
-
Bassanio
-
Jessica, ইত্যাদি
• উইলিয়াম শেকসপিয়ার (William Shakespeare):
-
জন্ম Stratford-upon-Avon এ।
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তাকে ইংরেজি জাতীয় কবি বলা হয়।
-
‘Bard of Avon’ উপাধিতে পরিচিত।
-
তাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করা হয়।
• উল্লেখযোগ্য রচনা:
Tragedy (ট্রাজেডি):
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy (কমেডি):
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
The Merchant of Venice
-
A Midsummer Night's Dream
Source:
-
Britannica
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago
What is the narrative technique most used in the novel?
Created: 20 hours ago
A
Stream of Consciousness
B
Free Indirect Discourse
C
First-person narration
D
Epistolary form
Jane Austen Pride and Prejudice-এ free indirect discourse ব্যবহার করেন। এতে তৃতীয় পুরুষে বর্ণনা হলেও চরিত্রদের মনের ভাবনা ও কণ্ঠস্বরও উঠে আসে। যেমন Elizabeth-এর Darcy সম্পর্কে প্রথম ধারণা বা Mr. Bennet-এর ব্যঙ্গাত্মক চিন্তাভাবনা পাঠকের কাছে সরাসরি আসে।
এর ফলে পাঠক একদিকে বাইরের ঘটনা দেখতে পারে, আবার ভেতরের মনোভাবও বুঝতে পারে। এটি Austen-এর অন্যতম শৈল্পিক শক্তি, যা তাকে আধুনিক ঔপন্যাসিকদের পূর্বসূরি করে।

0
Updated: 20 hours ago