A
Man and Superman
B
Major Barbara
C
Pygmalion
D
Arms and the Man
উত্তরের বিবরণ

0
Updated: 5 days ago
In literature, what is an Apostrophe?
Created: 2 weeks ago
A
A punctuation mark used in contractions
B
A speech made to the audience
C
A direct address to an absent or imaginary person or object
D
A comparison using 'like' or 'as'
Answer: A direct address to an absent or imaginary person or object
Apostrophe (সম্বোধন অলঙ্কার):
-
এটি এক ধরনের rhetorical device যেখানে অনুপস্থিত কোনো ব্যক্তি বা abstract বস্তুকে এমনভাবে সম্বোধন করা হয় যেন সে উপস্থিত।
-
লেখক প্রানহীন বা অনুপস্থিত বস্তু/ব্যক্তিকে ব্যক্তিরূপে সম্বোধন করে, যা প্রায়ই Personification এর সাথে যুক্ত।
-
সাধারণত বক্তা শ্রোতার দিকে না তাকিয়ে, একক ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কথা বলেন।
উদাহরণ:
-
"O wind, if winter comes, can spring be far behind?"
-
এখানে বাতাসকে সরাসরি সম্বোধন করা হয়েছে, যদিও বাতাস সচেতন নয়।
-

0
Updated: 2 weeks ago
Which period is known as "The golden age of English literature?
Created: 1 month ago
A
The Victorian age
B
The Elizabethan age
C
The Restoration age
D
The Eighteenth Century
এলিজাবেথীয় যুগকে ইংরেজি সাহিত্যের ‘সোনালি যুগ’ বলা হয়।
ইংরেজি সাহিত্যে Renaissance Period বা পুনর্জাগরণ যুগ শুরু হয় ১৫৫০ সাল থেকে ১৬৬০ সাল পর্যন্ত। এই সময়কালকে শাসকদের নাম অনুযায়ী চারটি ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম যুগটি হলো Elizabethan Age।
এই যুগের নামকরণ করা হয়েছে রানী এলিজাবেথ প্রথম-এর নামে, যিনি ১৫৫৮ সাল থেকে ১৬০৩ সাল পর্যন্ত ইংল্যান্ড শাসন করেন।
এই সময়েই ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেশি উন্নতি হয়। বিশেষ করে নাট্যজগতে এক বিশাল পরিবর্তন আসে। সাহিত্য তখন চার্চ বা ধর্মীয় নিয়ন্ত্রণ থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে স্বাধীনভাবে গড়ে উঠতে থাকে।
এই যুগের আগে সাহিত্য ছিল অনেকটা নিষ্প্রাণ ও অনুৎপাদনশীল। কিন্তু Elizabethan যুগে সাহিত্য নতুন প্রাণ ও গতি পায়। তাই একে বলা হয় The Golden Age of English Literature।
এই সময়ের বিখ্যাত লেখকরা হলেন:
-
Thomas More
-
Thomas Norton
-
Edmund Spenser
-
William Shakespeare
-
Thomas Kyd
-
Nicholas Udall
-
Robert Peele
-
Robert Greene
-
Sir Philip Sidney
-
John Lyly
উৎস: An ABC of English Literature — ড. এম. মোফিজার রহমান

0
Updated: 1 month ago
Fill in the gap with the right tense:
If you ___ metal, it expands.
Created: 1 week ago
A
will heat
B
heats
C
heat
D
heated
Zero Conditional
• Complete Sentence:
-
English: If you heat metal, it expands.
-
Bangla: যদি তুমি ধাতু গরম কর, তা বৃদ্ধি পায়।
• Explanation:
-
Zero Conditional সাধারণত ব্যবহার করা হয়:
-
চিরন্তন/সাধারণ সত্য প্রকাশ করতে
-
বৈজ্ঞানিক সত্য বা প্রকৃতির নিয়ম বোঝাতে
-
-
এই ক্ষেত্রে দুটি clause Present Indefinite Tense-এ থাকে।
• Structure of Zero Conditional:
-
If + Present Simple, Present Simple
• Example Explanation:
-
প্রশ্নোক্ত বাক্যটি একটি বৈজ্ঞানিক সত্য।
-
তাই সঠিক ফর্ম: heat
• Conditional Sentence Components:
-
Condition / শর্ত — যদি ধাতু গরম হয়
-
Consequence / ফলাফল — তা বৃদ্ধি পায়
• Types of Conditional Sentences:
-
Zero Conditional
-
First Conditional
-
Second Conditional
-
Third Conditional

0
Updated: 1 week ago