A
G. B. Shaw
B
W. B. Yeats
C
T. S. Eliot
D
Ernest Hemingway
উত্তরের বিবরণ
• "April is the cruellest month" - This is quoted by - 'T.S. Eliot' in his poem 'The Waste Land'.
• The Waste Land:
- It is written by T.S. Eliot.
- It is a long poem. কবিতার লাইন সংখ্যা ৪৩৩,
- এই কবিতাটি উৎসর্গ করা হয়েছিল আরেক জন প্রথিতযশা আধনিক কবি Ezra Pound কে ।
- ২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা এটি।
- প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
- এই কবিতাটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
• এই কবিতার একটি বিখ্যাত উক্তি -
- "April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing".
• T.S. Eliot:
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
Notable works:
Poetry:
- The Waste Land (1922),
- Four Quartets (1943),
- The Love Song of J. Alfred Prufrock.
Play:
- Murder in the Cathedral (1935),
- The Cocktail Party.

0
Updated: 5 days ago
The play 'Candida' is by-
Created: 1 month ago
A
James Joyce
B
Shakespeare
C
G. B. Shaw
D
Arthur Miller
নাটক ‘Candida’ কে রচনা করেছেন G. B. Shaw
-
‘Candida’ নাটকটি বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ’র লেখা। এই নাটকে মূল চরিত্র তিনটি—Candida, তার স্বামী ধর্মযাজক James Mavor Morell, এবং তরুণ কবি Eugene Marchbanks।
-
কবি Marchbanks মনে করে Candida তার দাম্পত্য জীবনে সুখী নয় এবং সে Candida-র প্রেমে পড়ে।
-
ফলে নাটকটি এক ধরনের ত্রিভুজ প্রেমের গল্প হয়ে দাঁড়ায়, যেখানে Candida-ই কেন্দ্রীয় চরিত্র।
-
এটি মূলত একটি হাস্যরসাত্মক নাটক বা কমেডি।
• মূল চরিত্র
-
Candida
-
Reverend James Mavor Morell
-
Eugene Marchbanks
-
Miss Proserpine Garnett
-
Reverend Alexander (Lexy) Mill
-
Mr. Burgess
• G. B. Shaw (1856–1950)
-
তার পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি একজন আইরিশ (Irish) নাট্যকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
Shaw আধুনিক যুগের (Modern Period) একজন গুরুত্বপূর্ণ নাট্যকার।
-
তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তিনি 'Drama of Ideas' বা চিন্তাশীল নাটকের জন্য বিখ্যাত।
• G. B. Shaw-এর কিছু বিখ্যাত নাটক
-
Pygmalion – একটি রোমান্টিক নাটক
-
Major Barbara – একটি সামাজিক ব্যঙ্গ নাটক
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man – একটি রোমান্টিক কমেডি
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman – একটি কমেডি নাটক
-
The Doctor’s Dilemma – একটি ব্যঙ্গাত্মক নাটক
-
St. Joan of Arc
তথ্যসূত্র: An ABC of English Literature - Dr. M. Mofizar Rahman, Encyclopedia Britannica, এবং Live MCQ Lecture.

1
Updated: 1 month ago
Which is the latest period of English literature from the given options?
Created: 2 weeks ago
A
The Age of Sensibility
B
The Pre-Raphaelites
C
The Commonwealth period
D
The Georgian period
English Literature – Latest Period
-
সঠিক উত্তর: গ) Georgian period
Georgian Period (1910–1936)
-
সময়কাল: ১৯১০–১৯৩৬
-
এটি Modern Age-এর দ্বিতীয় পর্যায়
-
সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো আধুনিক যুগের অংশ, যা প্রায় ১৯৩৯ সাল পর্যন্ত চলে
-
১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় সাধারণভাবে Modern period শেষ ধরা হয়
Modern period-এর উপ-বিভাগ:
-
Edwardian period: 1901–1910
-
Georgian period: 1910–1936
অন্যান্য উল্লেখযোগ্য English Literature Periods:
-
The Age of Sensibility: 1745–1785
-
The Pre-Raphaelites: 1848–1860
-
The Commonwealth period: 1649–1660
Timeline সংক্ষেপে:
-
Old English: 450–1066
-
Middle English: 1066–1500
-
Anglo-Norman, Chaucer’s Age
-
-
Renaissance: 1500–1660
-
Elizabethan, Jacobean, Caroline, Commonwealth
-
-
Neoclassical: 1660–1785
-
Restoration, Augustan, Age of Sensibility
-
-
Romantic: 1798–1832
-
Victorian: 1832–1901
-
Pre-Raphaelites, Aestheticism & Decadence
-
-
Modern: 1901–1939
-
Edwardian, Georgian
-
-
Post Modern: 1939–present

0
Updated: 2 weeks ago
The Latin phrase 'Sine cura' means-
Created: 6 days ago
A
Without care
B
Without delay
C
Uncertain
D
Without children
Latin Phrase: Sine cura
-
Meaning: Without care
-
Bangla: যত্ন ছাড়াই
Note:
-
The English word sinecure comes from the Latin sine cura.
-
It refers to a position or office requiring little or no work but usually providing income.
-
Originally described a church position without responsibility for parishioners’ souls.
-
Today, it is mostly used in the context of political appointments.
-
Other Related Phrases:
-
Sine mora: Without delay; immediately
-
Sine die: Uncertain; without fixing a future date
-
Sine prole: Without issue or children
Source: Vocabulary.com, Merriam-Webster Dictionary

0
Updated: 6 days ago