"The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool." - This is taken from -
A
As You Like It
B
Othello
C
Macbeth
D
Julius Caesar
উত্তরের বিবরণ
The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool. - উক্তিটি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি নাটক "As You Like It" থেকে নেওয়া হয়েছে।
• As You Like It:
- 5 acts বিশিষ্ট এই comedy play টি ১৫৯৮-১৬০০ সালের মধ্যে লেখা।
- এই নাটকটি 'Pastoral elegy' হিসেবেও পরিচিত।
- ১৬২৩ সালে comedy টি First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Shakespeare based the play on Rosalynde (1590), a prose romance by Thomas Lodge.
- The Forest of Arden নামক এক কাল্পনিক বনে এই নাটকের অধিকাংশ কাহিনী বর্ণিত যাতে আমরা Orlando এবং Rosalind এর প্রেম কাহিনী দেখতে পাই।
• Some other famous quotes of As You Like It -
- Sweet are the uses of adversity.
- The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool.
- I pray you, do not fall in love with me, for I am falser than vows made in wine.
- Men have died from time to time, and worms have eaten them, but not for love.
- Most friendship is feigning, most loving mere folly.
- We that are true lovers run into strange capers.
'All the world's a stage, And all the men and women merely players.

0
Updated: 5 days ago
Who is Colonel Fitzwilliam in relation to Darcy?
Created: 20 hours ago
A
Cousin
B
Brother
C
Uncle
D
Family friend
Colonel Fitzwilliam Darcy-র কাজিন। তিনি Elizabeth-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। তিনি-ই Elizabeth-কে জানান Darcy কিভাবে Bingley-এর সঙ্গে Jane-এর সম্পর্ক ভেঙে দেয়। এতে Elizabeth Darcy-র প্রতি আরও রাগান্বিত হয়। তবে Fitzwilliam নিজে ভদ্র, সহানুভূতিশীল ও সমাজে সম্মানিত ব্যক্তি। তার উপস্থিতি Darcy-র কঠোর স্বভাবের বিপরীতে এক মৃদু প্রতিচ্ছবি তৈরি করে।

0
Updated: 20 hours ago
'Paradise Lost' attempted to
Created: 2 weeks ago
A
Justify ways of man to God
B
Justify the ways of God to men
C
Show Satan and God have equal power
D
Explain why good and evil are necessary
John Milton – Paradise Lost
-
সঠিক উত্তর: খ) Justify the ways of God to men
-
Milton প্রথম বইতেই স্পষ্টভাবে ঘোষণা করেছেন:
"That, to the height of this great argument
I may assert eternal providence,
And justify the ways of God to men"
Paradise Lost:
-
রচয়িতা: John Milton
-
প্রকাশ: ১৬৬৭ সালে, মোট বারো খণ্ডে
-
ধরণ: Epic poem, Blank verse
-
মূল বিষয়: আদি মানব Adam ও Eve-এর স্বর্গ থেকে মর্ত্যে পতন, শয়তানের বিদ্রোহ, এবং ঈশ্বরের ন্যায় প্রতিষ্ঠা
-
থিম: ঈশ্বরের পথ মানুষদের কাছে ন্যায্য প্রমাণ করা
কাহিনী সংক্ষেপ:
-
শয়তান স্বর্গ থেকে বহিষ্কারিত হয়
-
সে প্রতিশোধ নিতে মানুষকে খোদাদ্রোহে প্ররোচিত করে
-
ইডেন বাগানে এসে ইভকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করে
-
Adam ও Eve ফল ভক্ষণ করে অপরাধ বুঝে স্বর্গ থেকে বহিষ্কার হন
John Milton (1608–1674):
-
জন্ম: লন্ডন, ইংল্যান্ড
-
পরিচিতি: English poet, pamphleteer, historian
-
বিশেষত্ব: Epic poet, master of blank verse
-
উল্লেখযোগ্য রচনা:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
-

0
Updated: 2 weeks ago
The Doctor's Dilemma is -
Created: 2 weeks ago
A
play
B
novel
C
poem
D
short story
• The Doctor's Dilemma:
- এটি George Bernard Shaw রচিত একটি drama.
- এটি একটি four-act drama.
- ১৯১১ সালে প্রথম এই play টি প্রকাশিত হয়।
- The play satirizes the medical profession and comments wryly on the general public’s inability to distinguish between personal behavior and achievement.
• George Bernard Shaw:
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- G.B. Shaw ছিলেন Fabian Society এর একজন সদস্য।
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

0
Updated: 2 weeks ago