A
T. S. Eliot
B
W. B. Yeats
C
John Donne
D
Alexander Pope
উত্তরের বিবরণ
✦ The Sun Rising (কবিতা)
-
লেখক: John Donne
-
প্রকাশকাল: ১৬৩৩ (মৃত্যুর পর, Songs and Sonnets-এ)
-
ধরণ: Metaphysical lyric poem
-
মূল বিষয়: কবির প্রেমিকাকে ঘিরে ভালোবাসার বহিঃপ্রকাশ
-
কবিতার সারাংশ:
-
কবি সূর্যকে উদ্দেশ্যে করে বলেন, সূর্য যেন তার রশ্মি দিয়ে তাদের ঘর আলোকিত ও বিছানাকে উষ্ণ রাখে
-
এতে কবি ও তার প্রেমিকা সারাদিন একসাথে থাকতে পারবেন
-
✦ John Donne (১৫৭২–১৬৩১)
-
পরিচয়: Renaissance যুগের কবি
-
খ্যাতি: Father of Metaphysical poetry
-
বৈশিষ্ট্য:
-
Metaphysical poetry-এর সূচনা
-
Poet of Love and Religious
-
-
প্রভাব: রবীন্দ্রনাথ ঠাকুর John Donne-এর কবিতায় প্রভাবিত
✦ উল্লেখযোগ্য কবিতা
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning

0
Updated: 5 days ago
Who is described as having “fine eyes” in the novel “Pride and Prejudice”?
Created: 20 hours ago
A
Jane Bennet
B
Elizabeth Bennet
C
Lydia Bennet
D
Mary Bennet
Elizabeth-এর সৌন্দর্য আলাদা করে তোলা হয় তার “fine eyes”-এর মাধ্যমে। Darcy প্রথমে Elizabeth-কে তেমন সুন্দর মনে না করলেও, পরে তার চোখের সৌন্দর্য ও বুদ্ধিদীপ্ত অভিব্যক্তি তাকে আকর্ষণ করে। Austen এখানে দেখাতে চেয়েছেন বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চোখের বুদ্ধি, প্রাণশক্তি ও চরিত্র অনেক গুরুত্বপূর্ণ। Elizabeth-এর চোখ Darcy-র দৃষ্টি আকর্ষণের মাধ্যম হলেও, পাঠকের কাছে এটি তার স্বাধীনতা, আত্মবিশ্বাস ও চিন্তাশক্তির প্রতীক।

0
Updated: 20 hours ago
Sidney says poets create:
Created: 3 months ago
A
Exact copies of reality
B
Lies
C
Improved versions of the world
D
Religious truth
Sidney বলেন যে কবিরা বাস্তবতার সঠিক নকল তৈরি করেন না, বরং তারা বিশ্বের উন্নত ও সুন্দর সংস্করণ তৈরি করেন। কবিতায় তারা কল্পনা ও সৃষ্টিশীলতা ব্যবহার করে বাস্তবতাকে আরও উন্নত এবং আদর্শরূপে উপস্থাপন করেন। এটি মানুষকে ভালো ও সুন্দর কিছু দেখাতে সাহায্য করে। তাই কবিতা কেবল মিথ্যা নয়, বরং একটি উন্নত বাস্তবতা সৃষ্টি করে।

0
Updated: 3 months ago
Criminals are of ____ character.
Created: 6 days ago
A
a
B
an
C
the
D
no article
Rule:
-
সমজাতীয় কিছু বোঝাতে যেমন the same, the certain ইত্যাদি, singular common noun-এর আগে a/an বসে।
Examples:
-
Birds of a feather flock together.
-
Criminals are of a (the same) character.
-
There lived a farmer.
Complete Sentence:
👉 Criminals are of a character.

0
Updated: 6 days ago