পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন কে?
A
ইস্কান্দার মির্জা
B
খাজা নাজিমউদ্দীন
C
গোলাম মোহাম্মদ
D
মুহাম্মদ আলী জিন্নাহ
উত্তরের বিবরণ
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন
-
প্রথম সামরিক শাসনকারী: জেনারেল ইস্কান্দার মির্জা।
-
প্রেক্ষাপট: পাকিস্তানের শাসন ব্যবস্থায় স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতা লক্ষ্য করা যায়।
-
প্রেসিডেন্ট মনোনয়ন: ১৯৫৬ সালের ২৩ মার্চ, ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন।
-
প্রথম সামরিক শাসন: ১৯৫৮ সালের ৭ অক্টোবর, সংসদীয় সরকার উৎখাত করে দেশজুড়ে সামরিক শাসন জারি।
-
সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক নিযুক্ত করা হয়।
-
সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রীসভা ভেঙ্গে দেওয়া হয়।
-
মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন।
-
-
পদচ্যুতি ও ক্ষমতা দখল: ২৭ অক্টোবর, ২১ দিনের মধ্যে আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন।
তথ্যসূত্র: ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র গৃহীত ও প্রবর্তিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৫৩ সালে
B
১৯৫৪ সালে
C
১৯৫৫ সালে
D
১৯৫৬ সালে
বাংলাদেশ বিষয়াবলি
পাকিস্তান
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
পাকিস্তানের ১৯৫৬ সালের শাসনতন্ত্র
-
পাকিস্তান সৃষ্টির দীর্ঘ ৯ বছর পর শাসনতন্ত্র বিশেষজ্ঞগণ প্রথম শাসনতন্ত্র প্রণয়ন করেন।
-
১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র গৃহীত ও প্রবর্তিত হয়।
-
এটি ছিল পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র।
-
১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি গণপরিষদ পাকিস্তানে ইসলামি প্রজাতন্ত্র ধরনের শাসনতন্ত্র গ্রহণ করে।
-
১৯৫৬ সালের ২ মার্চ গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা শাসনতন্ত্র বিলে সম্মতি দেন।
-
মোট ১০৫ পৃষ্ঠার এ শাসনতন্ত্রে একটি প্রস্তাবনা, ১৩টি অংশ, ২৩৪টি বিধি এবং ৬টি তালিকা অন্তর্ভুক্ত ছিল।
-
এতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ছাড়াও প্রাদেশিক শাসনব্যবস্থার উল্লেখ ছিল।
তথ্যসূত্র: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
পাকিস্তানের সংবিধানে উর্দু ও বাংলাকে পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে অনুমোদন করা হয় কখন?
Created: 3 weeks ago
A
১৯৫৫ সালে
B
১৯৫৬ সালে
C
১৯৫৪ সালে
D
১৯৫৭ সালে
ভাষা আন্দোলন
-
একুশে ফেব্রুয়ারির পর সরকার জেল-জুলুমের নীতি অবলম্বন করে।
-
চারজন গণপরিষদ সদস্যকে জননিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককেও, যেমন প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, অধ্যাপক মুনীর চৌধুরী, ড. বি.সি. চক্রবর্তী, অজিত কুমার গুহ প্রমুখকে গ্রেপ্তার করা হয়।
-
১৯৫২ সালের পর প্রতি বছর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হতে থাকে।
-
১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে উর্দু ও বাংলাকে পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে অনুমোদন করা হয়।

0
Updated: 3 weeks ago
’র্যাডক্লিফ লাইন’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
Created: 1 month ago
A
ভারত ও পাকিস্তান
B
চীন ও ভারত
C
পাকিস্তান ও আফগানিস্তান
D
ভারত ও নেপাল
র্যাডক্লিফ লাইন
-
র্যাডক্লিফ লাইন দুটি নতুন আধিপত্যের মধ্যে সীমানা চিহ্নিত করেছে।
-
লাইনটির নামকরণ করা হয়েছে সীমানা কমিশনের চেয়ারম্যান স্যার সিরিল র্যাডক্লিফের নামে।
-
এটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভাজন নির্দেশ করে।
-
অন্যভাবে, র্যাডক্লিফ লাইন হলো ভারত ও পাকিস্তানের সীমারেখা।
আন্তর্জাতিক সীমারেখা
-
ম্যাকমোহন লাইন: ভারত ও চীন
-
র্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান
-
লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC): ভারত ও চীন
-
লাইন অব কন্ট্রোল (LoC): ভারত ও পাকিস্তান
উৎস: ওয়ার্ল্ড এটলাস

0
Updated: 1 month ago