A
Prose satire
B
Epic poem
C
Play
D
Short story
উত্তরের বিবরণ
✦ A Tale of a Tub
-
লেখক: Jonathan Swift
-
ধরণ: Prose satire (ক)
-
লিখিত: ১৬৯৬–১৬৯৯
-
প্রকাশিত: ১৭০৪
-
বৈশিষ্ট্য:
-
Jonathan Swift-এর প্রথম প্রধান সাহিত্যকর্ম
-
তিনটি খন্ডে বিভক্ত
-
Literature ও religion-এর প্রতি অতিরিক্ত পণ্ডিতদের ব্যঙ্গ
-
✦ Jonathan Swift (১৬৬৭–১৭৪৫)
-
পরিচয়: Anglo-Irish প্রাবন্ধিক ও সাহিত্যিক
-
সাহিত্যিক যুগ: Augustan period
-
খ্যাতি: English literature-এর প্রধান satirist
-
উল্লেখযোগ্য রচনা:
-
Gulliver's Travels (novel, 1726)
-
The Battle of Books
-
A Tale of a Tub (prose satire)
-
A Modest Proposal (satiric essay)
-
Argument Against Abolishing Christianity (essay)
-
A Journey to Stella (letters)
-

0
Updated: 5 days ago
The term "pentameter" indicates that a line has:
Created: 4 weeks ago
A
Five syllables
B
Ten lines
C
Five metrical feet
D
Ten stanzas

0
Updated: 4 weeks ago
The phrase 'to make good' refers to-
Created: 6 days ago
A
To create something valuable
B
To compensate for a loss
C
To succeed in doing something
D
To prepare food properly
Meaning of “Make Good”
-
Phrase: to make good
-
Correct Option: খ) To compensate for a loss
-
English Meaning:
-
To become successful, usually rich
-
To compensate
-
To prove to be capable
-
-
Bangla Meaning:
-
সফল হওয়া
-
ক্ষতিপূরণ করা; খেসারত দেওয়া
-
-
Example Sentence:
-
He promised to make good the damage caused by the accident.
-
Bangla: তিনি দুর্ঘটনার ফলে যে ক্ষতি হয়েছে তা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
-
-
Sources:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 6 days ago
What is Poetic Justice in literature?
Created: 2 weeks ago
A
Use of poetic devices to create rhythm
B
It ensures the story ends realistically
C
The ideal distribution of rewards and punishments in a story
D
A poem that highlights social justice issues
সঠিক উত্তর: গ) The ideal distribution of rewards and punishments in a story
Poetic Justice
-
সংজ্ঞা: সাহিত্যিক একটি ধারণা, যেখানে চরিত্রের কর্ম অনুযায়ী তাদের উপযুক্ত ফলাফল বা শাস্তি বা পুরস্কার দেওয়া হয়।
-
মূল ভাব: অপরাধী উপযুক্ত শাস্তি পায় এবং সৎ ব্যক্তি ন্যায্য পুরস্কার পায়।
-
উদাহরণ:
-
উইলিয়াম শেক্সপিয়রের The Merchant of Venice
-
উইলিয়াম শেক্সপিয়রের King Lear
-
-
প্রভাব: দর্শককে নৈতিক সন্তুষ্টি দেয় এবং ঘটনাগুলিতে চরিত্রের নৈতিক অবস্থান বা কর্মের প্রতিফলন ঘটে।

0
Updated: 2 weeks ago