A
William Butler Yeats
B
G. B. Shaw
C
Ernest Hemingway
D
T. S. Eliot
উত্তরের বিবরণ
✦ Sailing to Byzantium (কবিতা)
-
লেখক: William Butler Yeats
-
প্রকাশকাল: ১৯২৭
-
ধরণ: Lyric poem
-
বিশেষত্ব:
-
Remarkable lyricism
-
Byzantium-কে চিরন্তন শিল্প ও আধ্যাত্মিক রূপান্তরের প্রতিচ্ছবি হিসেবে দেখানো
-
✦ William Butler Yeats (১৮৬৫–১৯৩৯)
-
পরিচয়: Irish poet, dramatist, essayist
-
খ্যাতি: ২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি কবি
-
পুরস্কার: ১৯২৩ সালে Nobel Prize in Literature
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
Irish nationalism
-
Mythology
-
Spirituality
-
-
আইরিশ সাহিত্য পুনর্জাগরণের নেতৃত্ব
✦ উল্লেখযোগ্য রচনা
-
The Second Coming
-
Sailing to Byzantium
-
The Wild Swans at Coole
-
The Tower
-
Easter 1916
-
The Winding Stair
-
Leda and the Swan
-
The Countess Cathleen
-
A Vision

0
Updated: 5 days ago
'For God's sake hold your tongue and let me love' - This is taken from -
Created: 5 days ago
A
Romeo and Juliet
B
The Canonization
C
To His Coy Mistress
D
The Love Song of J. Alfred Prufrock
The Canonization (কবিতা)
-
লেখক: John Donne
-
লিখিতকাল: ১৫৯০
-
প্রকাশকাল: ১৬৩৩, Songs and Sonnets প্রথম edition-এ
-
বিষয়বস্তু:
-
কবিতার বক্তা তার প্রেমকে একটি পবিত্র সম্পর্ক হিসেবে উপস্থাপন করতে ধর্মীয় শব্দ ব্যবহার করেন।
-
প্রেমকে একটি elevated bond হিসেবে দেখানো হয়েছে, যা প্রায় Saintliness-এর সমতুল্য।
-
বিখ্যাত উক্তি
-
“For God's sake hold your tongue, and let me love”
-
“As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs.”
✦ John Donne (১৫৭২–১৬৩১)
-
পরিচয়: Renaissance যুগের কবি
-
বিশেষত্ব: Metaphysical poetry-এর জনক
-
উপাধি: Father of Metaphysical Poetry
-
পরিচিতি: Poet of Love and Religious
-
প্রভাব: রবীন্দ্রনাথ ঠাকুর Donne-এর কবিতায় অত্যন্ত প্রভাবিত ছিলেন।
✦ বিখ্যাত কবিতা
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning
✦ অন্যান্য উল্লেখযোগ্য কবিতা (উল্লেখের জন্য)
-
Romeo and Juliet — William Shakespeare
-
To His Coy Mistress — Andrew Marvell
-
The Love Song of J. Alfred Prufrock — T. S. Eliot

0
Updated: 5 days ago
"A bolt from the blue" refers to:
Created: 1 week ago
A
A slow and gradual change
B
A planned and expected event
C
A sudden and shocking surprise
D
A natural disaster like lightning
Correct Answer: A sudden and shocking surprise
A bolt from the blue (idiom)
English Meaning:
-
A sudden and unexpected event or piece of news.
-
A complete surprise.
Bangla Meaning:
(১) অপ্রত্যাশিত ঘটনা বা খবর; বিনা মেঘে বজ্রপাত।
(২) সম্পূর্ণরূপে বিস্মিত হওয়া।
Other Options:
ক) A slow and gradual change → ধীরে ধীরে ঘটে এমন কিছুর বিপরীত।
খ) A planned and expected event → “Bolt from the blue” মানে অপ্রত্যাশিত কিছু, পূর্ব পরিকল্পিত নয়।
গ) A natural disaster like lightning → আক্ষরিক অর্থে নয়, রূপক অর্থে ব্যবহৃত হয়।
Example Sentences:
-
The news of his accident was like a bolt from the blue.
-
The job came like a bolt from the blue.
Source: Live MCQ lecture

0
Updated: 1 week ago
Who serves as a comic relief in the novel?
Created: 20 hours ago
A
Mr. Collins
B
Mr. Bennet
C
Lydia
D
Caroline Bingley
Mr. Collins তার হাস্যকর বক্তৃতা, আত্মগর্ব ও Lady Catherine-এর তোষামোদের কারণে উপন্যাসের কমিক চরিত্র। তার প্রস্তাব Elizabeth-কে হাস্যকর মনে হয়। তার আচরণ Austen-কে বিদ্রূপ করার সুযোগ দেয়—ধর্মীয় দায়িত্বে থাকা একজন clergyman কেমন করে ভণ্ডামি করে। Collins-এর মাধ্যমে Austen satire তৈরি করেন, যাতে সমাজের বোকামি ও অন্ধভক্তি প্রকাশ পায়। তিনি পুরো উপন্যাসে comic relief হিসেবে কাজ করেন।

0
Updated: 20 hours ago