What is The Rape of the Lock about?
A
A political scandal
B
A trivial social incident blown out of proportion
C
A historical battle
D
A love story in the countryside
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) A trivial social incident blown out of proportion ✅
✦ The Rape of the Lock
-
লেখক: Alexander Pope
-
ধরণ: Mock-epic / Mock-heroic poem
-
প্রকাশকাল: ১৭১২ (প্রথম ভার্সন), ১৭১৪ (শেষ ভার্সন)
-
কেন্দ্রীয় চরিত্র: Belinda, Baron, Ariel
-
রূপকথা: ছোটো একটি সামাজিক ঘটনা—Belinda-এর চুলের একটি লক কেটে নেওয়া—কে মহাকাব্যের মতো উপস্থাপন করা হয়েছে।
-
লক্ষণীয় বিষয়: Heroic couplets ব্যবহার, ৫ Canto তে সম্প্রসারিত, হাস্যরসাত্মক ও তুচ্ছ ঘটনার প্রতি ব্যঙ্গাত্মক দৃষ্টি।
Alexander Pope:
-
English author ও Augustan Period-এর কবি
-
পরিচিত: Mock Heroic Poet
-
বিখ্যাত রচনা: An Essay on Criticism, An Essay on Man, The Dunciad, The Rape of the Lock, Eloisa to Abelard
মূল পয়েন্ট: কবিতায় তুচ্ছ ঘটনা (চুল কাটা) মহাকাব্য রূপে উপস্থাপন করে সমাজের উচ্চবিত্ত মানুষের অহংকার ও আচরণের ব্যঙ্গ করা হয়েছে।

0
Updated: 1 month ago
Which poetic form traditionally uses iambic pentameter
throughout?
Created: 2 months ago
A
Limerick
B
Haiku
C
Sonnet
D
Ballad

0
Updated: 2 months ago
Which of the following is an example of 'Alliteration'?
Created: 1 month ago
A
Flowers smiled
B
Threatening call
C
Phillip’s feet
D
Qatar Airlines
“Phillip’s feet” হলো Alliteration-এর একটি উদাহরণ, যেখানে একই ব্যঞ্জনধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। এখানে স্পষ্টভাবে /f/ ধ্বনির পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়।
-
Alliteration (অনুপ্রাস) হলো এমন একটি সাহিত্যকৌশল, যেখানে কোনো শব্দের শুরুতে থাকা ব্যঞ্জনধ্বনি বা বর্ণ একাধিক পরবর্তী শব্দে পুনরাবৃত্তি হয়।
-
যখন পাশাপাশি বা সম্পর্কযুক্ত একাধিক শব্দের শুরুতে একই বর্ণ বা ধ্বনি ব্যবহৃত হয়, তখন তাকে অনুপ্রাস বলা হয়।
-
এটি সাহিত্যকর্মে সুর, ছন্দ এবং বিশেষ মানসিক প্রভাব তৈরি করে।
-
সাধারণত কবিতা, গদ্য বা অলঙ্কারপূর্ণ ভাষায় এটি ব্যবহৃত হয় পাঠক বা শ্রোতার মনোযোগ আকর্ষণের জন্য।
Alliteration-এর উদাহরণসমূহ
-
“The fair breeze blew, the white foam flew, The furrow followed free.”
এখানে ‘f’ এবং ‘b’ ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। -
“Puffs, powders, patches, Bibles, billet-doux.”
এখানে ‘p’ ধ্বনি তিনবার এবং ‘b’ ধ্বনি দুবার পুনরাবৃত্ত হয়েছে।

0
Updated: 1 month ago
Choose the synonym of "Feeble":
Created: 1 month ago
A
Weak
B
Ignore
C
Forget
D
Confuse
• Feeble:
English meaning: weak and without energy, strength, or power.
Bangla meaning: দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
Options:
ক) Weak – দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
খ) Ignore – উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা।
গ) Forget – ভুলে যাওয়া; মনে না-থাকা; বিস্মৃত হওয়া।
ঘ) Confuse – গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।
Synonym: Weak
Source: Accessible Dictionary.

0
Updated: 1 month ago