A
Macbeth
B
Romeo and Juliet
C
Much Ado About Nothing
D
A Midsummer Night’s Dream
উত্তরের বিবরণ
✦ Romeo and Juliet (নাটক)
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Romance / Tragedy
-
প্রেক্ষাপট: Verona, Italy
-
প্রধান চরিত্রসমূহ:
-
Romeo (Montague পরিবার)
-
Juliet (Capulet পরিবার)
-
Montego, Lady Montego
-
Capulet, Lady Capulet
-
-
কাহিনি সংক্ষেপ:
-
দুই শত্রু পরিবারের দুই তরুণ-তরুণী একে অপরের প্রেমে পড়ে।
-
তাদের প্রেম গোপনে বিবাহে পরিণত হয়।
-
পারিবারিক শত্রুতার কারণে সম্পর্ক জটিল হয়।
-
ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্য তাদের ট্র্যাজেডিতে নিয়ে আসে।
-
আত্মত্যাগের মাধ্যমে তাদের ভালোবাসা শেষমেশ পরিবারের মধ্যে শান্তি স্থাপন করে।
-
✦ William Shakespeare (১৫৬৪–১৬১৬)
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খ্যাতি:
-
English national poet
-
Bard of Avon বা Swan of Avon
-
-
সাহিত্যিক অবদান:
-
৩৭টি নাটক (Plays)
-
১৫৪টি সনেট (Sonnets)
-
✦ Notable Works
Tragedy:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
Comedy:
-
As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
Famous Poems:
-
Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18)
-
The Rape of Lucrece
-
Venus and Adonis

0
Updated: 5 days ago
Riders to the Sea is-
Created: 1 month ago
A
an epic poem
B
a novella
C
a one-act play
D
a theatrical adaptation of a poem
'Riders to the Sea', a one-act play by John Millington Synge.
- John Millington Synge was an Irish dramatist.
- সুতরাং, The one-act play 'Riders to the Sea' is written by an - Irish writer.
• 'Riders to the Sea'
- ১৯০৩ সালে এই playটি প্রকাশিত হয়।
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland and is based on a tale Synge heard there.
- It won critical acclaim as one of dramatic literature’s greatest one-act plays.
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland.
- Synge মুলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন।
• Maurya নামক একজন বৃদ্ধ মহিলার জীবনের কঠিন দুঃখ -দুর্দশা এবং বেদনার চিত্র বর্ণিত হয়েছে এই নাটকে , যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া, পরিবারের সকল পুরুষ সদস্যদের কে সাগরের ঝড়ের মাঝে বিভিন্ন সময়ে হারিয়ে ফেলেছেন.
- কিন্তু শেষ সময়ে দেখা যায় তার ছোট ছেলেটিও সাগরে ডুবেই মারা যায়।
- এই Maurya চরিত্রটিকে সাহিত্য জগতের অন্যতম most ill- fated character হিসেবে বিবেচনা করা হয়।
• Characters from the play -
- Maurya
- Bartley (the youngest son of the family.)
- Cathleen
- Nora (Nora is the daughter of Maurya)
- The Priest.
• John Millington Synge
- তিনি ছিলেন আইরিশ সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মহান একজন কাব্যিক নাট্যকার যিনি আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ অবস্থাকে পরিশীলিত কারুকার্যের সাথে চিত্রিত করেছেন।
- প্রথমে তিনি একজন 'musician' হবার ইচ্ছা করলেও 1894 সালে তিনি একজন সঙ্গীতজ্ঞ হওয়ার পরিকল্পনা ত্যাগ করেন এবং এর পরিবর্তে English Literature এ মনোনিবেশ করেন।
• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম -
- In the Shadow of the Glen (1903)
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910).
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.

0
Updated: 1 month ago
What does "the lock" refer to in the title, The Rape of the Lock?
Created: 2 weeks ago
A
A prison lock
B
A treasure chest
C
A lock of hair
D
A hair ornament
"The Rape of the Lock" কবিতাটির শিরোনামে "lock" শব্দটি দিয়ে বোঝানো হয়েছে বেলিন্ডার চুলের একটি কাটা অংশ, অর্থাৎ চুলের একটি lock.
• The Rape of the Lock:
- It is a narrative Poem.
- এটির প্রথম ভার্সন ১৭১২ সালে প্রকাশিত হয় consisted of two cantos.
- The final version, published in 1714, was expanded to five cantos.
- এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা।
- Heroic couplets ব্যবহার করে এটি রচনা করা হয়েছে।
- Belinda বা Arabella Fermor নামের এক মেয়ে এখানে প্রধান চরিত্র যার চুলের বেনি বা একগুচ্ছ চুল কেটে ফেলে অপর একজন যুবক Baron বা Lord Petre.
- শেষ পর্যন্ত এই চুলের বেনী স্থান পায় নক্ষত্রলোকে ।
- দেবতা, যুদ্ধ বিগ্রহের বর্ণনাও আছে এতে।
- সামান্যকে অসামান্য, ক্ষুদ্রকে বৃহৎ, সংকীর্ণকে ব্যাপক করে তুলবার এই ক্ষমতার জন্যই পৌপ বিখ্যাত Mock- Heroic Poet হিসেবে।
• Alexander Pope:
- তিনি একজন English author.
- Alexander Pope is called Mock Heroic Poet.
- He is a poet of the Augustan Period.
- He is one of the most epigrammatic of all English authors.
• Famous works:
- An Epistle to Dr. Arbuthnot,
- An Essay on Criticism,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- The Dunciad,
- The New Dunciad,
- The Rape of the Lock,
- Windsor-Forest.

0
Updated: 2 weeks ago
Which of the following is not a part of a paragraph?
Created: 6 days ago
A
Terminator
B
Topic sentence
C
Body
D
Heading
Paragraph Structure
-
Note: Heading is not a part of a paragraph; it belongs to a letter.
-
A paragraph can be divided into three main parts:
-
Beginning (Topic Sentence):
-
The first sentence of the paragraph.
-
Should be engaging and introduce the main idea.
-
-
Body:
-
Includes all sentences between the first and the last.
-
Develops and supports the main idea of the paragraph.
-
-
End (Terminator):
-
The final sentence that completes the paragraph’s thought.
-
Provides a sense of closure and emphasizes the main idea.
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 6 days ago