Eliza Doolittle is a character from -
A
Man and Superman
B
Major Barbara
C
Pygmalion
D
Arms and the Man
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
Which of the following novels is written by Boris Pasternak?
Created: 1 month ago
A
Things Fall Apart
B
Doctor Zhivago
C
The Alchemist
D
Les Miserables
Doctor Zhivago
Author: Boris Pasternak (Russian novelist)
-
Doctor Zhivago হলো রুশ সাহিত্যিক Boris Pasternak-এর বিখ্যাত উপন্যাস।
-
প্রকাশকাল: ১৯৫৭ সালে ইতালিতে প্রথম প্রকাশিত, তবে সোভিয়েত ইউনিয়নে ১৯৮৭ সালে এটি প্রকাশের অনুমতি পায়।
-
উপন্যাসটির কাহিনি রচিত হয়েছে ১৯১৭ সালের রুশ বিপ্লব ও এর পরবর্তী রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে।
-
মূল বিষয়: বিপ্লব ও বিপ্লব-পরবর্তী সময়ে একটি বুর্জোয়া পরিবারের সংগ্রাম।
-
কেন্দ্রীয় চরিত্র: Dr. Yury Zhivago এবং তাঁর প্রেমিকা Lara।
-
উপন্যাসে বিপ্লবের নৃশংসতা ও রাজনৈতিক অস্থিরতা Zhivago চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে।
-
এই উপন্যাসটি Pasternak-এর best-seller, এবং ১৯৫৮ সালে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার এনে দেয়।
-
তবে সোভিয়েত সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করে, Pasternak-কে Union of Soviet Writers থেকে বহিষ্কার করে এবং চাপে পড়ে তিনি নোবেল পুরস্কার গ্রহণের পরেও তা ফেরত দিতে বাধ্য হন।
-
পরবর্তীতে ১৯৮৭ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং উপন্যাসটি দেশে প্রকাশিত হয়।
-
১৯৯৮ সালে রাশিয়ায় পুনরায় প্রকাশিত হয়।
Boris Pasternak (1890–1960)
-
পূর্ণ নাম: Boris Leonidovich Pasternak।
-
তিনি ছিলেন একজন রুশ কবি, ঔপন্যাসিক ও অনুবাদক।
-
বিখ্যাত উপন্যাস: Doctor Zhivago (যার জন্য ১৯৫৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন)।
-
তিনি William Shakespeare-এর বহু নাটক রুশ ভাষায় অনুবাদ করে বিশেষ খ্যাতি অর্জন করেন।
Other Important Works & Authors
-
Things Fall Apart → Nigerian novelist Chinua Achebe।
-
The Alchemist → Brazilian author Paulo Coelho।
-
Les Misérables → French author Victor Hugo।
Sources:
-
Britannica
-
An ABC of English Literature — Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 month ago
"For Love, all love of other sights controls, And makes one little room an everywhere."
Who phrased this?
Created: 1 month ago
A
John Keats
B
John Donne
C
Lord Byron
D
T. S. Eliot
“For love, all love of other sights control And make a little room an everywhere” হলো John Donne-এর লেখা The Good-Morrow কবিতার একটি উক্তি, যা প্রেমের গভীরতা ও তার পরিবর্তনশীল ক্ষমতাকে প্রতিফলিত করে।
-
The Good-Morrow কবিতাটি John Donne রচনা করেছেন।
-
এটি ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
-
কবিতার মূল বিষয় হলো প্রেম।
-
এটি একটি metaphysical poem, যা কবির গভীর প্রেম এবং প্রেমের রূপান্তরমূলক শক্তি প্রকাশ করে।
-
কবিতার মূল কাঠামো হলো বক্তা এবং তার প্রেমিকার মধ্যে একটি কথোপকথন।
John Donne-এর কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি
-
“For God's sake hold your tongue, and let me love” (The Canonization)
-
“As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs.” (The Canonization)
-
“For love, all love of other sights control And make a little room an everywhere.” (The Good-Morrow)
-
“I am two fools, I know, For loving, and for saying so In whining Poetry.” (The Triple Fool)
-
“Death be not proud, though some have called thee mighty and dreadful, for thou art not so.” (Holy Sonnet X)
-
“Our two souls therefore, which are one, though I must go, endure not yet a breach, but an expansion.” (A Valediction: Forbidding Mourning)
John Donne (1572–1631)
-
Renaissance যুগের একজন বিখ্যাত কবি।
-
তিনি Metaphysical poetry-এর জনক হিসেবে পরিচিত।
-
আধ্যাত্মিক কবিতার সূচনা করায় তাকে Father of Metaphysical poetry বলা হয়।
-
এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবে পরিচিত।
-
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Donne-এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।
তার কিছু বিখ্যাত কবিতা
-
The Good-Morrow
-
The Canonization
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls

0
Updated: 1 month ago
Choose the word that is most nearly a synonym of “abstruse”.
Created: 2 weeks ago
A
Apparent
B
Recondite
C
Plain
D
Lucid
The closest in meaning to “Abstruse” is – Recondite।
-
Abstruse (adjective)
-
English Meaning: difficult to understand; obscure; hard to grasp
-
Bangla Meaning: জটিল; বোঝা কঠিন; গভীর
-
-
Option Analysis:
-
Recondite: গভীর; অতি জটিল; বোধগম্য নয়
-
Apparent: স্পষ্ট; সহজে বোঝা যায়
-
Plain: সহজ; সরল; স্পষ্ট
-
Lucid: স্বচ্ছ; পরিষ্কার; বোঝা সহজ
-

0
Updated: 2 weeks ago