"April is the cruellest month" - This is quoted by -
A
G. B. Shaw
B
W. B. Yeats
C
T. S. Eliot
D
Ernest Hemingway
উত্তরের বিবরণ
• "April is the cruellest month" - This is quoted by - 'T.S. Eliot' in his poem 'The Waste Land'.
• The Waste Land:
- It is written by T.S. Eliot.
- It is a long poem. কবিতার লাইন সংখ্যা ৪৩৩,
- এই কবিতাটি উৎসর্গ করা হয়েছিল আরেক জন প্রথিতযশা আধনিক কবি Ezra Pound কে ।
- ২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা এটি।
- প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
- এই কবিতাটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
• এই কবিতার একটি বিখ্যাত উক্তি -
- "April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing".
• T.S. Eliot:
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
Notable works:
Poetry:
- The Waste Land (1922),
- Four Quartets (1943),
- The Love Song of J. Alfred Prufrock.
Play:
- Murder in the Cathedral (1935),
- The Cocktail Party.

0
Updated: 1 month ago
What kind of noun is 'Jury'?
Created: 1 month ago
A
Proper
B
Common
C
Collective
D
Material
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
• Other options:
ক) Proper Noun:
- যে noun দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বুঝায় তাকে proper noun বলে।
- যেমন - Dhaka, Asif, Bangladesh, Padma.
খ) Common Noun:
- যে Noun দিয়ে কোনো এক জাতীয় জিনিস বুঝায় তাকে Common Noun বলে।
- যেমন- city, car, fruit.
ঘ) Material Noun:
- যে noun দিয়ে কোনো জড় বস্তুর নাম বুঝায় তাকে material noun বলে।
- যেমন- wood, water, gold, silver, steel, glass, cotton, plastic, and oil.

0
Updated: 1 month ago
Leo Tolstoy is a/an -
Created: 1 month ago
A
American author
B
Russian author
C
French author
D
Colombian author
Leo Tolstoy ছিলেন একজন রুশ লেখক, যাকে a master of realistic fiction বলা হয়। তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে স্বীকৃত। তাঁর সবচেয়ে বিখ্যাত রচনার মধ্যে রয়েছে দুটি দীর্ঘ উপন্যাস— War and Peace এবং Anna Karenina।
লিও টলস্টয়ের উল্লেখযোগ্য রচনা
-
An Examination of Dogmatic Theology
-
Anna Karenina
-
Boyhood
-
Childhood
-
Father Sergius
-
My Confession
-
Resurrection
-
Sevastopol in August

0
Updated: 1 month ago
What does "buttress" mean when used as a verb?
Created: 3 weeks ago
A
To ignore or neglect something
B
To completely remove something
C
To weaken or undermine something
D
To give support to or strengthen something
Buttress একটি transitive verb, যা বোঝায় কোনো কিছুকে সমর্থন বা শক্তিশালী করা। এটি মূলত কোনো কাঠামো বা ধারণাকে দৃঢ় করা বা স্থিতিশীল করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
Buttress (verb-transitive)
English Meaning: To give support to or strengthen something
Bangla Meaning: (up) শক্তিশালী/মজবুত করা; আলম্বের সাহায্যে ধরে রাখা; (লাক্ষণিক) সমর্থন বা বলবৃদ্ধি করা -
Correct Answer: To give support to or strengthen something
-
Synonyms: Strengthen (শক্তিশালী করা), Reinforce (জোরদার করা), Fortify (সুরক্ষিত/দুর্ভেদ্য করা), Support (সমর্থন করা)
-
Antonyms: Undercut (অপরিবর্তিত করা), Undermine (ভিত্তি দুর্বল করা), Weaken (দুর্বল করা), Hinder (বাঁধা দেওয়া), Neglect (অবহেলা করা)
-
Other Forms:
-
Buttress (noun): দেওয়ালের ঠেকনা বা আলম্ব; বহিরালম্ব; (লাক্ষণিক) আলম্ব; উপাশ্রয়; উপস্তম্ভ; ভিত্তি
-
-
Example Sentence:
-
The results of the experiment have buttressed the theory.
-
-
Source:

0
Updated: 3 weeks ago