The Sun Rising is a famous poem written by
A
T. S. Eliot
B
W. B. Yeats
C
John Donne
D
Alexander Pope
উত্তরের বিবরণ
• The Sun Rising:
- It is a poem by John Donne.
- এই কবিতাটি Songs and Sonnets এর অন্তর্ভুক্ত হয়ে ১৬৩৩ সালে কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল।
- তাঁর অধিকাংশ কবিতাগুলোর মত এই কবিতাটিরও মূল উপজীব্য বিষয় হচ্ছে কবির প্রেমিকাকে ঘিরে তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ।
- কবিতায় কবি সূর্যকে উদ্দেশ্যে করে বলেন, সূর্য যেনো তার রশ্মি দিয়ে তাদের ঘরকে আলোকিত এবং বিছানাকে উষ্ণ রাখেন।
- কারণ এতে করে তিনি এবং তার প্রেমিকা একে অপরের সাথে সারাদিন সেখানে থাকতে পারবেন এবং তাদের কাজে যেতে হবে না।
• John Donne:
- John Donne, Renaissance যুগের একজন কবি।
- Metaphysical poetry এর জনক বলা হয় John Donne কে।
- তিনি আধ্যাত্বিক কবিতার সূচনা করেছিলেন তাই তাকে Father of Metaphysical poetry বলা হয়।
- এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Done এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।
• তাঁর বিখ্যাত কিছু কবিতা হচ্ছে:
- The Good Morrow,
- The Canonization,
- The Flea,
- The Sun Rising,
- A Valediction: Forbidding Mourning.

0
Updated: 1 month ago
Which of the following is correctly spelled?
Created: 3 weeks ago
A
Jubeleant
B
Jubiliant
C
Jubelant
D
Jubilant
Jubilant শব্দের অর্থ হলো এমন অনুভূতি বা অবস্থা যখন কেউ বিশেষ করে কোনো সফলতার কারণে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। বাংলায় এর অর্থ হতে পারে আনন্দে চিৎকাররত, বিজয়ানন্দে উৎফুল্ল।
উদাহরণ:
-
ভক্তরা তাদের দলের বিজয় উপলক্ষে উৎফুল্ল ছিলেন।
উৎস:

0
Updated: 3 weeks ago
Questions 29 to 30: Choose the correct analogy.
Burden : Encumber :: Weariness : ________
Created: 1 month ago
A
Recapitulate
B
Elongate
C
Boredom
D
Perceptible
• Burden : Encumber :: Weariness : Boredom
• শব্দগুলোর অর্থ:
-
Burden (Noun) — ভার; বোঝা; গুরুভার; (সাহিত্য ও লাক্ষণিক) বোঝা; যা বহন করা কঠিন
-
Encumber (Verb) — বাধা; বোঝা; দায়
-
Weariness (Noun) — ক্লান্তি; অবসাদ
• Given options:
-
ক) Recapitulate (Verb) — (আলোচিত কোনো বিষয়ের) প্রধান দফা পুনরাবৃত্তি করা; মূল প্রসঙ্গগুলো পুনর্ব্যক্ত করা
-
খ) Elongate (Verb) — দীর্ঘ করা; সম্প্রসারিত করা
-
গ) Boredom (Noun) — একঘেয়েমিজনিত বিরক্তি বা ক্লান্তি
-
ঘ) Perceptible (Adjective) — প্রত্যক্ষ করা যায় বা উপলব্ধি করা যায় এমন; প্রত্যক্ষ
• Analogical Relation:
-
'Burden' is synonymous with 'Encumber'. Similarly, 'Weariness' is synonymous with 'Boredom'.
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
To her surprise, though, Julius has changed and has stopped ______ to the rich and powerful.
Created: 1 month ago
A
disdaining
B
challenging
C
scorning
D
kowtowing
• Complete sentence:
To her surprise, though, Julius has changed and has stopped kowtowing to the rich and powerful.
-
Bangla meaning: তার বিস্ময়ের বিষয়, তবে, জুলিয়াস বদলে গেছে এবং ধনী ও ক্ষমতাশালীদের প্রতি অতিরিক্ত তোষামোদ করা বন্ধ করেছে।
• Given options:
-
ক) disdaining — ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা
-
খ) challenging — কঠিন বা দুরূহ; প্রশ্ন তোলা বা আপত্তি জানানো
-
গ) scorning — তিরস্কার; ঘৃণায় পরিহার করা
-
ঘ) irascible — (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে
-
ঙ) kowtowing — অত্যন্ত বিনয় প্রদর্শন করা; অতিরিক্ত তোষামোদ করা
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঙ) kowtowing
-
বাক্যটি ইঙ্গিত দেয় যে জুলিয়াস আগে ধনী এবং ক্ষমতাবানদের প্রতি অতিরিক্ত তোষামোদ করতেন, কিন্তু এখন তা বন্ধ করেছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago