A
শর্মাকূত
B
পলকূত
C
মীমতূত
D
চাপচারকৃত
No subjects available.
উত্তরের বিবরণ
লুসাই নৃগোষ্ঠী
-
উত্পত্তি: লুসাই নৃগোষ্ঠীর মূল উৎস বার্মা বলে ধারণা করা হয়। তারা নিজেদের মঙ্গোলীয় বংশের উত্তরসূরি হিসেবে পরিচয় দেয়।
-
আবাসস্থল: বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায়, ভারতের মিজোরাম রাজ্যে।
-
ধর্ম: শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
উৎসব: ধর্মীয় উৎসবের পাশাপাশি প্রধান তিনটি উৎসব পালন করে—
-
চাপচারকূত – বসন্ত উৎসব
-
মীমতূত – মৃত আত্মাদের স্মরণে
-
পলকূত – শস্য কাটার উৎসব
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 5 days ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি?
Created: 5 days ago
A
চাকমা
B
মারমা
C
ত্রিপুরা
D
লুসাই
বাংলাদেশ বিষয়াবলি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
চাকমা / কার্পাস বিদ্রোহ
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
No subjects available.
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ক্ষুদ্র নৃগোষ্ঠী
-
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যা: ১৬,৫০,৪৭৮ জন।
-
বিভাগভিত্তিক অবস্থান:
-
চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে (৬০.০৪%)।
-
বরিশাল বিভাগে সবচেয়ে কম ক্ষুদ্র নৃগোষ্ঠী (০.২৫%)।
-
-
বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী: চাকমা (৪,৮৩,৩৬৫ জন)।
-
অন্যান্য প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী:
-
মারমা: ২,২৪,২৯৯ জন
-
ত্রিপুরা: ১,৫৬,৬২০ জন
-
সাঁওতাল: ১,২৯,০৫৬ জন
-
ওরাওঁ: ৮৫,৮৫৮ জন
-
গারো: ৭৬,৮৫৪ জন
-
তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

0
Updated: 5 days ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট অনযায়ী, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Created: 2 weeks ago
A
১.৫০%
B
১.১২%
C
১.১৯%
D
১.১৫%
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
আয়োজনকাল: ১৫–২১ জুন ২০২২
-
তথ্য সংগ্রহ পদ্ধতি: CAPI (Computer Assisted Personal Interview)
-
গণনা পদ্ধতি: Modified De-facto
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
সাক্ষরতার হার: ৭৪.৮০%
-
জনসংখ্যার ঘনত্ব (গড়): ১১১৯ জন/বর্গকিমি
-
জেলা অনুযায়ী ঘনত্ব:
-
সর্বনিম্ন → রাঙ্গামাটি
-
সর্বোচ্চ → ঢাকা
-
-
বিভাগ অনুযায়ী জনসংখ্যা:
-
সর্বনিম্ন → বরিশাল
-
সর্বোচ্চ → ঢাকা
-

0
Updated: 2 weeks ago
স্বাধীন বাংলাদেশে কত সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়?
Created: 2 weeks ago
A
১৯৭৪ সালে
B
১৯৭৮ সালে
C
১৯৭২ সালে
D
১৯৭৯ সালে
জনশুমারি সম্পর্কিত সাধারণ তথ্য:
- জনশুমারি ও গৃহগণনার মাধ্যমে প্রতি দশ বছর অন্তর-অন্তর দেশে বসবাসকারী সকল ব্যক্তির আর্থ-সামাজিক ও জনমিতিক তথ্য-উপাত্ত প্রকাশ করা হয়।
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়।
- এরপর ১৯৮১ সালে দ্বিতীয় এবং পরবর্তীকালে প্রতি দশ বছরের পর্যাবৃত্তি অনুসরণপূর্বক নিয়মিত শুমারি অনুষ্ঠিত হয়ে আসছে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক দেশের ইতিহাসে প্রথমবারের মতো Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে ডিজিটাল ডিভাইস ট্যাবলেট ব্যবহার করে ১৫-২১ জুন, ২০২২ সময়সীমায় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা সম্পন্ন করা হয়।
- এবারই প্রথম তথ্যপ্রযুক্তি নির্ভর CAPI পদ্ধতি অনুসরণপূর্বক তথ্য-উপাত্ত সংগ্রহের সকল প্রক্রিয়া সুসম্পন্ন করা হয়।
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্যসংগ্রহে মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
- এ পদ্ধতিতে খানার সদস্যগণকে শুমারি মুহূর্তে খানায় গণনার পাশাপাশি কর্তব্যরত ও ভ্রমণরত সদস্যকেও তাদের নিজ নিজ খানায় গণনাভুক্ত করা হয়।
সূত্র: ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ ও জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 2 weeks ago