Jonathan Swift's "A Tale of a Tub" is -
A
Prose satire
B
Epic poem
C
Play
D
Short story
উত্তরের বিবরণ
✦ A Tale of a Tub
-
লেখক: Jonathan Swift
-
ধরণ: Prose satire (ক)
-
লিখিত: ১৬৯৬–১৬৯৯
-
প্রকাশিত: ১৭০৪
-
বৈশিষ্ট্য:
-
Jonathan Swift-এর প্রথম প্রধান সাহিত্যকর্ম
-
তিনটি খন্ডে বিভক্ত
-
Literature ও religion-এর প্রতি অতিরিক্ত পণ্ডিতদের ব্যঙ্গ
-
✦ Jonathan Swift (১৬৬৭–১৭৪৫)
-
পরিচয়: Anglo-Irish প্রাবন্ধিক ও সাহিত্যিক
-
সাহিত্যিক যুগ: Augustan period
-
খ্যাতি: English literature-এর প্রধান satirist
-
উল্লেখযোগ্য রচনা:
-
Gulliver's Travels (novel, 1726)
-
The Battle of Books
-
A Tale of a Tub (prose satire)
-
A Modest Proposal (satiric essay)
-
Argument Against Abolishing Christianity (essay)
-
A Journey to Stella (letters)
-

0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "euphemism"?
Created: 3 weeks ago
A
Directness
B
Veracity
C
Politeness
D
Straightforwardness
Euphemism এমন একটি বিশেষ্য, যা ব্যবহার করা হয় কোনো অপ্রিয় বা আক্রমণাত্মক শব্দ এড়িয়ে ভদ্র, শিষ্ট বা পরিশীলিত শব্দ দিয়ে প্রকাশ করার জন্য। দৈনন্দিন ভাষায় এটি সৌজন্য রক্ষার্থে বা পরোক্ষভাবে বক্তব্য প্রকাশে ব্যবহৃত হয়।
-
Euphemism (noun)
English Meaning: A word or phrase used to avoid saying an unpleasant or offensive word
Bangla Meaning: সুভাষণ; সত্যিকার শব্দের পরিবর্তে ভদ্র বা পরোক্ষ শব্দের ব্যবহার; যেমন—‘মৃত্যু’ এর বদলে ‘পরলোকগমন’ বলা -
Correct Answer: গ) Politeness
-
Synonyms: Softening (নরম করা), Politeness (শিষ্টতা), Genteelism (ভদ্র/পরিশীলিত শব্দ ব্যবহার), Delicacy (মাধুর্যময় কথা), Circumlocution (আড়ম্বরপূর্ণ বাকচাতুর্য)
-
Antonyms: Dysphemism (অপমানজনক/অপ্রীতিকর শব্দ ব্যবহার), Calling a spade a spade (যা আছে তাই সরাসরি বলা), Straightforwardness (সোজাসাপ্টা কথা), Directness (সরাসরি বলা)
-
Other Forms:
-
Euphemistic (adjective): সুভাষিত
-
-
Other Options:
-
Veracity (noun): সত্য; সত্যপরায়ণতা; সত্যসন্ধতা; সত্যনিষ্ঠা
-
-
Example Sentences:
-
She wants to reclaim the word old and rejects euphemisms like elderly and seniors.
-
The story is patient, which some may find a euphemism for slow.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
Choose the correct one.
Created: 1 month ago
A
I appreciate your helping me with the project.
B
I appreciate your help me with the project.
C
I appreciate you helping me with the project.
D
I appreciate your to helping me with the project.
Rule:
-
Possessive adjective-এর পরে noun বা gerund বসে।
Examples:
-
Take your time. (noun)
-
My father never approved of her marrying a foreigner. (gerund)
-
Formal English:
-
Verbs যেমন appreciate, enjoy, mind, resent ইত্যাদির পর, যদি pronoun gerund (-ing form)-এর আগে আসে, তাহলে pronoun possessive form-এ থাকবে।
-
উদাহরণ: I appreciate your helping me with the project.
-
এখানে helping হলো gerund, এবং pronoun your ঠিকভাবে possessive case-এ আছে।
-
-
Correct Sentence:
👉 I appreciate your helping me with the project.
Option Analysis:
-
I appreciate your help me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসা উচিত, 'help' নয়।
-
-
I appreciate you helping me with the project.
-
formal English-এ your helping (possessive + gerund) গ্রহণযোগ্য।
-
তাই objective + gerund ভুল ধরা হয়েছে।
-
-
I appreciate your to helping me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসে, 'to helping' নয়।
-

0
Updated: 1 month ago
What is the primary meaning of "polemic" as a noun?
Created: 3 weeks ago
A
A peaceful agreement
B
A gentle and pleasant speech
C
A strong verbal or written attack
D
An aesthetic and artistic expression
Correct Answer: A strong verbal or written attack
Meaning: Polemic (noun) – একটি বক্তৃতা বা লিখিত রচনা যা অত্যন্ত জোরালোভাবে কোনো বিষয় বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে যুক্তি প্রদর্শন করে; বিবাদ, বাদানুবাদ বা বিতর্কনৈপুণ্য।
Synonyms:
-
Contentious – শত্রুতাপূর্ণ
-
Factious – কোন্দল বা বিরোধমূলক
-
Combative – দ্বন্দ্ব বা শত্রুতামূলক
-
Litigious – বিতর্কিত এবং বিদ্বেষপূর্ণ
-
Belligerent – যুদ্ধবাজ
Antonyms:
-
Gentle – ভদ্র
-
Kind – দয়াদ্র
-
Dispassionate – নিরপেক্ষ, উত্তেজনাহীন
-
Aesthetic – নান্দনিক
-
Pleasant – আনন্দদায়ক
Other Forms:
-
Polemical (adjective) – বিবাদপ্রিয়; বাদানুবাদকুশল; বিবাদকুশল; বিবাদাত্মক; বিতর্কমূলক; বাদানুবাদাত্মক
-
Polemically (adverb) – বিসংবাদীরূপে, বিবাদাত্মকভাবে
Other Options:
-
ক) "Peaceful agreement" – বিপরীত অর্থ; Polemic হলো সংঘাতময়
-
খ) "Gentle speech" – Polemic জোরালো ও আক্রমণাত্মক
-
ঘ) "Artistic expression" – Polemic যুক্তিনির্ভর, শিল্পমুখী নয়
Example Sentences:
-
I think he wrote it in haste, he wrote it in anger, he wrote a brilliant polemic.
-
Preaching and exegetical literature might also have a polemic purpose.

0
Updated: 2 weeks ago