A
১নং সেক্টর
B
২নং সেক্টর
C
৩নং সেক্টর
D
৪নং সেক্টর
No subjects available.
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ও সংশ্লিষ্ট সেক্টর
বীরশ্রেষ্ঠ | সেক্টর |
---|---|
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ | ১নং সেক্টর |
সিপাহী মোস্তফা কামাল | ২নং সেক্টর |
সিপাহী হামিদুর রহমান | ৪নং সেক্টর |
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর | ৭নং সেক্টর |
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ | ৮নং সেক্টর |
ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন | ১০নং সেক্টর |
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান | কোনো সেক্টরের অধীনে ছিলেন না |
তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 5 days ago
মুক্তিযুদ্ধের সময়ে 'হেমায়েত বাহিনী' কোন অঞ্চলে যুদ্ধ করে?
Created: 5 days ago
A
টাঙ্গাইল
B
মাগুরা
C
পাবনা
D
বরিশাল
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলী
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
মুক্তিযুদ্ধের রণকৌশল
যুক্তফ্রন্ট
No subjects available.
আঞ্চলিক বাহিনী (মুক্তিযুদ্ধের সময়)
সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে গঠিত গুরুত্বপূর্ণ মুক্তিবাহিনী ও গেরিলা দলসমূহ:
বাহিনীর নাম | স্থান/অঞ্চল |
---|---|
কাদেরিয়া বাহিনী | টাঙ্গাইল |
আফসার ব্যাটালিয়ন | ভালুকা, ময়মনসিংহ |
বাতেন বাহিনী | টাঙ্গাইল |
হেমায়েত বাহিনী | গোপালগঞ্জ, বরিশাল |
হালিম বাহিনী | মানিকগঞ্জ |
আকবর বাহিনী | মাগুরা |
লতিফ মীর্জা বাহিনী | সিরাজগঞ্জ, পাবনা |
জিয়া বাহিনী | সুন্দরবন |
ঢাকার গেরিলা দল (‘ক্র্যাক প্লাটুন’) | ঢাকা শহর |
-
ঢাকার গেরিলা দল প্রধানত শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটাত।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি

0
Updated: 5 days ago
ষষ্ঠ জনশুমারিতে কোন পদ্ধতি অনুসরণ করে তথ্য সংগ্রহ করা হয়?
Created: 2 weeks ago
A
API
B
CAPI
C
DPI
D
RCI
বিষয় | তথ্য |
---|---|
মোট জনসংখ্যা | ১৬,৯৮,২৮,৯১১ জন |
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার | ১.১২% |
সাক্ষরতার হার | ৭৪.৮০% |
গণনা পদ্ধতি | Modified De-facto |
তথ্য সংগ্রহ পদ্ধতি | CAPI (Computer Assisted Personal Interviewing) |
জনসংখ্যার ঘনত্ব (জাতীয়) | ১১১৯ জন/বর্গকিমি |
সবচেয়ে বেশি জনসংখ্যা | ঢাকা বিভাগ |
সবচেয়ে কম জনসংখ্যা | বরিশাল বিভাগ |
সবচেয়ে বেশি ঘনত্ব | ঢাকা বিভাগ |
সবচেয়ে কম ঘনত্ব | বরিশাল বিভাগ |
সবচেয়ে কম ঘনত্ব (জেলা অনুযায়ী) | রাঙ্গামাটি |

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয়?
Created: 2 months ago
A
৯ জন
B
৭ জন
C
৮ জন
D
১০ জন
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা, দেশপ্রেম ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা-উত্তর বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের চারটি শ্রেণিতে বীরত্বসূচক খেতাব প্রদান করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর প্রথমবারের মতো ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে এই খেতাব প্রদান করেন।
চারটি বীরত্বসূচক খেতাব ছিল নিম্নরূপ:
-
বীরশ্রেষ্ঠ (সর্বোচ্চ খেতাব) – ৭ জন
-
বীর উত্তম (দ্বিতীয় সর্বোচ্চ খেতাব) – ৬৮ জন
-
বীর বিক্রম (তৃতীয় সর্বোচ্চ খেতাব) – ১৭৫ জন
-
বীর প্রতীক (চতুর্থ সর্বোচ্চ খেতাব) – ৪২৬ জন
মোট সম্মানিত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল: ৬৭৬ জন
খেতাব বাতিল ও হালনাগাদ তথ্য
২০২১ সালের ৬ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত চারজন খেতাবপ্রাপ্ত ব্যক্তির খেতাব বাতিল করা হয়। এই সিদ্ধান্তের ফলে মোট খেতাবপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা কমে দাঁড়ায় ৬৭২ জনে।
হালনাগাদ খেতাবধারীদের পরিসংখ্যান:
-
বীরশ্রেষ্ঠ – ৭ জন (অপরিবর্তিত)
-
বীর উত্তম – ৬৭ জন
-
বীর বিক্রম – ১৭৪ জন
-
বীর প্রতীক – ৪২৪ জন
তথ্যসূত্র:
-
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
-
বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago