Which Shakespeare play is set in the city of Verona?
A
Macbeth
B
Romeo and Juliet
C
Much Ado About Nothing
D
A Midsummer Night’s Dream
উত্তরের বিবরণ
✦ Romeo and Juliet (নাটক)
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Romance / Tragedy
-
প্রেক্ষাপট: Verona, Italy
-
প্রধান চরিত্রসমূহ:
-
Romeo (Montague পরিবার)
-
Juliet (Capulet পরিবার)
-
Montego, Lady Montego
-
Capulet, Lady Capulet
-
-
কাহিনি সংক্ষেপ:
-
দুই শত্রু পরিবারের দুই তরুণ-তরুণী একে অপরের প্রেমে পড়ে।
-
তাদের প্রেম গোপনে বিবাহে পরিণত হয়।
-
পারিবারিক শত্রুতার কারণে সম্পর্ক জটিল হয়।
-
ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্য তাদের ট্র্যাজেডিতে নিয়ে আসে।
-
আত্মত্যাগের মাধ্যমে তাদের ভালোবাসা শেষমেশ পরিবারের মধ্যে শান্তি স্থাপন করে।
-
✦ William Shakespeare (১৫৬৪–১৬১৬)
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খ্যাতি:
-
English national poet
-
Bard of Avon বা Swan of Avon
-
-
সাহিত্যিক অবদান:
-
৩৭টি নাটক (Plays)
-
১৫৪টি সনেট (Sonnets)
-
✦ Notable Works
Tragedy:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
Comedy:
-
As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
Famous Poems:
-
Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18)
-
The Rape of Lucrece
-
Venus and Adonis

0
Updated: 1 month ago
Choose the word that is most nearly a synonym of “abstruse”.
Created: 2 weeks ago
A
Apparent
B
Recondite
C
Plain
D
Lucid
The closest in meaning to “Abstruse” is – Recondite।
-
Abstruse (adjective)
-
English Meaning: difficult to understand; obscure; hard to grasp
-
Bangla Meaning: জটিল; বোঝা কঠিন; গভীর
-
-
Option Analysis:
-
Recondite: গভীর; অতি জটিল; বোধগম্য নয়
-
Apparent: স্পষ্ট; সহজে বোঝা যায়
-
Plain: সহজ; সরল; স্পষ্ট
-
Lucid: স্বচ্ছ; পরিষ্কার; বোঝা সহজ
-

0
Updated: 2 weeks ago
"Come live with me and be my love, And we will all the pleasures prove"
Who wrote this extract?
Created: 1 month ago
A
Edmund Spenser
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
John Donne
“Come live with me and be my love, And we will all the pleasures prove” হলো Christopher Marlowe-এর লেখা The Passionate Shepherd to His Love কবিতার একটি অংশ। এটি প্রেম ও প্রকৃতির প্রতি উদাসীন আনন্দের আহ্বান বহন করে।
-
The Passionate Shepherd to His Love একটি pastoral poem, যা Christopher Marlowe রচনা করেছেন।
-
এটি 1599 সালে প্রকাশিত হয়।
-
কবিতার কাহিনীতে “passionate shepherd” তাঁর প্রিয়াকে গ্রামে তার সঙ্গে বসবাস করার জন্য আহ্বান জানান।
Christopher Marlowe (1564–1593)
-
Elizabethan যুগের একজন বিখ্যাত কবি ও নাট্যকার।
-
Shakespeare-এর আগে তিনিই ইংরেজি নাট্য সাহিত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।
-
তিনি বিশেষভাবে dramatic blank verse প্রবর্তনের জন্য খ্যাত।
-
তাঁর বিখ্যাত ট্র্যাজেডি নাটকগুলো হলো: The Jew of Malta, Tamburlaine the Great, Edward II, Doctor Faustus।
-
তিনি একজন ‘University wit’ হিসাবেও পরিচিত।
Famous Quotes by Christopher Marlowe
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Hell is just a frame of mind.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“Money can't buy love, but it improves your bargaining position.”
-
“It is a comfort to the wretched to have companions in misery.”
-
“Was this the face that launched a thousand ships And burnt the topless towers of Ilium?”
-
“Sweet Helen, make me immortal with a kiss.”
-
“I count religion but a childish toy, And hold there is no sin but ignorance.”
-
“Who ever loved that loved not at first sight?”
Notable Works
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Hero and Leander
-
Edward II
-
Dido, Queen of Carthage

0
Updated: 1 month ago
Elegy is -
Created: 2 months ago
A
A poem that tells a heroic story
B
A poem that celebrates love
C
A mournful poem written to lament the dead
D
A humorous poem mocking social norms
সঠিক উত্তর: গ) A mournful poem written to lament the dead
Elegy
-
সংজ্ঞা: একটি লিরিক কবিতা যা কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করে বা একটি মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করে।
-
প্রকৃতি:
-
বর্ণনা ধ্যানমগ্ন ও মননশীল
-
গাম্ভীর্যপূর্ণ সুর
-
শেষ অংশে বক্তা প্রায়শই শান্তি বা সান্ত্বনা পায়
-
-
বিখ্যাত উদাহরণ:
-
In Memoriam — Alfred Lord Tennyson
-
Lycidas — John Milton
-
Adonais — P. B. Shelley
-
Elegy Written in a Country Churchyard — Thomas Gray
-
-
লক্ষ্য: ব্যক্তিগত শোক প্রকাশের মাধ্যমে মৃত্যু বা দুঃখজনক ঘটনার প্রতি গভীর চিন্তাভাবনা।

0
Updated: 2 months ago