A
Romeo and Juliet
B
The Canonization
C
To His Coy Mistress
D
The Love Song of J. Alfred Prufrock
উত্তরের বিবরণ
The Canonization (কবিতা)
-
লেখক: John Donne
-
লিখিতকাল: ১৫৯০
-
প্রকাশকাল: ১৬৩৩, Songs and Sonnets প্রথম edition-এ
-
বিষয়বস্তু:
-
কবিতার বক্তা তার প্রেমকে একটি পবিত্র সম্পর্ক হিসেবে উপস্থাপন করতে ধর্মীয় শব্দ ব্যবহার করেন।
-
প্রেমকে একটি elevated bond হিসেবে দেখানো হয়েছে, যা প্রায় Saintliness-এর সমতুল্য।
-
বিখ্যাত উক্তি
-
“For God's sake hold your tongue, and let me love”
-
“As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs.”
✦ John Donne (১৫৭২–১৬৩১)
-
পরিচয়: Renaissance যুগের কবি
-
বিশেষত্ব: Metaphysical poetry-এর জনক
-
উপাধি: Father of Metaphysical Poetry
-
পরিচিতি: Poet of Love and Religious
-
প্রভাব: রবীন্দ্রনাথ ঠাকুর Donne-এর কবিতায় অত্যন্ত প্রভাবিত ছিলেন।
✦ বিখ্যাত কবিতা
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning
✦ অন্যান্য উল্লেখযোগ্য কবিতা (উল্লেখের জন্য)
-
Romeo and Juliet — William Shakespeare
-
To His Coy Mistress — Andrew Marvell
-
The Love Song of J. Alfred Prufrock — T. S. Eliot

0
Updated: 5 days ago
Which of the following is written by an Irish dramatist?
Created: 1 week ago
A
Pride and Prejudice
B
How to Cook Beans
C
The Cocktail Party
D
Mrs. Warren’s Profession
Mrs. Warren’s Profession
Playwright: George Bernard Shaw (Irish dramatist)
-
Mrs. Warren’s Profession হলো George Bernard Shaw রচিত একটি নাটক।
-
এটি একটি ৪ অঙ্কের নাটক।
-
নাটকটি লেখা হয় ১৮৯৩ সালে এবং প্রকাশিত হয় ১৮৯৮ সালে।
-
সরকারি সেন্সরের কারণে এটি মঞ্চস্থ হয়নি ১৯০২ সাল পর্যন্ত।
-
নাটকের মূল বিষয়বস্তু: organized prostitution।
Summary
নাটকটি মূলত Kitty Warren ও তার মেয়ে Vivie Warren-এর সম্পর্ককে কেন্দ্র করে।
-
Mrs. Kitty Warren একজন প্রাক্তন যৌনকর্মী, যিনি পরবর্তীতে একটি যৌন ব্যবসার মালিক হয়ে ওঠেন।
-
Vivie একজন শিক্ষিত, স্বাধীনচেতা তরুণী, যে মায়ের অতীত ও বর্তমান পেশার কথা জেনে হতবাক হয়।
-
Mrs. Warren ব্যাখ্যা দেন যে আর্থিক প্রয়োজনীয়তা তাকে এই পথে এনেছিল।
-
Vivie তার মায়ের সাহসিকতাকে সম্মান করলেও মায়ের ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারে না।
-
অবশেষে Vivie তার মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
-
নাটকটি সামাজিক সমালোচনা, অর্থনৈতিক বাস্তবতা এবং নারীর স্বাধীনতার প্রশ্ন উত্থাপন করে।
Main Characters
-
Vivie Warren
-
Kitty Warren (Mrs. Warren)
-
Frank Gardner
-
Praed
-
Sir George Crofts
-
Reverend Sam Gardner
-
Liz
G. B. Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw।
-
তিনি ছিলেন Modern Period-এর একজন বিশিষ্ট নাট্যকার ও সাহিত্য সমালোচক।
-
Shaw একজন Irish dramatist।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
Famous Plays of G. B. Shaw
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren’s Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (play/tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor’s Dilemma (satirical play, Epilogue)
-
St. Joan of Arc
Other Works (for reference)
-
Pride and Prejudice – novel by Jane Austen (English novelist)
-
How to Cook Beans – unfinished book by Syed Waliullah (Bengali writer)
-
The Cocktail Party – play by T. S. Eliot (American-English poet & playwright)
Sources:
-
Britannica
-
SparkNotes

0
Updated: 1 week ago
Plural form of 'Axis' -
Created: 6 days ago
A
Axise
B
Axess
C
Axes
D
Axisies
Axis (noun):
-
Meaning: অক্ষরেখা।
-
এটি Singular number হিসেবে ব্যবহৃত হয়।
-
এর Plural form হলো Axes।
Source: Accessible Dictionary

0
Updated: 6 days ago
Why does Charlotte Lucas agree to marry Mr. Collins?
Created: 20 hours ago
A
Love and admiration
B
Social ambition
C
Security and stability
D
To please Elizabeth
Charlotte Lucas উপন্যাসের অন্যতম বাস্তববাদী চরিত্র। বয়স বেড়ে যাওয়ায় (২৭ বছর) ও সীমিত আর্থিক অবস্থার কারণে সে জানে, ভালোবাসার জন্য বিয়ে করলে হয়তো নিরাপত্তা পাবে না। তাই সে Mr. Collins-এর প্রস্তাব গ্রহণ করে।
Collins হাস্যকর হলেও তার আর্থিক নিশ্চয়তা আছে কারণ সে Longbourn-এর উত্তরাধিকারী এবং Lady Catherine-এর আশীর্বাদপ্রাপ্ত। Austen এখানে বিয়েকে শুধু রোমান্টিক দিক থেকে নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠা হিসেবেও তুলে ধরেন। Elizabeth তার বিপরীতে, ভালোবাসা ছাড়া বিয়ে প্রত্যাখ্যান করে।

0
Updated: 20 hours ago