A
Christopher Marlowe
B
Ernest Hemingway
C
W. B. Yeats
D
G. B. Shaw
উত্তরের বিবরণ
✦ Major Barbara (নাটক)
-
লেখক: George Bernard Shaw
-
ধরণ: Social Satire
-
সংখ্যা অধ্যায়: ৩ (3 Acts)
-
লিখিতকাল: ১৯০৫
-
প্রকাশকাল: ১৯০৭
-
কাহিনি সংক্ষেপ:
-
কেন্দ্রীয় চরিত্র: Barbara Undershaft
-
লন্ডনের Salvation Army-তে Major হিসেবে কাজ করে দরিদ্রদের সাহায্য করে।
-
✦ George Bernard Shaw (১৮৫৬–১৯৫০)
-
পরিচয়: আইরিশ Playwright এবং Critic
-
খ্যাতি:
-
The greatest modern English dramatist
-
The father of modern English literature
-
-
পুরস্কার: ১৯২৫ সালে Nobel Prize in Literature
✦ বিখ্যাত নাটকসমূহ
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc

0
Updated: 5 days ago
They finally agreed to join the project.
Here, the underlined phrase is a/an-
Created: 1 week ago
A
Noun Phrase
B
Adjective Phrase
C
Adverbial Phrase
D
Prepositional Phrase
Noun Phrase (Infinitive Phrase Example)
• Complete Sentence:
-
English: They finally agreed to join the project.
-
Bangla: তারা শেষ পর্যন্ত প্রকল্পে যোগ দিতে সম্মত হলো।
-
Part of Speech: 'to join the project' → Noun Phrase
• Explanation:
-
"To join the project" একটি infinitive phrase (to + verb + object)।
-
Sentence-এ এটি verb (agreed) এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ noun-এর কাজ করছে।
-
প্রশ্নের উত্তর দিচ্ছে: "Agreed to what?" → to join the project
-
-
Infinitive marker যদি sentence-এর subject বা object হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি Noun Phrase।
• Noun Phrase Meaning:
-
যে শব্দ সমষ্টি noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
-
মূলত একটি noun বা pronoun এর কাজ করে।
-
কেবলমাত্র adjective দ্বারা modify হতে পারে।
• Noun Phrase-এর ভূমিকা (Position & Function):
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
Source:
A Passage to the English Language by S. M. Zakir Hussain

0
Updated: 1 week ago
Who does Sidney mention as an example of a bad poet?
Created: 3 months ago
A
Aristotle
B
Chaucer
C
Xenophon
D
Modern English playwrights
Sidney সমসাময়িক ইংরেজ নাট্যকারদের উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যাদের নাটকগুলি তিনি "খারাপ কবিতা" বা নিম্নমানের বলে মনে করেন। তিনি বলেন, এদের নাটকে ট্র্যাজেডি ও কমেডির যথাযথ সংমিশ্রণ নেই, নীতিশিক্ষাও নেই, এবং তারা দর্শকদের চরিত্র গঠনের বদলে কেবল বিনোদনের দিকে মনোযোগ দেয়। এজন্যই Sidney এদের ভালো কবি বা নাট্যকার বলে মনে করেন না।

0
Updated: 3 months ago
Gorboduc is known as the ________.
Created: 4 months ago
A
First English Comedy
B
First English Tragedy
C
First English Novel
D
First English Essay
"Gorboduc" হল প্রথম ইংরেজি ট্র্যাজেডি, যা Thomas Norton এবং Thomas Sackville কর্তৃক রচিত হয়। এটি ইংরেজি নাটকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এটি প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি ট্র্যাজেডি হিসেবে গণ্য হয়।
- ১৫৩২ সালে প্রকাশিত এই ট্র্যাজিডিটি Elizabethan writers Thomas Norton ও Thomas Sackville দুইজন এর যৌথ রচনা।
- সুতরাং, 'Gorboduc' is an Elizabethan tragedy.
- এটি The Gorboduc বা The Tragedy of Gorboduc নামেও পরিচিত।
- এটি রচিত হয়েছে ancient Britain এর একজন পৌরণিক রাজা Gorboduc কে নিয়ে।
- It is the earliest English tragic play in blank verse এবং এটিকে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি বলা হয়।
- Norton and Sackville’s play is derived from Geoffrey of Monmouth’s Historia regum Britanniae (1135–38; History of the Kings of Britain).
- One of the first English tragedies to take Senecan tragedy as its model, Gorboduc is a blend of English and Classical elements.
মূল বিষয়বস্তু:
- Gorboduc একটি রাজনৈতিক ও পারিবারিক ট্র্যাজেডি, যা প্রাচীন ব্রিটেনের একটি কিংবদন্তি রাজা গর্বডাকের জীবনের ওপর ভিত্তি করে রচিত।গল্পটি ইংল্যান্ডের রাজতন্ত্র ও উত্তরাধিকার-সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরে এবং রানি এলিজাবেথের উত্তরাধিকারের সময়কার রাজনৈতিক উদ্বেগের প্রতিচ্ছবি বহন করে।
রাজা Gorboduc তার রাজ্য দুই পুত্র Ferrex এবং Porrex-এর মধ্যে ভাগ করে দেন। এই বিভাজন পারিবারিক বিরোধ ও রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি করে।বড় ছেলে Ferrex ছোট ভাই Porrexকে হত্যা করে।Porrex এর মৃত্যুর পর Gorboduc ও তার স্ত্রী উভয়েই ক্রুদ্ধ হয়ে বড় ছেলেকে হত্যা করেন।শেষ পর্যন্ত, রাজ্যের অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক বিশৃঙ্খলা রাজতন্ত্রের পতনের দিকে নিয়ে যায়।
বিভ্রান্তি এড়াতে নিচের তথ্যগুলো মনে রাখুুন:
- First English Tragedy - The Gorboduc or The Tragedy of Gorboduc written by Thomas Norton and Thomas Sackville.
- First English Revenge Tragedy - The Spanish Tragedy written by Thomas Kyd.
Source: LXMCQ and Britannica.

0
Updated: 4 months ago