লুসাইদের শস্য কাটার উৎসব কোনটি?
A
শর্মাকূত
B
পলকূত
C
মীমতূত
D
চাপচারকৃত
উত্তরের বিবরণ
লুসাই নৃগোষ্ঠী
-
উত্পত্তি: লুসাই নৃগোষ্ঠীর মূল উৎস বার্মা বলে ধারণা করা হয়। তারা নিজেদের মঙ্গোলীয় বংশের উত্তরসূরি হিসেবে পরিচয় দেয়।
-
আবাসস্থল: বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায়, ভারতের মিজোরাম রাজ্যে।
-
ধর্ম: শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
উৎসব: ধর্মীয় উৎসবের পাশাপাশি প্রধান তিনটি উৎসব পালন করে—
-
চাপচারকূত – বসন্ত উৎসব
-
মীমতূত – মৃত আত্মাদের স্মরণে
-
পলকূত – শস্য কাটার উৎসব
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট অনযায়ী, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Created: 2 months ago
A
১.৫০%
B
১.১২%
C
১.১৯%
D
১.১৫%
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
আয়োজনকাল: ১৫–২১ জুন ২০২২
-
তথ্য সংগ্রহ পদ্ধতি: CAPI (Computer Assisted Personal Interview)
-
গণনা পদ্ধতি: Modified De-facto
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
সাক্ষরতার হার: ৭৪.৮০%
-
জনসংখ্যার ঘনত্ব (গড়): ১১১৯ জন/বর্গকিমি
-
জেলা অনুযায়ী ঘনত্ব:
-
সর্বনিম্ন → রাঙ্গামাটি
-
সর্বোচ্চ → ঢাকা
-
-
বিভাগ অনুযায়ী জনসংখ্যা:
-
সর্বনিম্ন → বরিশাল
-
সর্বোচ্চ → ঢাকা
-

0
Updated: 2 months ago
ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত?
Created: 5 days ago
A
ইন্দো-আর্য
B
দ্রাবিড়
C
অস্ট্রিক-অস্ট্রো এসিয়াটিক (মুন্ডা)
D
তিব্বত-বর্মী
সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও উৎসবধর্মী জীবনধারা এখনো স্বতন্ত্রভাবে টিকে আছে।
বাসস্থান: রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া অঞ্চলে প্রধানত বসবাস করে।
-
মূল নিবাস: রাঢ়বঙ্গ, বিহার, উড়িষ্যা এবং ছোটনাগপুরের অরণ্য এলাকা; পরে সরকার নির্ধারিত সাঁওতাল পরগনায় স্থায়ী হয়।
-
জাতিগত পরিচয়: অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় বা প্রোটো-অস্ট্রালয়েড বংশোদ্ভূত।
-
ঐতিহাসিক গুরুত্ব: ভারতীয় উপমহাদেশের অন্যতম আদি জনগোষ্ঠী হিসেবে পরিচিত; কৃষি ও কৃষিসংস্কৃতির প্রবর্তক ও ধারক হিসেবে স্বীকৃত।
-
সংস্কৃতি ও উৎসব: সাঁওতালরা অত্যন্ত উৎসবপ্রিয়; বাঙালিদের মতো এদেরও বারো মাসে তেরো পার্বণ। তাদের বছর শুরু হয় ফাল্গুন মাসে। প্রতিটি মাস বা ঋতুতে পরব বা উৎসব নৃত্য, গান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে মহাসমারোহে উদযাপিত হয়।
প্রধান উৎসবসমূহ:
-
ফাল্গুন: স্যালসেই উৎসব (নববর্ষ উৎসব)
-
চৈত্র: বোঙ্গাবোঙ্গি
-
বৈশাখ: হোম
-
আশ্বিন: দিবি
-
পৌষের শেষ: সোহরাই উৎসব

0
Updated: 5 days ago
ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি?
Created: 1 week ago
A
আমার জন্মভূমি
B
আবার তোরা মানুষ হ
C
ফাগুন হাওয়ায়
D
মেঘের পর মেঘ
চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ হলো একটি ভাষা আন্দোলনভিত্তিক সিনেমা, যা আমাদের দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরে। ছবিটি দর্শকদের মনে জাগায় দেশপ্রেম ও ভাষার প্রতি গভীর শ্রদ্ধাবোধ।
-
এই চলচ্চিত্রটি তৌকীর আহমেদ পরিচালিত।
-
এর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।
-
ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও অভিনেতা সিয়াম আহমেদ।
-
কাহিনির পটভূমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, যেখানে মানুষের অধিকার ও মাতৃভাষার জন্য সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
উল্লেখযোগ্যভাবে, ‘আমার জন্মভূমি’, ‘আবার তোরা মানুষ হ’ এবং ‘মেঘের পর মেঘ’—এই চলচ্চিত্রগুলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা হিসেবে আমাদের জাতীয় ইতিহাস ও চেতনার সঙ্গে সম্পর্কিত।

0
Updated: 1 week ago