A
18th century
B
19th century
C
20th century
D
21st century
উত্তরের বিবরণ
✦ Gulliver's Travels (উপন্যাস)
-
লেখক: Jonathan Swift
-
প্রকাশকাল: ১৭২৬
-
ধরণ: 18th century-এর বিখ্যাত satire
-
লিখিতকালের ঐতিহাসিক প্রেক্ষাপট: Augustan Age
-
সংখ্যা খন্ড: ৪
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
কাহিনি সংক্ষেপ
-
নায়ক: Lemuel Gulliver
-
সমুদ্র ভ্রমণে বের হওয়ার সময় ঝড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং এমন এক দেশে পৌঁছে যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুট রাজ্যে:
-
Gulliver তার বিশাল দেহ দিয়ে লিলিপুটদের নানা কাজে সাহায্য করে।
-
পার্শ্ববর্তী রাজ্য Blefuscu এর সাথে চলমান যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
এক পর্যায়ে সে রোষের শিকার হয়; তার চোখ তুলে ফেলার শাস্তি হয়।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়িয়ে বেঁচে ফিরে আসে।
-
✦ Jonathan Swift (১৬৬৭–১৭৪৫)
-
পরিচয়: Anglo-Irish author এবং clergyman
-
বিশেষত্ব: Augustan Age-এর প্রখ্যাত prose satirist
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনা:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-

0
Updated: 5 days ago
Plural form of 'Axis' -
Created: 6 days ago
A
Axise
B
Axess
C
Axes
D
Axisies
Axis (noun):
-
Meaning: অক্ষরেখা।
-
এটি Singular number হিসেবে ব্যবহৃত হয়।
-
এর Plural form হলো Axes।
Source: Accessible Dictionary

0
Updated: 6 days ago
Who composed the sonnet "Ozymandias"?
Created: 1 week ago
A
William Wordsworth
B
Charles Lamb
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
Ozymandias
Poet: Percy Bysshe Shelley
-
Ozymandias হলো P. B. Shelley রচিত একটি sonnet, যা প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে মিশরীয় শাসক Pharaoh Ramesses II-এর Greek নাম।
-
কবিতার মূল বার্তা: ক্ষমতা ক্ষণস্থায়ী।
-
যত বড় ক্ষমতাধর বা শক্তিশালী শাসকই হোক না কেন, তার ক্ষমতা ও কীর্তি চিরস্থায়ী নয়।
P. B. Shelley (1792–1822)
-
পূর্ণ নাম: Percy Bysshe Shelley।
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি এবং Romantic Movement-এর অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
Shelley তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত কাব্যভাষা এবং সামাজিক পরিবর্তনের প্রতি গভীর সমর্থন এর জন্য পরিচিত।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের একজন Revolutionary Poet বলা হয়।
-
Shelley বিশ্বাস করতেন, সমাজের মৌলিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে একটি গৌরবময় স্বর্ণযুগ আসবে।
-
তাঁর সাহিত্যকর্মে স্বাধীনতা, মানবতা ও বিপ্লবী চেতনার প্রতিফলন পাওয়া যায়।
Notable Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Dramas:
-
Prometheus Unbound
-
The Cenci
Source: Britannica

0
Updated: 1 week ago
The famous novel 'For Whom the Bell Tolls' was written by -
Created: 2 weeks ago
A
Thomas Hardy
B
John Donne
C
Mark Twain
D
Ernest Hemingway
For Whom the Bell Tolls
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: 1940
-
পটভূমি: Spanish Civil War, বিশেষত স্পেনের Segovia অঞ্চল
-
প্রধান চরিত্র: Robert Jordan, Maria, Pablo, Pilar
-
ধরণ: যুদ্ধভিত্তিক উপন্যাস, যেখানে প্রেম, আত্মত্যাগ, এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের গল্প ফুটে ওঠে
Ernest Hemingway
-
পরিচয়: আমেরিকান novelist ও short-story writer
-
নোবেল পুরস্কার: 1954 (The Old Man and the Sea এর জন্য)
-
লেখনশৈলী: সংক্ষিপ্ত, সরল বাক্য, এবং গভীর অর্থবহ বর্ণনা
-
বিখ্যাত রচনা:
-
For Whom the Bell Tolls
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises
-
Death in the Afternoon
-
অতিরিক্ত তথ্য:
-
"For Whom the Bell Tolls" শিরোনামটি এসেছে ইংরেজ কবি John Donne-এর একটি Meditation (Devotions upon Emergent Occasions) থেকে।

0
Updated: 2 weeks ago