নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন কে?
A
রফিক
B
নূর হোসেন
C
শামসুজ্জোহা
D
আসাদ
উত্তরের বিবরণ
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন
-
১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক অভ্যুত্থারের মাধ্যমে সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা দখল করে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন।
-
এরশাদের ক্ষমতা দখলের পর স্বৈরাচারবিরোধী আন্দোলন শুরু হয় প্রধানত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
-
টানা ৯ বছর চলা আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য, যা স্বৈরশাসক এরশাদের পতনের মূল শক্তি হিসেবে কাজ করে।
-
১৯৯০ সালের ৬ ডিসেম্বর অবশেষে এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
-
আন্দোলনের সময়ে গণতান্ত্রিক অধিকারের দাবিতে রাস্তায় নামা তরুণ নুর হোসেন পুলিশের গুলিতে শহিদ হন।
-
নুর হোসেন শহিদের মৃত্যু হয় ১৯৮৭ সালের ১০ নভেম্বর।
তথ্যসূত্র: বিবিসি বাংলা।

0
Updated: 1 month ago
নিচের কোন জেলায় মুন্ডা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
Created: 3 weeks ago
A
সিলেট
B
কক্সবাজার
C
বান্দরবান
D
খাগড়াছড়ি
মুন্ডা জনগোষ্ঠী
-
মুন্ডা হলো বাংলাদেশে বসবাসকারী একটি আদিবাসী জনগোষ্ঠী।
-
এরা বসবাস করে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল, সিলেট জেলার চা বাগান এলাকায় এবং বৃহত্তর যশোর ও খুলনা জেলায়।
-
মুন্ডারা নিজেদের মধ্যে মুন্ডারী ভাষায় কথা বলে।
-
তাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হাতকা।
-
মৃত্যুর পর মুন্ডাদের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়।
-
ধর্মবিশ্বাসে মুন্ডারা প্রকৃতি পূজারী।
-
প্রধান দেবতা শিং বোঙ্গা, যিনি এ বিশ্বব্রহ্মান্ড সৃষ্টি ও পরিচালনা করেন বলে তারা বিশ্বাস করে।
-
গ্রাম পূজা হলো মুন্ডাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

0
Updated: 3 weeks ago
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Created: 1 month ago
A
লিয়াকত আলী খান
B
মোহাম্মদ আলী জিন্নাহ
C
খাজা নাজিমুদ্দিন
D
চৌধুরী মোহাম্মদ আলী
বাংলা ভাষা আন্দোলন – সংক্ষিপ্ত বিবরণ:
-
সময়কাল ও প্রসঙ্গ:
-
১৯৫২ সালের ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার রাষ্ট্রভাষা মর্যাদা দাবিতে সংগঠিত হয়।
-
পাকিস্তান প্রতিষ্ঠার (১৯৪৭) পর রাষ্ট্রভাষা হিসেবে উর্দু ঘোষণার বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার স্বীকৃতির দাবি ওঠে।
-
-
ঘটনা:
-
২১ ফেব্রুয়ারি ১৯৫২: ছাত্ররা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ শ্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে।
-
পুলিশের গুলিতে শহীদ হন রফিক, জববার, বরকত ও অন্যান্যরা।
-
আন্দোলনের ফলশ্রুতিতে ১৯৫৬ সালে পাকিস্তান জাতীয় পরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করে।
-
-
স্মরণ ও গুরুত্ব:
-
প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।
-
-
সমকালের রাজনৈতিক প্রেক্ষাপট:
-
প্রধানমন্ত্রী (পাকিস্তান): খাজা নাজিমউদ্দিন
-
মুখ্যমন্ত্রী (পূর্ব পাকিস্তান): নুরুল আমিন
-
গভর্নর: গোলাম মুহাম্মদ
-

0
Updated: 1 month ago
সোহরাই কোন নৃগোষ্ঠীর প্রধান উৎসব?
Created: 3 weeks ago
A
রাখাইন
B
ওরাঁও
C
গারো
D
সাঁওতাল
সাঁওতাল জনগোষ্ঠী
-
সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
-
প্রধান বসবাসস্থান: রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলা।
-
মূল নিবাস: রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চল।
-
ভাষা: অস্ট্রিক ভাষাভাষী, প্রোটো-অস্ট্রালয়েড বংশের অধিবাসী।
-
সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের আদি বাসিন্দা ও কৃষি সংস্কৃতির প্রবর্তক।
-
উপাস্য: সূর্য ও পর্বত দেবতা (মারাং বুরু), যাদের গ্রামদেবতা হিসেবে পূজা করা হয়।
-
বর্ষের শুরু: ফাল্গুন মাস।
-
উৎসব: প্রতিমাসে বা ঋতু অনুযায়ী বিভিন্ন উৎসব, যেমন সোহরাই উৎসব যা পৌষ সংক্রান্তির দিন উদযাপিত হয়।
-
সামাজিক কাঠামো: পুরুষের আধিপত্য অপেক্ষাকৃত বেশি।
-
সাহিত্য ও ধর্ম: ভাষা আছে কিন্তু লিখিত বর্ণমালা নেই; ধর্ম আছে কিন্তু আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।

0
Updated: 3 weeks ago