Hemingway's "For Whom the Bell Tolls" is -
A
novel
B
poem
C
play
D
short story
উত্তরের বিবরণ
For Whom the Bell Tolls (উপন্যাস)
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯৪০
-
ধরণ: Novel
-
প্রেক্ষাপট: স্পেনের Segovia শহর, Spanish Civil War-এর পটভূমিতে
-
প্রধান চরিত্রসমূহ:
-
Robert Jordan
-
Maria
-
Pablo
-
Pilar
-
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
পরিচয়: American novelist এবং short-story writer
-
পুরস্কার: ১৯৫৪ সালে The Old Man and the Sea উপন্যাসের জন্য Nobel Prize in Literature
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
For Whom the Bell Tolls
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises
-
Death in the Afternoon
-
উল্লেখ্য: ‘For Whom the Bell Tolls’ নামে একটি কবিতা লিখেছিলেন John Donne, তবে Hemingway-এর কাহিনীটি উপন্যাস।

0
Updated: 1 month ago
Which of the following is the correct definition of a Fable?
Created: 1 month ago
A
A long narrative poem about heroic deeds
B
A short story with a moral lesson, often using animals
C
A play mixing both comedy and tragedy
D
A lyrical poem with fourteen lines
Fable হলো ছোট গল্প যেখানে পশুপাখি বা জড়বস্তুর মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়। সাধারণত গল্প শেষে একটি moral lesson লেখা থাকে। উদাহরণস্বরূপ, Aesop’s Fables (যেমন The Fox and the Grapes, The Hare and the Tortoise), ভারতের Panchatantra, জার্মানির Grimm’s Fairy Tales এবং La Fontaine-এর ফরাসি ফেবল।
Fable সহজ ভাষায় লেখা হয় এবং শিশুদের শিক্ষার জন্য উপযুক্ত। প্রতিটি চরিত্র প্রতীকী অর্থ বহন করে— যেমন শেয়াল চালাকি বোঝায়, কচ্ছপ ধৈর্য ও অধ্যবসায় বোঝায়। Fable শুধু বিনোদনই দেয় না, বরং মানুষের জীবনে শিক্ষণীয় মূল্যবোধ শেখায়।

0
Updated: 1 month ago
The term "pentameter" indicates that a line has:
Created: 2 months ago
A
Five syllables
B
Ten lines
C
Five metrical feet
D
Ten stanzas

0
Updated: 2 months ago
Who wrote the tragedy "Romeo and Juliet"?
Created: 1 month ago
A
William Shakespeare
B
Charles Dickens
C
Christopher Marlowe
D
George Bernard Shaw
Romeo and Juliet হলো William Shakespeare–এর রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি, যা বিশ্বসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় প্রেমকাহিনিগুলোর মধ্যে অন্যতম। নাটকটি লেখা হয় ১৫৯৪–৯৬ সালে এবং প্রথম প্রকাশিত হয় ১৫৯৭ সালে একটি অনুমোদনবিহীন কোয়ার্টোতে। পরবর্তীতে ১৫৯৯ সালে অনুমোদিত ও দীর্ঘ সংস্করণ প্রকাশিত হয়। দ্বিতীয় কোয়ার্টোর ভিত্তিতে একটি তৃতীয় সংস্করণও প্রকাশিত হয়, যা ১৬২৩ সালের First Folio–তে ব্যবহৃত হয়।
Characters
-
Romeo Montague
-
Juliet Capulet
-
Friar Laurence
-
Mercutio
-
Tybalt
-
The Nurse
সারসংক্ষেপ
-
Romeo (Montague পরিবার) এবং Juliet (Capulet পরিবার) দুই শত্রু পরিবারের সন্তান হলেও একে অপরের প্রেমে পড়ে।
-
তারা Friar Laurence–এর সাহায্যে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
-
Juliet–এর চাচাতো ভাই Tybalt–এর সাথে দ্বন্দ্বে জড়িয়ে Romeo তাকে হত্যা করে এবং নির্বাসিত হয়।
-
Juliet–এর পরিবার তার বিয়ে অন্যত্র ঠিক করে দিলে সে মরণঘুমের ওষুধ খায়।
-
Romeo ভুলে ভাবে Juliet মারা গেছে এবং বিষ পান করে আত্মহত্যা করে।
-
Juliet জেগে উঠে Romeo–কে মৃত দেখে ছুরি দিয়ে আত্মহত্যা করে।
-
এভাবে তাদের প্রেম এক চিরন্তন ট্র্যাজেডিতে পরিণত হয়।
William Shakespeare (1564–1616)
-
পূর্ণ নাম: William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬, Stratford-upon-Avon
-
পরিচিত নাম: Bard of Avon বা Swan of Avon
-
তিনি ছিলেন ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
ইংরেজ জাতীয় কবি এবং বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত।
-
তাঁর মোট ৩৭টি নাটক রচিত হয়েছে।
Notable Works
Tragedy
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Titus Andronicus
-
Timon of Athens
-
Antony and Cleopatra
-
Coriolanus
-
Romeo and Juliet
Tragi-comedy
-
The Merchant of Venice
-
The Winter’s Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
-
Measure for Measure
Comedy
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
Love’s Labour’s Lost
-
A Comedy of Errors
-
The Taming of the Shrew
-
Much Ado About Nothing
-
All’s Well That Ends Well
-
A Midsummer Night’s Dream
-
The Merry Wives of Windsor
Historical Plays
-
Julius Caesar (Tragedy + Historical)
-
Henry IV (Part I & II)
-
Henry V
-
Henry VI (Part I, II, III)
-
Henry VIII
-
King John
-
Richard II
-
Richard III

0
Updated: 1 month ago