Major Barbara was written by -
A
Christopher Marlowe
B
Ernest Hemingway
C
W. B. Yeats
D
G. B. Shaw
উত্তরের বিবরণ
✦ Major Barbara (নাটক)
-
লেখক: George Bernard Shaw
-
ধরণ: Social Satire
-
সংখ্যা অধ্যায়: ৩ (3 Acts)
-
লিখিতকাল: ১৯০৫
-
প্রকাশকাল: ১৯০৭
-
কাহিনি সংক্ষেপ:
-
কেন্দ্রীয় চরিত্র: Barbara Undershaft
-
লন্ডনের Salvation Army-তে Major হিসেবে কাজ করে দরিদ্রদের সাহায্য করে।
-
✦ George Bernard Shaw (১৮৫৬–১৯৫০)
-
পরিচয়: আইরিশ Playwright এবং Critic
-
খ্যাতি:
-
The greatest modern English dramatist
-
The father of modern English literature
-
-
পুরস্কার: ১৯২৫ সালে Nobel Prize in Literature
✦ বিখ্যাত নাটকসমূহ
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc

0
Updated: 1 month ago
Which theme is reinforced through Darcy’s transformation?
Created: 1 month ago
A
Wealth as ultimate power
B
True love requires humility
C
Marriage is a duty
D
Women must obey men
Darcy প্রথমে অহংকারী ছিল। কিন্তু Elizabeth তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে নিজেকে বদলায়। Gardiner পরিবারকে ভদ্রভাবে গ্রহণ করা, Lydia–Wickham-এর বিয়ে ঠিক করা—এসব Darcy-র পরিবর্তনের প্রমাণ। Austen দেখান—প্রকৃত ভালোবাসা পাওয়া যায় যখন অহংকার ভেঙে বিনয় শেখা যায়। Darcy-র এই উন্নতিই কাহিনির মূল বার্তা।

0
Updated: 1 month ago
Paradise Lost was written in -
Created: 2 weeks ago
A
Rhymed couplets
B
Free verse
C
Blank verse
D
Sonnet form
Paradise Lost হলো John Milton রচিত একটি epic poem, যা Neo-classical period-এর একজন সাহিত্যিকের সৃষ্টি। এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)-এ লেখা হয়েছে এবং খ্রিষ্টীয় ধর্মীয় মতবাদকে প্রাধান্য দিয়ে আদি মানব ও মানবী Adam ও Eve-এর স্বর্গ থেকে মর্ত্যে পতনের কাহিনী বর্ণনা করে। কবিতার মূল উদ্দেশ্য হলো মানুষের কাছে ঈশ্বরের পথের ব্যাখ্যা দেওয়া।
-
লেখক: John Milton
-
ধরণ: Epic Poem
-
ছন্দ: Blank verse
-
প্রকাশকাল: ১৬৬৭
-
সংখ্যা: ১২ খণ্ড
-
প্রসঙ্গ: আদি মানব ও মানবীর পতন, শয়তান ও তার প্রতিশোধ, ঈশ্বরের পথে মানুষের ব্যাখ্যা
কাহিনির সংক্ষিপ্ত বিবরণ:
-
শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি হিসেবে স্বর্গ থেকে বের হয়ে আসে।
-
পরাজয় মেনে নিতে না পেরে শয়তান মানবজাতিকে ঈশ্বরের পথে বিদ্রোহ করতে প্ররোচনা দেয়।
-
ইডেন বাগানে এসে শয়তান আদি মানবী ইভকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচনা দেয়।
-
ইভ এবং আদম উভয়ই ফল ভক্ষণ করে এবং পরে তাদের অপরাধের কারণে স্বর্গ থেকে বহিষ্কৃত হন।

0
Updated: 2 weeks ago
“Fortuitous” is best replaced by:
Created: 2 weeks ago
A
Serendipitous
B
Premeditated
C
Unlucky
D
Planned
The closest in meaning to 'Fortuitous' is – Serendipitous।
-
Fortuitous (adjective)
-
English Meaning: happening by chance, often in a lucky or beneficial way
-
Bangla Meaning: আকস্মিক; সৌভাগ্যজনক
-
-
Option Analysis:
-
Serendipitous: সৌভাগ্যজনক; আকস্মিকভাবে শুভ ফলপ্রসূ
-
Premeditated: পূর্বপরিকল্পিত; আগেভাগে চিন্তা করা
-
Unlucky: দুর্ভাগ্যপূর্ণ; অমঙ্গলজনক
-
Planned: পরিকল্পিত; সুশৃঙ্খলভাবে সাজানো
-

0
Updated: 2 weeks ago