'An Essay on Man' is a poem written by -
A
W. B Yeats
B
T. S Eliot
C
Alexander Pope
D
William Shakespeare
উত্তরের বিবরণ
Answer - Alexander Pope.
• An Essay on Man:
- It was written by Alexander Pope.
- এটি মূলত Poetic style এ লেখা একটি দার্শনিক প্রবন্ধ।
- Heroic couplet এবং iambic Pentametre এ লেখা এই কবিতাটি ১৭৩৩-৩৪ সালের মধ্যে প্রকাশিত হয়েছিল।
- It was conceived as part of a larger work that Pope never completed.
- কবিতাটি চারটি পত্র বা epistles নিয়ে গঠিত।
- প্রথম পত্রটি মানুষ এবং মহাবিশ্বের মধ্যে সম্পর্ক নিয়ে জরিপ করে, দ্বিতীয়টি একজন ব্যক্তি হিসাবে 'মানুষ'কে নিয়ে আলোচনা করে.
- তৃতীয়টি ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে এবং চতুর্থটি একজন ব্যক্তির সুখের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলে।
- An Essay on Man describes the order of the universe in terms of a hierarchy, or chain, of being.
- By virtue of their ability to reason, humans are placed above animals and plants in this hierarchy.
• Alexander Pope
- He is the most famous poet of the Augustan Age.
- The Augustan Age is also known/called as the Age of the Pope.
- কারণ এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
• Alexander Pope রচিত সাহিত্য কর্মের মধ্যে রয়েছে -
-The Rape of the Lock (Famous Mock-Heroic poem),
- Duncan,
- The Dunciad (poem),
- The New Dunciad (poem),
- Windsor-Forest(poem),
- An Epistle to Dr. Arbuthnot (poem),
- An Essay on Criticism (poem),
- An Essay on Man (poem),
- Eloisa to Abelard (poem),
- Epistle to the Right Honourable Richard Earl of Burlington (essay),
- Memoirs of Martinus Scriblerus.

0
Updated: 1 month ago
Doctor Faustus was written during -
Created: 2 months ago
A
Elizabethan period
B
Restoration period
C
Middle English period
D
Victorian period
সঠিক উত্তর: ক) Elizabethan period
বিস্তারিত ব্যাখ্যা:
Doctor Faustus:
-
পুরো নাম: The Tragicall History of D. Faustus
-
রচয়িতা: Christopher Marlowe
-
প্রকাশকাল: ১৬০৪
-
কাঠামো: ৫টি acte বিশিষ্ট ট্র্যাজেডি
-
কাহিনী সংক্ষেপ: Faustus একজন পণ্ডিত ডাক্তার, যিনি অসীম জ্ঞান ও ক্ষমতা অর্জনের জন্য শয়তান Mephistopheles-এর সঙ্গে চুক্তি করেন। নাটকে ভালো এবং খারাপ ফেরেশতা তাকে প্রভাবিত করার চেষ্টা করে। Faustus শেষ পর্যন্ত বুঝতে পারেন যে সে ফিরে আসতে পারবে না।
-
Mephistopheles নাটকে পাপ ও শয়তানের প্রতীক।
কিছু বিখ্যাত সংলাপ:
-
"Pluck up your hearts, since fate still rests our friend."
-
"Hell is just a frame of mind."
-
"Fools that will laugh on earth, most weep in hell."
-
"He that loves pleasure must for pleasure fall."
-
"The stars move still, time runs, the clock will strike."
Christopher Marlowe:
-
একজন Elizabethan poet এবং University Wit
-
Shakespeare-এর আগে ইংরেজি নাটকের অন্যতম প্রধান ব্যক্তিত্ব
-
ড্রাম্যাটিক ব্ল্যাঙ্ক ভার্স প্রতিষ্ঠায় বিশেষভাবে পরিচিত
অন্যান্য উল্লেখযোগ্য রচনা (plays):
-
Edward II
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta

0
Updated: 2 months ago
He did it for the sake of his family.
Here, the underlined part is an example of-
Created: 1 month ago
A
Adjective Phrase
B
Adverbial Phrase
C
Noun Phrase
D
Phrase Preposition
Phrase Preposition – Example and Explanation
-
Example Sentence:
He did it for the sake of his family.-
Underlined part: for the sake of
-
Function: Phrase Preposition
-
-
Explanation:
-
A phrase preposition is a group of words functioning together as a preposition
-
It usually begins and ends with a preposition
-
Common examples: in front of, because of, according to, in spite of
-
In the sentence, for the sake of acts as a preposition linking the action to its purpose
-
-
More Examples:
-
The match was canceled on account of rain.
-
The car is parked in front of the gate.
-

0
Updated: 1 month ago
Vanity Fair is a/an -
Created: 1 month ago
A
novel
B
play
C
poem
D
short story
Vanity Fair হলো William Makepeace Thackeray রচিত একটি উপন্যাস, যা Victorian Period-এর সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা। এটি ১৮৪৭ থেকে ১৮৪৮ সালের মধ্যে monthly installments আকারে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ১৮৪৮ সালে বই আকারে প্রকাশিত হয়। Thackeray-এর পূর্বের সমস্ত সাহিত্য কাজ ছদ্মনাম বা unsigned প্রকাশিত হলেও, Vanity Fair তার নিজ নামে প্রকাশিত প্রথম লেখা।
-
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: Becky Sharp, একজন কিশোরী মেয়ে।
William Makepeace Thackeray:
-
একজন Indian-born British novelist এবং Victorian Period-এর উল্লেখযোগ্য ঔপন্যাসিক।
-
তিনি The Cornhill Magazine-এর প্রতিষ্ঠাতা।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
Vanity Fair
-
Barry Lyndon
-
The Rose and the Ring
-
The Virginians: A Tale of the Last Century
-
Catherine: A Story
-
The Newcomers
-
The Virginians
উৎস:

0
Updated: 1 month ago