The Good Morrow was written by -
A
Alexander Pope
B
T. S Eliot
C
John Donne
D
W. B. Yeats
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
The Solitary Reaper is a/an -
Created: 2 months ago
A
poem
B
novel
C
play
D
short story
• The Solitary Reaper
- এটি William Wordsworth রচিত একটি কবিতা।
- যা ১৮০৭ সালে "Poems, in Two Volumes" সংকলনে প্রকাশিত হয়।
- এটি স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণীকে কেন্দ্র করে লেখা, যে একা একটি মাঠে কাজ করছে এবং Gaelic ভাষায় করুণ সুরে গান গাইছে।
- কবিতায় দেখা যায়, একটা তরুনী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীন পরিবেশে এবং পাহাড়ী এলাকায় একাকী কাজে মগ্ন।
- কাজের পাশাপাশী সে করুন দু:খের গান গুনগুনিয়ে গাইছে।
- 'The Solitary Reaper' বাংলা অর্থ একাকী আহরণকারী (যে ফসল কাটে)।
- এই কবিতাটি চারটি স্তবকে বিভক্ত, যা মূলত iambic tetrametre ছন্দে লেখা এবং সাধারণত ABABCCDD ছন্দমালার অনুসরণ করে।
• William Wordsworth:
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি।
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত।
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)।
• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.

0
Updated: 2 months ago
"Good fences make good neighbors" - Who is the author of this line?
Created: 1 month ago
A
Emily Dickinson
B
Robert Frost
C
Walt Whitman
D
P. B. Shelley
উক্তিটি Robert Frost-এর লেখা এবং তাঁর Mending Wall কবিতা থেকে নেওয়া।
Mending Wall
-
কবিতাটি Blank Verse (অমিত্রাক্ষর ছন্দ) এ রচিত।
-
এটি Robert Frost-এর North of Boston কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এবং ১৯১৪ সালে প্রকাশিত হয়।
-
কবিতার বিষয়বস্তু: দুটি প্রতিবেশী একে অপরের সঙ্গে দেয়াল মেরামত করতে গিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।
-
কবি মনে করেন দেয়ালের প্রয়োজন নেই, কারণ প্রকৃতি স্বাভাবিকভাবেই সীমানা ভাঙতে চায়।
-
প্রতিবেশী বিশ্বাস করেন: “Good fences make good neighbors” — অর্থাৎ দেয়াল থাকলে সম্পর্ক ভালো থাকে।
-
কবি সমাজে সীমানা ও বাধার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন এবং মানবিক সম্পর্ক ও প্রকৃতির মধ্যে ভারসাম্য খুঁজতে চেষ্টা করেন।
Robert Frost (1874–1963)
-
তিনি একজন আমেরিকান কবি, যাকে আমেরিকার শ্রেষ্ঠ কবি হিসেবে ধরা হয়।
-
পরিচিতি: Nature poet, Regional poet।
-
চারবার Pulitzer Prize লাভ করেছেন।
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: A Boy’s Will, North of Boston, From Mountain Interval।
-
Mending Wall তাঁর North of Boston কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
প্রধান কবিতা
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out—
-
Nothing Gold Can Stay
-
Home Burial

0
Updated: 1 month ago
Which theme is most clearly represented in Charlotte Lucas’s marriage?
Created: 1 month ago
A
Romantic love
B
Ambition
C
Marriage as social contract
D
Equality
Charlotte Lucas Collins-কে ভালোবাসে না, কিন্তু আর্থিক নিরাপত্তার জন্য তাকে বিয়ে করে। তার এই সিদ্ধান্ত প্রমাণ করে অনেক নারীর জন্য বিয়ে ছিল কেবল সামাজিক ও অর্থনৈতিক চুক্তি। Austen Elizabeth-এর মাধ্যমে স্বাধীনতার পথ দেখান, কিন্তু Charlotte-এর মাধ্যমে সমাজের বাস্তবতাও প্রকাশ করেন।

0
Updated: 1 month ago