Who is the protagonist in "The Old Man and the Sea"?
A
Marlin
B
Santiago
C
Manolin
D
Albatross
উত্তরের বিবরণ
✦ The Old Man and the Sea (উপন্যাস)
লেখক: Ernest Hemingway
প্রকাশকাল: ১৯৫২
ধরণ: Short heroic novel
বিশেষত্ব: Hemingway-এর শেষ major work of fiction
কাহিনি:
কেন্দ্রীয় চরিত্র: Santiago (বয়স্ক জেলে)
Santiago একটি giant Marlin মাছ ধরার জন্য একটি epic battle-এ নিযুক্ত হন।
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র
The Marlin
Manolin
Joe DiMaggio
Perico
Martin
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
পূর্ণ নাম: Ernest Miller Hemingway
পরিচয়: American novelist এবং short-story writer
বৈশিষ্ট্য:
Writing style-এ intense masculinity এবং adventurous life প্রকাশিত
সংক্ষিপ্ত, সুস্পষ্ট গদ্যশৈলী ২০ শতকে American এবং British সাহিত্যে শক্তিশালী প্রভাব ফেলেছে
পুরস্কার: ১৯৫৪ সালে The Old Man and The Sea-এর জন্য Nobel Prize in Literature লাভ

0
Updated: 1 month ago
What is a limerick in literature?
Created: 1 month ago
A
A five-line humorous poem with a specific rhyme
B
An eight-line love poem
C
A six-line ballad sung with music
D
A Japanese poetic form
Limerick
Definition:
-
English: A light or humorous five-line poem.
-
Bangla: কৌতুকপূর্ণ পঞ্চপদী ছড়া।
-
এটি একটি পাঁচ লাইনের মজার ছড়া, যার রাইম স্কিম aabba।
-
সাধারণত হাস্যরসপূর্ণ, অল্প বোকামি বা কিছুটা রূঢ় কণ্ঠের হতে পারে।
-
ইংরেজিতে লিমেরিকের প্রথম সংকলন প্রায় 1820 সালের দিকে প্রকাশিত হয়।
Example of a Limerick
There was an Old Man who supposed
That the street door was partially closed;
But some very large rats
Ate his coats and his hats,
While that futile Old Gentleman dozed.
Sources:
-
Britannica
-
Merriam-Webster Dictionary

1
Updated: 1 month ago
Which of the following lines from Macbeth is in iambic pentameter?
Created: 2 months ago
A
"Double, double toil and trouble"
B
"Is this a dagger which I see before me?"
C
"Out, damned spot! Out, I say!"
D
"Fair is foul, and foul is fair"

0
Updated: 2 months ago
Which play tells the story of a jealous Moorish general?
Created: 1 month ago
A
Othello
B
Macbeth
C
Julius Caesar
D
King Lear
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরন: Tragedy (ট্র্যাজেডি)
-
প্রধান চরিত্র: Othello (the Moor of Venice)
-
মূল বিষয়: অহংকার, বিশ্বাসঘাতকতা, অত্যধিক ঈর্ষা
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Iago, Othello কে প্রভাবিত করে, তাকে বিশ্বাস করায় যে Desdemona (Othello-এর স্ত্রী) তার প্রতি অবিশ্বাসী।
-
Othello অতিরিক্ত ঈর্ষান্বিত হয়ে Desdemona কে হত্যা করে।
-
পরবর্তীতে Othello নিজেও মৃত্যুবরণ করে।
-
গল্পে Desdemona কে দেওয়া একটি handkerchief প্রেমের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
William Shakespeare
-
জন্মস্থান: Stratford-upon-Avon, England
-
পেশা: Poet, dramatist, actor
-
উপাধি: English national poet, Bard of Avon
-
গুরুত্ব: English literature-এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের একজন
উল্লেখযোগ্য রচনা
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18: "Shall I Compare Thee to a Summer’s Day"
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
সঠিক উত্তর: ক) Othello
Source: Britannica.com

0
Updated: 1 month ago