কোন নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক?
A
চাকমা
B
ত্রিপুরা
C
লুসাই
D
গারো
উত্তরের বিবরণ
গারো জনগোষ্ঠী
-
গারো বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
-
এরা দেশের টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও গাজীপুর জেলায় বসবাস করে।
-
বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে গারো জনগোষ্ঠী বসবাস করে।
-
নৃ-বিজ্ঞানীদের মতে, গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিব্বতীবর্মণ শাখার বোড়ো উপশাখার অন্তর্ভুক্ত।
-
আদি বাসভূমি বর্তমান চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন-কিয়াং প্রদেশ, যেখান থেকে তারা দেশত্যাগ করে পরবর্তীকালে তিব্বতে দীর্ঘদিন বসবাস করেছিল।
-
পরে ভারতের উত্তর-পূর্ব পার্বত্য এলাকা এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু অঞ্চলে এরা বসতি গড়ে।
-
গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
-
পরিবারে মা কর্তা ও সম্পত্তির অধিকারী, পিতা পরিবারের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
-
সন্তানরা মায়ের পদবি অনুযায়ী পরিচিত হয়।
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নাম কী? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 3 weeks ago
A
ইন্ডো-প্যাসিফিক স্ট্রাইক
B
সার্জেন্ট শিল্ড
C
টাইগার শার্ক
D
ওশেন সেন্টিনেল
টাইগার শার্ক মহড়া সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি: টাইগার শার্ক একটি দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন যা ২ আগস্ট ২০২৫ এ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত হয়; এর লক্ষ্য ছিল দুই দেশের সামরিক সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা শক্ত করা। (U.S. Embassy in Bangladesh)
-
মহড়ার নাম: টাইগার শার্ক। (U.S. Embassy in Bangladesh)
-
তারিখ: ২ আগস্ট, ২০২৫। (The Business Standard)
-
উদ্দেশ্য: আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় উন্নত করা এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো। (BSS)
-
অঞ্চ্যাগত প্রেক্ষাপট: এই মহড়াটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অঙ্গীকারকে প্রতিফলিত করে। (U.S. Embassy in Bangladesh)
-
অংশগ্রহণকারীরা ও কার্যক্রম: যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী একত্রে অংশগ্রহণ করেছে; প্রশিক্ষণ কার্যক্রমগুলোর মধ্যে মেডিকেল প্রশিক্ষণ, টহল, লক্ষ্যভেদ অনুশীলন (marksmanship), সাঁতার ও ডুবসাঁতার, এবং ক্লোজ কোয়ার্টারস কমব্যাট (CQB) ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। (Facebook)
-
উৎস: ইভেন্ট সংক্রান্ত তথ্য স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদসংস্থা এবং যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটিক সূত্রে রিপোর্ট করা হয়েছে। (U.S. Embassy in Bangladesh)
আপনি চাইলে আমি এগুলোকে আরো সংক্ষিপ্ত করে দেব, অথবা মহড়ার গভীর বিশ্লেষণ—যেমন অংশগ্রহণকারী ইউনিটের ধরন, ব্যবহৃত সরঞ্জাম বা মহড়ার কৌশলগত তাৎপর্য—যোগ করে বিস্তারিত রিপোর্ট বানিয়ে দিতে পারি।

0
Updated: 3 weeks ago
গণপ্রতিনিধিত্ব আদেশ [Representation of the People's Order (RPO)] প্রথম কত সালে প্রণয়ন করা হয়?
Created: 1 month ago
A
১৯৭২ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৫ সালে
RPO (Representation of People Order)
-
সংজ্ঞা ও গুরুত্ব:
-
RPO বা গণপ্রতিনিধিত্ব আদেশ হলো বাংলাদেশে নির্বাচন পরিচালনার মূল আইন।
-
স্বাধীনতা পরবর্তী সংবিধান প্রণয়নের পরে, প্রথমবারের মতো ১৯৭২ সালে RPO প্রণয়ন করা হয়, যা নির্বাচনের প্রক্রিয়া ও বিধি নির্ধারণ করে।
-
-
ইতিহাস:
-
১৯৭২ সালের ২৬ ডিসেম্বর, সংসদ কার্যকর না থাকায় রাষ্ট্রপতি গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করেন (রাষ্ট্রপতির ১৫৫ নম্বর আদেশ)।
-
১৯৭৩ সালে নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদ এই আদেশটি অনুমোদন করে।
-
পরে বিভিন্ন সময়ে জাতীয় সংসদ RPO সংশোধন করেছে।
-
সমস্ত নির্বাচনের ভিত্তি হিসেবে RPO, ১৯৭২ ব্যবহৃত হয়েছে।
-
-
সর্বশেষ সংশোধন:
-
২০২৩ সালে সংসদে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন ২০২৩ পাশ হয়।
-
-
প্রধান শর্তাবলী:
-
যে কোনো নিবন্ধিত দলের ন্যূনতম এক-তৃতীয়াংশ জেলা (২১ জেলা) এবং ১০০ উপজেলা অফিস থাকতে হবে।
-
অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকার থানায় অফিস, যেখানে প্রতিটিতে কমপক্ষে ২০০ জন ভোটার সদস্য হিসেবে থাকতে হবে।
-
কোনো দল যদি পরপর তিন বছর তথ্য সরবরাহে ব্যর্থ হয়, তাহলে তার নিবন্ধন বাতিল হবে।
-
উৎস:
i) বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট
ii) বিবিসি

0
Updated: 1 month ago
নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
Created: 1 month ago
A
ইনফ্লুয়েঞ্জা
B
জলাতঙ্ক
C
ডেঙ্গু
D
যক্ষ্মা
ব্যাকটেরিয়া ও ভাইরাস সম্পর্কিত তথ্য
ব্যাকটেরিয়া
-
যক্ষ্মা (Tuberculosis) হলো ব্যাকটেরিয়া জনিত রোগ।
-
অন্যান্য ব্যাকটেরিয়া জনিত রোগ উদাহরণ: টাইফয়েড, হাট, ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণ ইত্যাদি।
-
ব্যাকটেরিয়া এককোষী প্রাণী, যা সরাসরি সংক্রমণ ঘটাতে পারে।
ভাইরাস
-
ভাইরাস হলো সংক্রমণকারী ক্ষুদ্র অণুজীব, যা কেবল জীবন্ত কোষের ভিতরে প্রজনন করতে পারে।
-
সাধারণ ভাইরাসজনিত রোগ:
-
সর্দি, ইনফ্লুয়েঞ্জা (ফ্লু)
-
ডেঙ্গু, জলাতঙ্ক, গুটিবসন্ত, জলবসন্ত
-
বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু
-
ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি
-
-
অন্যান্য জীবেও ভাইরাসজনিত রোগ হতে পারে – যেমন গাছপালা ও অন্যান্য প্রাণী।
-
উৎপত্তি: ল্যাটিন শব্দ Virus, যার অর্থ “বিষ”।
-
গঠন: নিউক্লিক অ্যাসিড (কেন্দ্রে) + প্রোটিন কোট (আবরণ)।
উৎস: উদ্ভিদ বিজ্ঞান, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago