কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন কে?
A
হাজী মোহাম্মদ দানেশ
B
মওলানা আতাহার আলী
C
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
D
শের-ই-বাংলা এ কে ফজলুল হক
উত্তরের বিবরণ
যুক্তফ্রন্ট
-
১৯৫৩ সালের ৪ ডিসেম্বর মুসলিম লীগকে মোকাবিলার জন্য পূর্ব বাংলার চারটি রাজনৈতিক দল একত্রিত হয়ে 'যুক্তফ্রন্ট' নামে জোট গঠন করে।
-
যুক্তফ্রন্টের প্রধান নেতা:
-
মওলানা ভাসানী
-
শেরে বাংলা এ কে ফজলুল হক
-
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
-
-
১৯৫৪ সালের ৮–১২ মার্চ প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
যুক্তফ্রন্ট মূলত চারটি দলের সমন্বয়ে গঠিত ছিলঃ
১. আওয়ামী মুসলিম লীগ: হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানী
২. কৃষক শ্রমিক পার্টি: শেরে বাংলা এ কে ফজলুল হক
৩. নেজামে ইসলাম পার্টি: মওলানা আতাহার আলী
৪. গনতন্ত্রী দল (বামপন্থী): হাজী মোহাম্মদ দানেশ
তথ্যসূত্র:
ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র

0
Updated: 1 month ago
বাংলাদেশের ’নারী ও শিশু নির্যাতন দমন আইন’ পাস হয় কত সালে?
Created: 4 weeks ago
A
২০০২ সালে
B
২০০৫ সালে
C
২০০০ সালে
D
২০০১ সালে
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০
-
আইনটির উদ্দেশ্য হলো নারী ও শিশুদের উপর সংঘটিত নির্যাতনমূলক অপরাধ কঠোরভাবে দমন করা।
-
আইনের ধারা সংখ্যা: ৩৫টি।
-
আইনটি পরিচিতি: “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০” নামে অভিহিত।
-
আইনের প্রাধান্য: অন্যান্য আইন থাকলেও, এই আইনের বিধানাবলী প্রধান ও বলবৎ হবে।

0
Updated: 4 weeks ago
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
চট্টগ্রাম
B
খুলনা
C
গাজীপুর
D
যশোর
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড হলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত একটি প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, যা দেশের শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
এটি গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত।
-
বিএমটিএফ-এ মোট ১৯টি কার্যকরী কারখানা রয়েছে।
-
সেনাবাহিনী প্রধান প্রতিষ্ঠানটির বোর্ড চেয়ারম্যান।
-
প্রতিষ্ঠানটি সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে একটি বোর্ড চেয়ারম্যান এবং একজন ব্যবস্থাপনা পরিচালক দ্বারা পরিচালিত হয়।

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের নিচের কোন প্রতিষ্ঠানটি স্থানীয় স্বায়ত্তশাসিত?
Created: 4 weeks ago
A
উপজেলা পরিষদ
B
জাতীয় সংসদ
C
জেলা প্রশাসন
D
উপজেলা প্রশাসন
স্থানীয় স্বায়ত্তশাসন (Local Self-Government) – বাংলাদেশ
১. সংজ্ঞা
স্থানীয় স্বায়ত্তশাসন হলো নির্দিষ্ট এলাকার জনগণের স্বশাসন, যা সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয়।
-
প্রতিনিধিরা তাঁদের কার্যাবলীর জন্য জনগণের নিকট দায়ী থাকেন।
২. প্রধান বৈশিষ্ট্য
-
আইনগত ভিত্তি: কার্যক্রম পরিচালনার জন্য আইনগত অনুমোদন।
-
নির্বাচিত সংস্থা: প্রতিনিধিরা নির্বাচনের মাধ্যমে দায়িত্বে আসেন।
-
জনগণের অংশগ্রহণ: সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ।
-
তহবিল সংগ্রহের ক্ষমতা: কর বা অন্য উৎসের মাধ্যমে অর্থ সংগ্রহের ক্ষমতা।
-
পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন: স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা।
-
স্বাধীনতা: কেন্দ্রীয় বা বিভাগীয় প্রশাসনের নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীনভাবে কার্য সম্পাদন।
৩. গুরুত্ব
-
এটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বা সরকার পরিচালনার পরিশীলিত রূপ।
৪. বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ
-
ইউনিয়ন পরিষদ
-
উপজেলা পরিষদ
-
জেলা পরিষদ
-
পৌরসভা
-
সিটি কর্পোরেশন
-
পার্বত্য জেলা পরিষদ

0
Updated: 4 weeks ago