A
বিজন ভট্টাচার্য
B
শামসুর রহমান
C
গােবিন্দচন্দ্র দাস
D
নবীনচন্দ্র সেন
উত্তরের বিবরণ
গােবিন্দচন্দ্র দাস:
- গােবিন্দচন্দ্র দাস ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের 'স্বভাব কবি' হচ্ছেন গােবিন্দচন্দ্র দাস।
- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন।
- তাঁর প্রথমা পত্নী সারদাসুন্দরীর মৃত্যুর প্রায় সাত বছর পর তিনি দ্বিতীয়বার দারপরিগ্রহ করেন।
- কিন্তু কবিতার মাধ্যমে তিনি তাঁর প্রথমা পত্নীকে অমর করে রেখেছেন।
তাঁর কাব্যগ্রন্থ:
- প্রেম ও ফুল,
- কুঙ্কুম,
- কস্তুরী,
- চন্দন,
- ফুলরেণু (সনেট),
- বৈজয়ন্তী,
- শোক ও সান্ত্বনা,
- শোকোচ্ছ্বাস ইত্যাদি।

0
Updated: 5 days ago
মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
Created: 2 weeks ago
A
মুকুন্দরাম চক্রবর্তী
B
কানা হরিদত্ত
C
বিজয়গুপ্ত
D
মানিক দত্ত
মনসামঙ্গল কাব্য
সাপের দেবী মনসাকে কেন্দ্র করে রচিত স্তব, স্তুতি ও কাহিনি-নির্ভর কাব্যকে ‘মনসামঙ্গল’ বলা হয়। একে কখনও পদ্মপুরাণ নামেও অভিহিত করা হয়।
বাংলার প্রাকৃত জীবন ও লৌকিক জীবনাচার থেকেই মনসামঙ্গল কাব্যের উদ্ভব হয়েছে। এ ধারার আদি কবি হিসেবে কানা হরিদত্ত পরিচিত।
মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র
-
সাপের দেবী মনসা
-
চাঁদ সওদাগর
-
বেহুলা
-
লখিন্দর
-
সনকা

0
Updated: 2 weeks ago
'বঙ্গসুন্দরী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 6 days ago
A
বুদ্ধদেব বসু
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
বিহারীলাল চক্রবর্তী
D
অমিয় চক্রবর্তী
বিহারীলাল চক্রবর্তী
-
জন্ম: ১৮৩৫, নিমতলা, কলকাতা
-
পরিচয়: আধুনিক বাংলা গীতিকবিতার পুরোধা, রবীন্দ্রনাথের কাব্যগুরু
-
সাহিত্যকর্ম: আধুনিক বাংলা গীতিকবিতার স্রষ্টা
-
বিশেষ শ্রদ্ধা: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘সারদা মঙ্গল’ কাব্য পড়ে তাঁকে ‘ভোরের পাখি’ আখ্যায়িত করেন
-
প্রখ্যাত কাব্যগ্রন্থ:
-
সারদা মঙ্গল (শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ)
-
সাধের আসন (শেষ কাব্যগ্রন্থ, ‘সারদা মঙ্গল’ এর পরিশিষ্ট)
-
অন্যান্য কাব্যগ্রন্থ: স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, বন্ধু-বিয়োগ, প্রেম প্রবাহিণী, নিসর্গ সন্দর্শন, বঙ্গসুন্দরী, নিসর্গ সঙ্গীত, মায়াদেবী, দেবরাণী, বাউল বিংশতি
-

0
Updated: 6 days ago
"বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" - পঙ্ক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 1 week ago
A
সাম্যবাদী
B
সর্বহারা
C
অগ্নি-বীণা
D
বিষের বাঁশি
সাম্যবাদী কাব্যগ্রন্থ
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
প্রকাশকাল: ১৯২৫
-
মোট কবিতা: ১১ টি
-
প্রধান বিষয়বস্তু: মানুষের সমতা ও সমঅধিকার
-
প্রথম কবিতা: সাম্যবাদী
-
বিখ্যাত কবিতা: নারী
‘নারী’ কবিতার সংক্ষিপ্ত ভাবার্থ
-
কবি এখানে নারী ও পুরুষকে সমমানের হিসেবে দেখান।
-
বিশ্বের সমস্ত মহান সৃষ্টি ও কল্যাণকর কাজের অর্ধেকই নারী করেছে।
-
বিশ্বের সমস্ত কষ্ট ও দুঃখের কারণের অর্ধেকই নারী এবং অর্ধেকই পুরুষের।
উল্লেখ্য: এই কবিতার মাধ্যমে নজরুল নারীর অবদান ও সমতার গুরুত্ব তুলে ধরেছেন।

0
Updated: 1 week ago