মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে কতজনকে বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়?
A
৬৭৫ জন
B
৬৭৬ জন
C
৬৭৭ জন
D
৬৭৮ জন
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের খেতাব
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব প্রদান করে।
বীরত্বসূচক খেতাবসমূহ:
-
বীরশ্রেষ্ঠ – সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৭ জন
-
বীরউত্তম – দ্বিতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৬৮ জন
-
বীরবিক্রম – তৃতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ১৭৫ জন
-
বীরপ্রতীক – চতুর্থ সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৪২৬ জন
-
সাম্প্রতিক পরিবর্তন: ৬ জুন ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামের মুক্তিযুদ্ধে প্রদত্ত খেতাব বাতিল করে।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
রাখাইন জনগোষ্ঠী কী নামে পরিচিত?
Created: 2 weeks ago
A
মারমা
B
মগ
C
মাইজু
D
পাঙ্গাল
রাখাইন জাতিসত্তা বাংলাদেশের একটি ক্ষুদ্র জনগোষ্ঠী, যারা মূলত মায়ানমারের রাখাইন রাজ্য থেকে আগমন করেছে। এদের ঐতিহ্য, ভাষা ও কৃষিকাজের নিজস্ব প্রথা রয়েছে, যা পার্বত্য ও সমুদ্র তীরবর্তী অঞ্চলের জীবনযাত্রার সঙ্গে জড়িত।
-
অবস্থান: বাংলাদেশ ও মায়ানমার।
-
অন্যান্য নাম: মগ।
-
অভিবাসন: আঠারো শতকের শেষের দিকে আরাকান (বর্তমান রাখাইন রাজ্য, মায়ানমার) থেকে বাংলাদেশে আগমন।
-
বাংলাদেশে প্রধান বসতি: কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা।
-
ভাষা: রাখাইন ভাষা বা ম্রো ভাষা, যা মিয়ানমারের বর্মী ভাষা পরিবারের অন্তর্গত।
-
পেশা: প্রধানত কৃষিকাজ, জুমচাষ বা পাহাড়ি চাষাবাদ পদ্ধতি ব্যবহার।
-
ধর্ম: মূলত বৌদ্ধ, তবে কিছু হিন্দু ও মুসলিম রাখাইনও আছে।
অন্যদিকে উল্লেখযোগ্য:
-
পাঙ্গাল মুসলিম জাতিসত্তা।
-
মারমা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর নৃগোষ্ঠী।

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক পণ্য কোনটি?
Created: 4 weeks ago
A
রসমলাই
B
জামদানি শাড়ি
C
ইলিশ মাছ
D
নকশিকাঁথা
জিআই (GI) বা Geographical Indication
-
সংজ্ঞা:
-
GI হলো “Geographical Indication” বা ভৌগোলিক নির্দেশক।
-
এটি একটি চিহ্ন বা প্রতীক, যা পণ্যের উৎস, গুণমান, সুনাম এবং বিশেষ বৈশিষ্ট্য নির্দেশ করে।
-
-
উদ্দেশ্য ও গুরুত্ব:
-
একটি অঞ্চলের আবহাওয়া, পরিবেশ বা প্রাকৃতিক উপাদান পণ্যের গুণমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে।
-
যদি পণ্যটি সেই অঞ্চলের সাংস্কৃতিক বা ঐতিহ্যিক উৎপাদন পদ্ধতির সঙ্গে সম্পর্কিত হয়।
-
তখন সেই পণ্যকে ভৌগোলিক নির্দেশক (GI) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
-
প্রাতিষ্ঠানিক স্বীকৃতি:
-
জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে।
-
বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর এই নিবন্ধনের কাজ করে।
-
-
বাংলাদেশের প্রথম GI পণ্য:
-
জামদানি শাড়ি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়।
-

0
Updated: 4 weeks ago
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন কে?
Created: 3 weeks ago
A
শহিদ জামিল
B
শহিদ নূর হোসেন
C
শহিদ আসাদ
D
শহিদ মোস্তফা
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন।
-
জেনারেল এরশাদের শাসনকাল ছিল ৯ বছর।
-
১৯৯০ সালে, উত্তাল ও রক্তাক্ত সপ্তাহে সেনাবাহিনী ও পুলিশের হাতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
-
নূর হোসেন এই আন্দোলনের একজন শহিদ।
-
নূর হোসেনের শহিদত্বের তিন বছর আগে ১৯৮৭ সালে এক গণআন্দোলন কঠোরভাবে দমন করা হয়।
-
১৯৮৭ সালের ১০ নভেম্বর, গণতন্ত্রের দাবিতে বুকে-পিঠে শ্লোগান লিখে রাস্তায় নামা নূর হোসেন পুলিশের গুলিতে শহিদ হন।
-
তাঁর লেখা শ্লোগান ছিল:
-
বুকে: "স্বৈরাচার নীপাত যাক"
-
পিঠে: "গণতন্ত্র মুক্তি পাক"
-
-
১৯৯০ সালের ৬ ডিসেম্বর, তীব্র গণআন্দোলনের ফলে জেনারেল এরশাদের ৯ বছরের শাসন শেষ হয়।

0
Updated: 2 weeks ago