A
আব্দুল মান্নান সৈয়দ
B
আবু জাফর ওবায়দুল্লাহ
C
মোহাম্মদ মোজাম্মেল হক
D
আবু ইসহাক
উত্তরের বিবরণ
✦ ফেরদৌসি চরিত
-
লেখক: মোহাম্মদ মোজাম্মেল হক
-
ধরণ: গদ্যগ্রন্থ
✦ মোহাম্মদ মোজাম্মেল হক (১৮৭৩–১৯৫৪)
-
জন্মস্থান: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রাম।
-
পরিচয়: সাহিত্যিক, সমাজসংস্কারক।
-
ভূমিকা:
-
মুসলিম সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি, পশ্চাৎপদতা ও আত্মবিস্মৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
-
লেখনী ও সংগঠনের মাধ্যমে সমাজ সংস্কারে উল্লেখযোগ্য অবদান রাখেন।
-
-
উপাধি: বঙ্গীয় সাহিত্য পরিষৎ তাঁকে “কাব্যকণ্ঠ” উপাধিতে ভূষিত করে।
✦ রচনা সমূহ
উপন্যাস
-
জোহরা
-
দরাফ খান গাজী
কাব্যগ্রন্থ
-
কুসুমাঞ্জলি
-
অপূর্ব দর্শন
-
প্রেমহার
-
জাতীয় ফোয়ারা
-
ইসলাম সংগীত
-
হযরত মুহম্মদ

0
Updated: 5 days ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘দুই সৈনিক’ এর লেখক কে?
Created: 1 week ago
A
শওকত আলী
B
শহীদুল্লাহ কায়সার
C
শওকত ওসমান
D
সেলিনা হোসেন
‘দুই সৈনিক’ (শওকত ওসমান)
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
প্রকাশকাল: ১৯৭৩ খ্রি.
-
উপন্যাসে ১৯৭১ সালের ২৫ মার্চের পরবর্তী কোনো দিনের অনূর্ধ্ব পাঁচ ঘণ্টার একটি ঘটনার বর্ণনা রয়েছে।
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি, ১৯১৭ খ্রি.; পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
-
সাহিত্যিক নাম: শওকত ওসমান।
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
শওকত ওসমান রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
রাজা উপাখ্যান
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ পিঞ্জর
-
রাজসাক্ষী
-
জলাঙ্গী
-
পুরাতন খঞ্জর
-
বনি আদম
-
জননী
-
চৌরসন্ধি ইত্যাদি।

0
Updated: 1 week ago
'আরোগ্য' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা?
Created: 1 week ago
A
প্রবন্ধ
B
নাটক
C
উপন্যাস
D
কাব্যগ্রন্থ
'আরোগ্য' কাব্যগ্রন্থ
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৩৪৭ বঙ্গাব্দ (১৯৪১)
-
কাব্যের ধরন:
-
তেত্রিশটি কবিতার সংকলন
-
কবিতাগুলো সংখ্যা দ্বারা চিহ্নিত
-
মুখে মুখে রচনা, কোনো পত্রিকায় প্রকাশিত নয়
-
-
ভাষা ও ছন্দ:
-
অলঙ্কারহীন, ছন্দ ধীরগতি
-
চিত্রগুলি পরিচিত জীবনের
-
রবীন্দ্রনাথের অন্যান্য কাব্যগ্রন্থ
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
Created: 5 days ago
A
প্রবোধচন্দ্রিকা
B
রাজাবলী
C
বেদান্তচন্দ্রিকা
D
বত্রিশ সিংহাসন
বত্রিশ সিংহাসন
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ।
এটি একটি কাহিনি সংকলন (অনুবাদিত), প্রকাশকাল ১৮০২।
বাংলা গদ্যের আদিপর্বে এর বিশেষ স্থান রয়েছে।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
তিনি সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক।
উইলিয়াম কেরির সুপারিশে ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পণ্ডিত হন।
তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পণ্ডিত হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সর্বাধিক গ্রন্থের রচয়িতা ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
বত্রিশ সিংহাসন
রাজাবলী
হিতোপদেশ
বেদান্তচন্দ্রিকা
প্রবোধচন্দ্রিকা ইত্যাদি।

0
Updated: 5 days ago