খাসিয়া জনগোষ্ঠীর গ্রামকে কী বলা হয়?
A
পুঞ্জি
B
মহল্লা
C
পাড়া
D
টোল
উত্তরের বিবরণ
খাসিয়া জাতি
-
বর্ণনা: খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
উৎপত্তি: মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
আদি নিবাস: সুনামগঞ্জ জেলা, উত্তর-পূর্ব সীমান্তবর্তী অঞ্চল।
-
বর্তমান বিস্তার: সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানা।
-
সামাজিক কাঠামো: খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে এবং পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
-
ধর্ম: বর্তমানে ৮০%-৯০% খাসিয়া খ্রিস্টান। প্রায় প্রতিটি পুঞ্জিতে গির্জা রয়েছে।
-
উৎসব: প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম, যা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠান।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 month ago
বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহের তদারকির দায়িত্বে নিয়োজিত কোন সংস্থা?
Created: 1 month ago
A
SEC
B
ΒΕΡΖΑ
C
IDRA
D
ΒΕΖΑ
BEPZA (Bangladesh Export Processing Zone Authority)
-
পূর্ণরূপ: Bangladesh Export Processing Zone Authority (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ)
-
ধরন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ স্বায়ত্বশাসিত সংস্থা
মূল দায়িত্ব ও কার্যক্রম:
-
দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (EPZ) ও শিল্পনগরীর তদারকি
-
দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ
-
বিপুল কর্মসংস্থান সৃষ্টি
-
রপ্তানি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জন
-
প্রযুক্তি আহরণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান
প্রতিষ্ঠা:
-
বেপজা আইন ১৯৮০ (আইন নং-৩৬) অনুযায়ী গঠিত
-
১৯৮৩ সালে চট্টগ্রামে প্রথম ইপিজেড প্রতিষ্ঠা
উদ্দেশ্য:
-
শিল্প খাতের দ্রুত বিকাশ
-
দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচন
-
সরকারের শিল্পনীতি ও রপ্তানি নীতির বাস্তবায়ন
উৎস: BEPZA ওয়েবসাইট

0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে 'কাস্টিং ভোট' সম্পর্কে বলা হয়েছে?
Created: 3 weeks ago
A
৭১ নং
B
৭২ নং
C
৭৩ নং
D
৭৫ নং
কাস্টিং ভোট (Casting Vote) হলো সংসদে স্পীকারের বিশেষ ভোটাধিকার, যা সংবিধানের ৭৫ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী প্রযোজ্য।
-
সংসদে কোনো বিষয়ে দুই পক্ষের ভোট সমান হলে স্পীকার নিজের ভোট প্রয়োগ করে সংসদের অচলাবস্থা দূর করেন।
-
অন্যভাবে বলতে গেলে, কোনো বিলের ভোটাভুটিতে যখন পক্ষে ও বিপক্ষে সমান ভোট পড়ে, তখন স্পীকার তার নির্ণায়ক ভোট প্রয়োগ করেন।
-
সাধারণ ক্ষেত্রে স্পীকার নিজের ভোটাধিকার ব্যবহার করতে পারেন না; কেবল সমসংখ্যক ভোটের অবস্থায়ই এটি প্রযোজ্য।
-
এই বিশেষ ভোটকে ‘কাস্টিং বা নির্ণায়ক ভোট’ বলা হয়।
অন্য সংবিধানিক প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
৭১ নং অনুচ্ছেদ: দ্বৈত-সদস্যতায় বাধা
-
৭২ নং অনুচ্ছেদ: সংসদের অধিবেশন
-
৭৩ নং অনুচ্ছেদ: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
উৎস:

0
Updated: 3 weeks ago
জাতিসংঘ সনদের কত নং অনুচ্ছেদ অনুযায়ী শান্তিরক্ষী বাহিনী বিরোধপূর্ণ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে?
Created: 1 month ago
A
৩৯ নং
B
৪৪ নং
C
৪৬ নং
D
৪৯ নং
শান্তিরক্ষী বাহিনী (Peacekeeping Forces) জাতিসংঘের মূল শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমের অংশ।
-
জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)
-
সনদ: অধ্যায়-১৯, মোট ১১১টি অনুচ্ছেদ
প্রধান কার্যক্রম:
-
নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী জাতিসংঘ মহাসচিবের তত্ত্বাবধানে শান্তিরক্ষী মিশন পরিচালিত হয়
-
সনদের ৪৩ ও ৪৪ নং অনুচ্ছেদ অনুযায়ী শান্তিরক্ষী বাহিনী কাজ করে:
-
বিরোধপূর্ণ অঞ্চলে উত্তেজনা প্রশমন
-
যুদ্ধবিরতি চুক্তি তদারকি
-
কার্যকর স্থিতাবস্থা বজায় রাখা
-
-
প্রথম শান্তিরক্ষা কার্যক্রম শুরু: ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে, জাতিসংঘের যুদ্ধবিরতি পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে
সম্পর্কিত ধারাসমূহ:
-
ধারা ৩৯: শান্তির প্রতি হুমকি, শান্তিভঙ্গ বা আক্রমণাত্মক কার্য নির্ধারণ নিরাপত্তা পরিষদের দায়িত্ব
-
ধারা ৪৬: সামরিক বাহিনী নিয়োগ ও পরিকল্পনা নিরাপত্তা পরিষদের নেতৃত্বে, সামরিক স্টাফ কমিটির সহায়তায় সম্পন্ন হবে
-
ধারা ৪৯: শান্তিরক্ষা কার্যক্রমে সদস্য রাষ্ট্রদের পারস্পরিক সহযোগিতা প্রদান বাধ্যতামূলক

0
Updated: 1 month ago