A
কাপালিক
B
নবকুমার
C
কুমুদিনী
D
কুপালকুণ্ডলা
উত্তরের বিবরণ
✦ কপালকুণ্ডলা (উপন্যাস)
-
রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৮৬৬ খ্রিস্টাব্দে (বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস)
-
ধরণ: নিগূঢ় ভাবসঙ্গতির কারণে ‘রোমান্স’ শ্রেণির উপন্যাস।
-
কাহিনি:
-
অরণ্যে কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে রচিত।
-
কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারের বিবাহ এবং তার সমাজ-সংস্কারবিরোধী অবস্থানের দ্বন্দ্বই মূল ঘটনা।
-
প্রকৃতির সৌন্দর্য, রহস্যময়তা ও ট্র্যাজিক পরিণতি উপন্যাসটিকে বিশেষ স্মরণীয় করে তুলেছে।
-
-
বৈশিষ্ট্য:
-
সম্রাট জাহাঙ্গিরের আমলের আগ্রার নগর ও স্থাপত্য এবং অন্যদিকে অরণ্য ও সমুদ্রের বর্ণনা একত্রে পাওয়া যায়।
-
বঙ্কিমের জীবদ্দশায় উপন্যাসটির আটটি সংস্করণ প্রকাশিত হয়।
-
অনেক সমালোচকের মতে, এটি বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস।
-
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
কপালকুণ্ডলা
-
নবকুমার
-
কাপালিক
-
-
উল্লেখযোগ্য তথ্য:
-
‘কুমুদিনী’ কপালকুণ্ডলার চরিত্র নয়; এটি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের চরিত্র।
-
✦ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮–১৮৯৪)
-
পরিচয়: ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম পুরুষ।
-
জন্ম: ১৮৩৮, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে।
-
উপাধি: বাংলা উপন্যাসের জনক।
-
প্রথম কাব্যগ্রন্থ: ললিতা তথা মানস।
-
প্রথম উপন্যাস: দুর্গেশনন্দিনী (বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস)।
ত্রয়ী উপন্যাস
-
আনন্দমঠ
-
দেবী চৌধুরানী
-
সীতারাম
অন্যান্য উপন্যাস
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ

0
Updated: 5 days ago
'The Origin and Development of the Bengali Language' গ্রন্থে চর্যাপদের ভাষা বিশ্লেষণ করেন কে?
Created: 1 week ago
A
ড. প্রবোধচন্দ্র বাগচী
B
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
C
বিজয়চন্দ্র মজুমদার
D
ড. সুকুমার সেন
চর্যাপদ বিষয়ক গবেষণা
বিজয়চন্দ্র মজুমদার (১৯২০): চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন।
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় (১৯২৬): The Origin and Development of the Bengali Language গ্রন্থে বৈজ্ঞানিক পদ্ধতিতে চর্যাপদের ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিশ্লেষণ করেন। প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ।
অন্যান্য ভাষাবিজ্ঞানী যারা চর্যাপদ বাংলা ভাষায় রচিত প্রমাণ করেছেন:
ড. প্রবোধচন্দ্র বাগচী
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুকুমার সেন
ড. শশীভূষণ দাশগুপ্ত
ড. শশীভূষণ দাশগুপ্ত (১৯৪৬): সহজযান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্ব ব্যাখ্যা করেন।
রাহুল সাংকৃত্যায়ন (বিহার): বৌদ্ধ সিদ্ধাচার্য, বৌদ্ধ সহজযান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 week ago
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
মতিচূর
B
অবরোধবাসিনী
C
পদ্মরাগ
D
সবগুলোই
পদ্মরাগ উপন্যাস ও রোকেয়া সাখাওয়াত হোসেন
পদ্মরাগ (উপন্যাস)
-
রচনা করেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন।
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত সমস্যাগুলো ফুটিয়ে তুলেছে; এমন প্রকাশ সম্ভব হিন্দু লেখকের পক্ষ থেকে সম্ভব ছিল না।
-
উৎসর্গ করা হয়েছে রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিম।
নারী ও শিশু বিষয়ক প্রবন্ধ
-
রচয়িতা: রোকেয়া সাখাওয়াত হোসেন
-
গ্রন্থ: মতিচূর, অবরোধবাসিনী
রোকেয়া সাখাওয়াত হোসেন (জীবনী সংক্ষিপ্ত)
-
জন্ম: ৯ ডিসেম্বর ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
-
নারীর অধিকার ও শিক্ষার পথিকৃৎ; বাংলাদেশের নারী আন্দোলনের চিরঅম্লান অবদান।
-
১৯১৬ সালে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম (মুসলিম মহিলা সমিতি)।
-
অনুবাদ গ্রন্থ: ‘Sultana’s Dream’ → সুলতানার স্বপ্ন।
-
প্রতীকী রচনা; Lady Land/নারীস্থান রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মোট কত বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
২৫. ৩৩ বিলিয়ন ডলার
B
২৭. ৩৩ বিলিয়ন ডলার
C
৩০. ৩৩ বিলিয়ন ডলার
D
৩৫. ৩৩ বিলিয়ন ডলার
২০২৪–২৫ অর্থবছরের প্রবাসী আয় ও রপ্তানি
-
প্রবাসী আয়:
-
উৎস: বাংলাদেশ ব্যাংক
-
মোট আয়: প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলার
-
এতো প্রবাসী আয় দেশে আগে কোনো অর্থবছরে আসেনি।
-
আগের অর্থবছরের তুলনায় বৃদ্ধি: ৬.৪২ বিলিয়ন ডলার (২৬.৮%)
-
জুন মাসের আয়: ২.৮২ বিলিয়ন ডলার, যার মধ্যে ৩০ জুন একদিনে এসেছে ১১.৩ মিলিয়ন ডলার
-
বৃদ্ধির কারণ: হুন্ডি রোধে কঠোর অবস্থান, বৈধ রেমিট্যান্স প্রণোদনা, রেমিট্যান্স প্রক্রিয়া সহজ করা ইত্যাদি
-
-
পণ্য রপ্তানি:
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
-
২০২৪–২৫ অর্থবছরে পণ্য রপ্তানি: ৪,৮২৮ কোটি ডলার
-
বৃদ্ধি: আগের অর্থবছরের তুলনায় ৮.৫৮%
-
২০২৩–২৪ অর্থবছরের রপ্তানি: ৪,৪৪৭ কোটি ডলার
-
-
উল্লেখযোগ্য: প্রবাসী আয় ও রপ্তানি উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার অবস্থা শক্তিশালী করতে সহায়ক।

0
Updated: 2 weeks ago