মুক্তিযুদ্ধের সময়ে 'হেমায়েত বাহিনী' কোন অঞ্চলে যুদ্ধ করে?
A
টাঙ্গাইল
B
মাগুরা
C
পাবনা
D
বরিশাল
উত্তরের বিবরণ
আঞ্চলিক বাহিনী (মুক্তিযুদ্ধের সময়)
সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে গঠিত গুরুত্বপূর্ণ মুক্তিবাহিনী ও গেরিলা দলসমূহ:
বাহিনীর নাম | স্থান/অঞ্চল |
---|---|
কাদেরিয়া বাহিনী | টাঙ্গাইল |
আফসার ব্যাটালিয়ন | ভালুকা, ময়মনসিংহ |
বাতেন বাহিনী | টাঙ্গাইল |
হেমায়েত বাহিনী | গোপালগঞ্জ, বরিশাল |
হালিম বাহিনী | মানিকগঞ্জ |
আকবর বাহিনী | মাগুরা |
লতিফ মীর্জা বাহিনী | সিরাজগঞ্জ, পাবনা |
জিয়া বাহিনী | সুন্দরবন |
ঢাকার গেরিলা দল (‘ক্র্যাক প্লাটুন’) | ঢাকা শহর |
-
ঢাকার গেরিলা দল প্রধানত শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটাত।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি

0
Updated: 1 month ago
বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
সাভার, ঢাকা
B
মিরসরাই, চট্টগ্রাম
C
আড়াইহাজার, নারায়ণগঞ্জ
D
মাধবরাম, কুড়িগ্রাম
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (National Special Economic Zone – NSEZ)
-
অবস্থান: চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকা, বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের পাশে।
-
মোট আয়তন: প্রায় ১৩৭ বর্গকিলোমিটার (৩৩,৮০৫ একর)
-
৪১% (১৪,০০০ একর) – শিল্পকারখানা
-
৫৯% – খোলা জায়গা, বনায়ন, বন্দর সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র
-
-
গঠন: ৩টি ইকোনমিক জোন এবং মোট ১২টি পৃথক অঞ্চলে বিভক্ত
-
বেপজা অর্থনৈতিক অঞ্চল
-
পোশাক (বিজিএমইএ) শিল্পপার্ক
-
ভারতীয় অর্থনৈতিক অঞ্চল
-
এসবিজি (শিকদার, বসুন্ধরা ও গ্যাসমেন গ্রুপ) অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি
-
-
উদ্দেশ্য ও সম্ভাবনা:
-
পুরো অঞ্চল চালু হলে আগামী ১৫ বছরে প্রায় ১৫ লাখ লোকের কর্মসংস্থান
-
প্রতিবছর রপ্তানি আয় প্রায় ১,৫০০ কোটি ডলার
-
-
উদ্বোধন: ২০১৬ সালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল নামে
উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও বেপজা ওয়েবসাইট

0
Updated: 1 month ago
রাজনৈতিক দলের কার্যাবলির অন্তর্ভুক্ত নয় কোনটি?
Created: 3 weeks ago
A
রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ
B
জনমত গঠন
C
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন
D
বিরোধী ভূমিকা পালন
নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা সরাসরি রাজনৈতিক দলের কার্যক্রমের অংশ নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক গণতন্ত্র মূলত পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক। এতে জনগণ নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসনকার্যে অংশগ্রহণ করে এবং এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হলো রাজনৈতিক দল।
রাজনৈতিক দলের প্রধান কার্যাবলি হলো:
-
রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ করা
-
নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন
-
জনমত গঠন করা
-
প্রার্থী মনোনয়ন
-
প্রচারণা পরিচালনা
-
ভোটারদের স্বার্থ সংরক্ষণ
-
বিরোধী ভূমিকা পালন করা
-
রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার
-
স্বেচ্ছাচার প্রতিরোধ
-
রাজনৈতিক সামাজিকীকরণ
-
শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা
-
সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সংযোগ স্থাপন
-
জাতীয় ঐক্যবোধ সৃষ্টি
-
সমাজতন্ত্র প্রতিষ্ঠা
-
স্বার্থের একত্রীকরণ

0
Updated: 2 weeks ago
‘রূপকথা’ কোন ফসলের জাত?
Created: 1 month ago
A
ভুট্টা
B
গম
C
ধান
D
আখ
রূপকথা ধানের জাত
-
রূপকথা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল ধান।
বিভিন্ন ফসলের উন্নত জাত
-
গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর।
-
ধান: ইরাটম, ব্রি হাইব্রিড–১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি।
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা।
-
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ।
-
আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি, মােহনভােগ।
-
টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
-
মরিচ: যমুনা।
-
বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো।
-
আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা, চিনেলা।
-
তুলা: সিবি–১০, রূপালী, ডেলফোজ।
-
আনারস: জায়ান্ট কিউ, হানি কুইন, ঘোড়াশাল, জলঢুপি।
উৎস: কৃষি তথ্য সার্ভিস

0
Updated: 1 month ago