A
NaOH
B
NH3
C
HCI
D
KOH
উত্তরের বিবরণ
সাবান
-
সাবান মূলত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ (R-COONa) অথবা পটাশিয়াম লবণ (R-COOK)।
-
এটি সাধারণত দুই প্রকার হয়ে থাকে—শক্ত সাবান ও কোমল সাবান।
-
শক্ত সাবান তৈরিতে সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH), অর্থাৎ কস্টিক সোডা ব্যবহার করা হয়।
-
কোমল সাবান তৈরিতে পটাশিয়াম হাইড্রক্সাইড (KOH), অর্থাৎ কস্টিক পটাশ ব্যবহার করা হয়।
-
শক্ত ধরনের সাবান তৈরির জন্যে NaOH এবং কোমল সাবানের জন্যে KOH ব্যবহৃত হয়।
-
সাবানকে আরও শক্ত ও ভারী করার জন্য নির্দিষ্ট পরিমাণে সোডিয়াম সিলিকেট (Na₂SiO₃) যোগ করা হয়। তবে পরিমিত পরিমাণে ব্যবহার না করলে এটি সাবানকে অতিরিক্ত শক্ত করে তুলতে পারে।
উৎস: ব্রিটানিকা ও সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago